সমকামি বিয়ে- স্বাধীনতা আর সমানাধিকার প্রশ্নে নজির গড়ল আমেরিকা।

লিখেছেন লিখেছেন অপি বাইদান ৩০ জুন, ২০১৫, ০১:২৮:২৮ রাত



যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে সে দেশে সমকামীদের মধ্যে বিয়ের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে আয়ার্ল্যান্ডে গণভোটের মাধ্যমে সমকামী সম্পর্ক বৈধতা পেয়েছে। ইতিপূর্বে সমগ্র পশ্চিম ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া সমকামি বিয়ের স্বীকৃতি দেয়।

অন্যদিকে- চোর ছেঁচর এবং ভেজাল বদমাসে ভরপুর বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান.......... এর গন্ডমূর্খ মুমিন মুস্লিমরা সমকামি বিয়ের বিরুদ্ধে উঠেপরে লেগেছে।

তারা কোরান, হাদীসের সূরা কেরাতের উদ্বৃতি দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমকামিদের কল্লা কাটার জন্য দাপাদাপি করেছে। কেউ কেউ আবার 'কওমে লুত' এর মত আমেরিকার ধ্বংস কামনা করে মাটিতে গড়াগড়ি দিয়ে আল্যার কাছে বিলাপ শুরু করেছে।

এখন দেখাযাক মুমিনের আল্লা আমেরিকার কি ফেলতে পারে? দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৪৯৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327986
৩০ জুন ২০১৫ রাত ০২:৩৫
সুশীল লিখেছেন : মাইনাস
327993
৩০ জুন ২০১৫ সকাল ০৭:২৩
বেদনা মধুর লিখেছেন : আপনি তো মেয়ে সমকামী। আচ্ছা মেয়েদেরতো লম্বা মত জিনিসটা নাই। তাহলে ঢুকান কী?
আর সব দেশ সমকামী হতে যে বললেন তাহলে আপনার জন্ম হবে কীভাবে? আপনি না থাকলে এখানে পেঁচাল বাড়াবে কে?
327999
৩০ জুন ২০১৫ সকাল ০৯:৩৬
শেখের পোলা লিখেছেন : এটা আবার কার প্রেতাত্মা বাওয়া? কোথা থেকে এলেন বাহে?
328367
০২ জুলাই ২০১৫ রাত ১১:২২
মোশারফ রিপন লিখেছেন : বাইদানের মাতাজি নিশ্চয় সমকামী ছিলেন,তাহলে আপনি কি আপনার পিতাজির হোগা দিয়ে জন্ম নিলেন।
328393
০৩ জুলাই ২০১৫ রাত ০২:৪২
বার্তা কেন্দ্র লিখেছেন : তোর মাকেও তুই বিয়ে কর, আমেরিকায় নিয়ে গিয়ে..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File