বিকল্প ওয়েতে ফেসবুক ব্যবহার করলে আইনের আওতায় আনা হতে পারে!!!Happy Happy Happy

লিখেছেন লিখেছেন মুসলমান ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৯:৫৮ সকাল



বাংলাদেশে 'নিষিদ্ধ' ফেসবুকে নিয়মিত সক্রিয় ও স্ট্যাটাস দিয়েই যাচ্ছেন বিতর্কিত প্রতিমন্ত্রী তারানা হালিম। সর্বশেষ তার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মার্ক যূকার বার্গের

সন্তান হওয়ায় তাকে অভিনন্দন দেয়া হয়েছে।

যদিও এর আগে তারানা হালিম বলেছিলেন, 'নিষিদ্ধ' ফেসবুক ব্যবহার করলে 'শাস্তি' মূলক ব্যবস্থা নেয়া হবে ।

খোদ তারানার ক্ষেত্রে কি ব্যবস্থা নেয়া হবে, এনিয়ে ফেসবুকে বেশ সরস আলোচনা চলছে ।

http://www.bdfirst.net/newsdetail/detail/200/173499



ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারির শুরুতে গত ১৮ নভেম্বর বুধবার দেড়ঘণ্টা ইন্টারনেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ। যদিও সরকারের নির্দেশনা ছিল শুধুমাত্র ছয়টি প্ল্যাটফর্ম বন্ধের। বিটিআরসি ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়াকে ‘ভুল বোঝাবুঝির’ ফসল বলে আখ্যা দিয়েছে। তবে ইন্টারনেট ফিরে আসার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ করে সরকারের নিষেধাজ্ঞা ভঙ্গের ঘোষণা দেন। তারা বিকল্প উপায়ে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন উপায়ের কথাও জানান।

বাংলাদেশের অন্যতম ইন্টারনেট ব্যবহারকারী মোহাম্মদ রবিউল্লাহ ও মোসাদ্দেক জানিয়েছেন, তিনি প্রক্সি ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করেছেন যেখানে তার অনলাইন অবস্থান দেখানো হচ্ছে পাপুয়া নিউগিনিতে, যদিও তিনি অবস্থান করছেন বাংলাদেশে। অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবের জানিয়েছেন, বর্তমান সময়ে ইন্টারনেটে কোনকিছু পুরোপুরি নিষিদ্ধ করা অসম্ভব। কেননা নিষিদ্ধ বিষয়াদি ব্যবহারের বিভিন্ন বিকল্প আছে।

তিনি বলেন, এটা খুবই স্বাভাবিক যে কিছু ‘টেক-সেভি’ মানুষ নিষেধাজ্ঞা এড়িয়ে ফেসবুক ব্যবহার করছেন কিংবা ভাইবার, ট্যাঙ্গো ব্যবহার করে কথা বলছেন। তবে এটা অস্বীকারের উপায় নেই নিষেধাজ্ঞার কারণে অনেক মানুষ এ সব সেবা ব্যবহার করতে পারছেন না, বিশেষ করে যাদের নিষেধাজ্ঞা এড়ানোর উপায় জানা নেই।

তবে সবচেয়ে বিস্ময়কর হচ্ছে, খোদ সরকারের কর্মকর্তারাই মানছেন না এই নিষেধাজ্ঞা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফেসবুক নিষেধাজ্ঞা মানছেন না। জুনায়েদ আহমেদ পলক বৃহস্পতিবার তাঁর ফেসবুকে ঢাকার একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ছবি প্রকাশ করেন।

গত শুক্রবার বিকাল ৩ টা ৪০মিনিটের দিকে তিনি বিপিও সম্মেলনে নিজের উপস্থিতির একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন। তবে তিনি এবিষয়টি অস্বীকার করেছেন!

তিনি জানিয়েছেন, আমি ফেসবুকে কিছু পোস্ট করছি না। আমার ফেসবুক অ্যাকাউন্টটি টুইটারের সাথে সিংক্রোনাইজ করা তাই আমি টুইটারে কিছু পোস্ট করলে সেটি ফেসবুকে পোস্ট হয়ে যাচ্ছে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আনুষ্ঠানিক ফেসবুক পাতাটিও নিয়মিত বিরতিতে হালনাগাদ তথ্য দিয়ে আপডেট করা হচ্ছে।

সংসদের স্থায়ী কমিটির সদস্য এবং গাজীপুর আসনের সাংসদ জাহিদ আহসান রাসেলকেও ফেসবুক ব্যবহার করতে দেখা গেছে। গত রোববার তিনি একটি স্ট্যাটাস পোস্ট করেন।

এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কি বলতে হবে আমি বুঝতে পারছি না। আসলে এ ব্যাপারে কোন সদুত্তর আমার কাছে নেই। সম্ভবত আমার অভ্যস্ততার কারণে এটা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনও নিয়মিত তার ফেসবুক পাতাটি ব্যবহার করছেন। গত কয়েকদিনে তিনি মাঝে মধ্যেই তার প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন। গত মঙ্গলবার শেষবারের মতো তাকে ফেসবুকে সক্রিয় দেখা যায়।আস

http://www.bdfirst.net/newsdetail/detail/31/173528

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352515
০৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৬
নকীব কম্পিউটার লিখেছেন : আমরা করলেই দোষ, আর BAL বাল এর লোকেরা করলে কোন দোষ নাই।
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১৯
292723
মুসলমান লিখেছেন : এরা হলো ভগবান জিউস। এরা যত আকাম-কুকাম করুক না কেন এদের কোন পাপ নাই।
352518
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পাপ হবে মোদের বেলা? অনেক ধন্যবাদ
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২০
292724
মুসলমান লিখেছেন : জিউসের কোন পাপ থাকে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File