বিশ্ব সেরা মিথ্যুক!
লিখেছেন লিখেছেন মুসলমান ২৩ নভেম্বর, ২০১৫, ০২:৩৫:৪২ দুপুর
অনেকেই সমালোচনা করেন- বাংলাদেশের কিছু রাজনীতিবিদদের কথা, তারা নাকি বিশ্ব সেরা মিথ্যুক! কিন্তু এত মিথ্যা বলেও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেন নাই! তাহলে দেখুন কে বিশ্ব মিথ্যুক খেতাব পেয়েছেন-
অনেকে মাঝে মাঝে মজা করে মিথ্যা বলে। ধরা পরে গেলে কপালে জোটে 'মিথ্যুক' তকমা। কিন্তু জানেন কি, মিথ্যা বলে পুরস্কার জেতা যায়? শুধু কি তা-ই 'বিশ্বসেরা মিথ্যুক' এর খেতাবও জোটে?
মাইক নাইলর হলেন এমনই একজন। যে মিথ্যা বলে পুরো ঘর পুরস্কার দিয়ে ভরিয়ে ফেলেছে। মিথ্যা বলার বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপ পরপর চারবার জিতেছেন তিনি।
মাইকের মিথ্যা কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এই যেমন- এ বছর লন্ডনের রাজপরিবার, প্রিন্স চার্লসকে নিয়ে তিনি যে মিথ্যাটা ফেঁদেছিলেন তা সবার প্রশংসা আদায় করে নেয়।
এর আগের তিনবারও একেবারে ভিন্ন স্তরের মিথ্যা গল্প ফেঁদে পুরস্কার জিতেছিলেন। মাইকের পর যার স্থান অর্থ্যাৎ যিনি দ্বিতীয় হয়েছেন, তিনি দুপুরে মাছ ধরার এমন একটা গল্পকে সত্যি বলে চালালেন যা শুনলেন হেসে খুন হওয়ার অবস্থা।
দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যুক মাইক বলেছেন, ছোটবেলা থেকেই তার বানিয়ে বলার স্বভাব। আসল ঘটনা বলে মজা পান না তিনি, তাতে রঙ চড়িয়ে সবার মনের মত করে কথা বলতেই ভালোবাসেন।
উৎসঃ নয়াদিগন্ত
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ঘটনাটা কি ? ঝেড়ে কাশা যাবে ?
মন্তব্য করতে লগইন করুন