সমকামি বিয়ে- স্বাধীনতা আর সমানাধিকার প্রশ্নে নজির গড়ল আমেরিকা।
লিখেছেন লিখেছেন অপি বাইদান ৩০ জুন, ২০১৫, ০১:২৮:২৮ রাত
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে সে দেশে সমকামীদের মধ্যে বিয়ের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে আয়ার্ল্যান্ডে গণভোটের মাধ্যমে সমকামী সম্পর্ক বৈধতা পেয়েছে। ইতিপূর্বে সমগ্র পশ্চিম ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া সমকামি বিয়ের স্বীকৃতি দেয়।
অন্যদিকে- চোর ছেঁচর এবং ভেজাল বদমাসে ভরপুর বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান.......... এর গন্ডমূর্খ মুমিন মুস্লিমরা সমকামি বিয়ের বিরুদ্ধে উঠেপরে লেগেছে।
তারা কোরান, হাদীসের সূরা কেরাতের উদ্বৃতি দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমকামিদের কল্লা কাটার জন্য দাপাদাপি করেছে। কেউ কেউ আবার 'কওমে লুত' এর মত আমেরিকার ধ্বংস কামনা করে মাটিতে গড়াগড়ি দিয়ে আল্যার কাছে বিলাপ শুরু করেছে।
এখন দেখাযাক মুমিনের আল্লা আমেরিকার কি ফেলতে পারে? দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১৫১৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর সব দেশ সমকামী হতে যে বললেন তাহলে আপনার জন্ম হবে কীভাবে? আপনি না থাকলে এখানে পেঁচাল বাড়াবে কে?
মন্তব্য করতে লগইন করুন