প্রশ্ন করবেন উত্তর পাবেন না কিন্তু মজা পাবেন!

লিখেছেন লিখেছেন মুসলমান ২৪ মার্চ, ২০১৬, ০২:৫০:৩৮ দুপুর

১। প্রশ্নঃ হুজুর শাফেঈরা যে নামাযে বুকে হাতবাঁধে, রফেলইয়াদাইন করে, বড় করে আমিন বলে,১২ তাকবিরে ২ ঈদের নামায পড়ে…..তাদের নামাজকি হবে?

উত্তর আসবে ‘হাঁ হবে’।

আর একজনহানাফি যদি সেসব করে ?

উত্তরঃ “তার নামাজ হবে না কারণ হানাফি মাযহাবে থেকে শাফেঈদেরআমলকরা যাবে না।” ।

প্রঃ কেন? উভয়েই তো মুসলমান।আপনিইতো বললেন ৪ মাযহাবই হক্কের মধ্যেআছে”?

আর হানাফি মাযহাবের ফেকাহ্ তে আছে গ্রামের মসজিদে জুম্মার ছালাত পড়া যাবে না, শহরের মসজিদে পড়তে হবে,, আর অন্য ৩ মাযহাবে বলছে সবখানেই জুম্মার ছালাত বৈধ,,, তহলে আপনারা কেন হানাফি মাযহাবে থেকে অন্য মাযহাবের মত অনুসরণ করে গ্রামে জুম্মা পড়েন..??

এ প্রশ্নেরও উত্তর পাবেন না, তবে মজা পাবেন।

২। প্রশ্নঃ হুজুর; আরবরা দেখলাম কচ্ছপ, কাঁকড়া সহঅনেক জলচর ও স্থলচর প্রাণী খায় যা আমরা খাইনা। এটা কেন?

উঃ কারণ ওদের মাযহাবে সেগুলোহালাল।

প্রশ্নঃ হানাফিরাও কি ইচ্ছেকরলে সেগুলোখেতে পারবে?

হুজুরের উত্তরঃ “কক্ষনোনা।কারণ সেগুলো হানাফিদের জন্য মাকরুহ”।

প্রশ্নঃএকই জিনিষ কিছু মুসলমানের জন্য হালাল আবার কিছুমুসলমানের জন্য মাকরুহ, তা কি করে হয়? কাহিনীকরেন?

উত্তর পাবেন না, কিন্তু মজা পাবেন।

৩। প্রশ্নঃ হুজুর; সৌদি আরবে দেখলাম ১ পরিবারেরজন্য ১ টি মাত্র ছাগল, ভেড়া,কিংবা দুম্বা দিয়ে কোরবানী করে। তারা বলে এটাই সুন্নত। তাদের কোরবানি কি হবে?

উঃ হবে।

প্রঃ হানাফিরাও কি তাদের মতো করলে কোরবানী বৈধ হবে?

উঃ নাহবেনা। কারণ এটা তাদের জন্য যায়েজ, হানাফিদের জন্য নয়।

প্রঃ উভয়েই একই নবীর উম্মত কিন্তু ২ধরণের নিয়ম কেন? উত্তর পাবেন না, তবে মজা পাবেন।

৪। প্রশ্নঃ মৌলভী সাহেবকে জিজ্ঞেস করুন,আচ্ছা হুজুর, যারা কোন নির্দিষ্ট মাযহাব মানে না,মৃত্যূর পর কবরে যদি ফেরেশতা তাকেজিজ্ঞেস করে “তোমার মাযহাব কোনটি”? তখনসে কি উত্তর দেবে?

হুজুর আমতা আমতা করে যাবলবেন তা হল, এ ধরনের প্রশ্ন ফেরেশতারলিষ্টে আছে বলে উনার জানা নেই।

৫। প্রশ্নঃ শেষ বিচারের দিন আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞেস করবে তুমি কি “হানাফী,নাকি শাফেঈ …ইত্যাদি?

হুজুর বলবেন “অবশ্যই নয়”।

প্রঃ তাহলে ঐ মাযহাব মানার দরকারইবা কি?

হুজুররেদীর্ঘ উত্তরের সার সংক্ষেপ হল – মাযহাব ছাড়ারাসুলকে মানা সম্ভবই না। এক একজন ইমাম রসুল (সঃ)এর রেসালতের সমস্ত কর্মকাণ্ড ‘কপি-পেষ্ট’করে নিজেদের মধ্যে নিয়ে ফেলেছেন।ইনাদের আগে বা পরে কোন আল্লার বান্দা একাজ করতে সক্ষম হন নাই, হবেনও না। মায-হাবঅনেকটা ৪টি টানেলের মত। এই ৪টির যে কোনএকটি মধ্য দিয়ে গেলেই আপনি রাসুলের সন্ধানপাবেন, নচেৎ নয়। (আউজুবিল্লাহি মিনাশ শাইত্বনিররজীম)।

এতক্ষন পর মাযহাবের থলের বিড়ালটার মিউ শব্দে মামলাটা কিছুটা পরিষ্কার হয়েছ বলে আপনার মনে হয়।

৬। প্রশ্নঃ প্রশ্ন করুন এই টানেল জাতিয় হাদিসটি কোথায় পেয়েছেন?

উত্তর পাবেন না, তবে মজা পাবেন। এভাবে অজু, ইকামত, নামাজ, রোজা,হজ্ব, বিবাহ, তালাক্ব সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে মাযহাব ভেদে ভিন্নতা দেখবেন এবং প্রশ্ন করলেআজগুবি ধরণের গোল মেলে ও স্ববিরোধী উত্তর পাবেন। আবার চুড়ান্ত প্রশ্নের উত্তরই পাবেন না। তবে yes একটি জিনিষ নিশ্চিত পাবেন। তা হচ্ছে গালি। আপনাকে লা-মাযহাবী, ইয়হুদী- নাছারার দালাল, ইসলামের শত্রু, রাফেজী-খারেজী এমনকি কাফের বলতেও দ্বিধা করবে না। অতএব আপনার গায়ের চামরা যদি গণ্ডারের চামড়ার মতো বা কাছাকাছি হয় তবেই এ ধরনের ঝুঁকি নেবেন, নচেৎ নয়।

আল্লাহু সুবহানাহু তায়ালা সঠিক বুঝ দান করুন।(আমিন)

(কপিপেষ্ট ফ্রম ফেসবুক। পুরা সঠিক না হলেও ম্যাক্সিমাম কাছাকাছি মনে হল তাই)

বিষয়: বিবিধ

১৩৮১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363498
২৪ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪০
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি দারুন হয়েছে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে উত্তর পাবেন না, তবে মজা পাবেন।
২৭ মার্চ ২০১৬ সকাল ১০:৪৮
301570
মুসলমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভাল রাখুন।
363504
২৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০২
তট রেখা লিখেছেন : আপনার লেখার স্পিরিটের সাথে পরিপূর্ণ ভাবে একমত, কিন্তু উপস্থাপনার ভঙ্গির সাথে দ্বিমত পোষণ করি। যারা অন্ধ ভাবে মাযহাব মেনে চলে, তারা অধিকাংশই অজ্ঞ বা স্বল্প শিক্ষিত ( তাদের মধ্যে আলেম উপাধি ধারী ব্যাক্তি বর্গ সহ)। আমাদের উচিৎ কুরান ও হাদীসের আলোকে তাদের সামনে সত্য উপস্থাপন করা, কোনো রকম ব্যাঙ্গাত্মক উপায়ে কাউকে হেয় করা নয়। এতে শুধু তিক্ততায় বাড়ে, উম্মাহর একতাকে নষ্ট করে, আর শয়তান এটাই চায়।
২৭ মার্চ ২০১৬ সকাল ১০:৪৯
301573
মুসলমান লিখেছেন : আপনার সাথে একমত পোষণ করছি। ইনশা আল্লাহ নিজেকে সংশোধনের চেষ্টায় আছি। আল্লাহ আপনাকে ভাল রাখুন।
363515
২৪ মার্চ ২০১৬ রাত ০৮:৪৪
শেখের পোলা লিখেছেন : মজাই পাইলাম৷
২৭ মার্চ ২০১৬ সকাল ১০:৪৯
301574
মুসলমান লিখেছেন : আনেক ধন্যবাদ ভাই। কেমন আছেন?
363523
২৪ মার্চ ২০১৬ রাত ১০:০০
২৭ মার্চ ২০১৬ সকাল ১০:৪৯
301575
মুসলমান লিখেছেন : Love Struck অনেক ধন্যবাদ।
363548
২৫ মার্চ ২০১৬ সকাল ১০:৩৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বেশ মজা লাগলো। আরো চাই,ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৬ সকাল ১০:৫০
301576
মুসলমান লিখেছেন : ইনশা আল্লাহ অন্যভাবে। আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File