ইসলামিক ফাউন্ডেশন ঘোষিত জুমার খুতবায় যা লেখা রয়েছে।

লিখেছেন লিখেছেন মুসলমান ১৮ জুলাই, ২০১৬, ০২:৩২:৪৪ দুপুর

বৃহস্পতিবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরবির সাথে বাংলা তরজমাও পাঠানো হয়েছে গণমাধ্যমে।

খুতবার বাংলা তরজমায় বলা হয়েছে, “হে মসুলমানগণ! একজন মানুষ

সে যাই হোক না কেন- তার জন্য পৃথিবীকে নিরাপদ জীবন ধারণের অধিকার স্বীকৃত। সে মুমিন হোক কিংবা কাফির হোক কিংবা ফাসেক হোক। অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করা কিংবা তার সম্পদ গ্রাস করা কিংবা তাকে অপমানিত করা হারাম। কুরআন বলেছে, আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করো না এবং আরো এরশাদ হচ্ছে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল।” “মহানবী বলেন, সর্বোচ্চ কবিরা গোনাহ হল মানুষ খুন করা। এখানে মুসলিম অমুসলিম পার্থক্য করা হয়নি।” খুতবায় অভিভাবকদের সচেতন করে বলা হয়েছে, “আপনারা আপনাদের সন্তান-সন্ততির বিষয়ে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদেরকে সুন্দর চরিত্রের শিক্ষা দিন। তাদের বিষয়ে সজাগ থাকুন যে আপনার সন্তানকে আপনার চোখ ফাঁকি দিয়ে যেন সন্ত্রাসীরা কেড়ে নিতে না পারে। সন্ত্রাসীরা এই অবুঝ সরল কিশোরদেরকে পরিবারের নিয়ন্ত্রণ থেকে ভাগিয়ে নিয়ে নানা অপকর্মের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে চেষ্টা করে থাকে।” খুতবার উপসংহারে বলা হয়েছে, “সবশেষে আমরা আহ্বান করি আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে সকল সন্ত্রাসী কার্যক্রম থেকে বেঁচে থাকতে, হে আল্লাহ! আমাদের দেশ বাংলাদেশ। এ দেশকে আপনি সন্ত্রাস ও বিপর্যয় থেকে রক্ষা করুন এবং একে শান্তি ও সমৃদ্ধির দেশে পরিণত করুন।”

১৫ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর -

বিষয়: বিবিধ

১৪৬১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374889
১৮ জুলাই ২০১৬ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : শেষে কারও দীর্ঘায়ূ কামনা করা হলনা।যুদ্ধের নয়মাস মসজিদে পাকিস্তানের দীর্ঘায়ূ কামনা করা হত। ১৬ই ডিসেম্বর৭১ এর পর তা উল্টে গেছিল। এটা কতদিিন চলে আর কোথায় ঠেকে দেখার অপেক্ষায় রইলাম।৷
374920
১৯ জুলাই ২০১৬ রাত ০৩:৫১
কুয়েত থেকে লিখেছেন : اللهم احفظ بلادنا البنغلاديش من حكومة الطاغوط আল্লাহ! আমাদের দেশ বাংলাদেশ। এ দেশকে আপনি সন্ত্রাস ও বিপর্যয় থেকে রক্ষা করুন ভালো ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File