যেসব দেশে নেই সেনাবাহিনী

লিখেছেন লিখেছেন মুসলমান ১৮ অক্টোবর, ২০১৫, ১২:২৬:১০ দুপুর



বহু দেশ সামরিক শক্তি প্রদর্শন করতে ভালোবাসে, যেমন জাতীয় দিবসের কুচকাওয়াজে। মিছিলের সেই সব অস্ত্রশস্ত্র বাস্তবে ব্যবহারও করা হতে পারে। অপরদিকে এমন সব দেশ আছে, যাদের সামরিক বাহিনী বলে কিছু নেই।

কোস্টারিকা:-

মধ্য অ্যামেরিকার এই দেশটির সংবিধানই বলে যে, দেশের কোনো সামরিক বাহিনী থাকবে না। এই পরিস্থিতি চলছে ১৯৪৯ সাল যাবৎ। জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয় এই কস্টারিকায়।

লিখস্টেনস্টাইন:-

ইউরোপের কেন্দ্রে এই ছোট্ট দেশটি তাদের সামরিক বাহিনী বাতিল করে দিয়েছে সুদূর ১৮৬৮ সালে, আর্থিক কারণে। যুদ্ধের সময় সেনাবাহিনী গঠন করা চলে, তবে কোনোদিন তার প্রয়োজন পড়েনি। দেশটি ছোট হলেও সমৃদ্ধ: মাথাপিছু আয় বিশ্বে শুধুমাত্র কাতার-এর চেয়ে কম।

সামোয়া:-

প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাজ্যটি নিউজিল্যান্ড থেকে স্বাধীনতা ঘোষণা করে ১৯৬২ সালে। সে যাবৎ দেশটির কোনো সামরিক বাহিনী নেই। নিউজিল্যান্ড প্রয়োজনে দেশটির প্রতিরক্ষার জন্য সামরিকভাবে হস্তক্ষেপ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অ্যান্ডোরা:-

ইউরোপের এই ছোট্ট দেশটি প্রতিষ্ঠিত হয় ১২৭৮ খ্রিষ্টাব্দে। আ্যান্ডোরার নিজস্ব সামরিক বাহিনী নেই, কিন্তু প্রয়োজনে স্পেন ও ফ্রান্স দেশটিকে সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অ্যান্ডোরার আয়তন মাত্র ৪৭৮ বর্গমিটার, যা কিনা জাকার্তার মতো কোনো বড় শহরের চেয়ে কম।

টুভালু:-

প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপরাজ্যটির আয়তন মাত্র ২৬ বর্গ কিলোমিটার; জনসংখ্যা মাত্র দশ হাজার। তুভালু কমনওয়েল্থের সদস্য। এখানকার শাসনব্যবস্থা এক ধরণের সংসদীয় রাজতন্ত্র।

ভ্যাটিকান:-

ইটালির রাজধানী রোম-এর একাংশ। ভ্যাটিকান হলো বিশ্বের ক্ষুদ্রতম দেশ, আয়তনে শূন্য দশমিক চার বর্গ কিলোমিটার৷ জনসংখ্যা ৮৪০। কাজেই জনসংখ্যার হিসেবেও ভ্যাটিকান বিশ্বের ক্ষুদ্রতম দেশ।

গ্রেনাডা:-

অতলান্তিক মহাসাগরের ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত দেশটি আসলে মাত্র একটিমাত্র দ্বীপ, যার আয়তন ৩৪৪ বর্গ কিলোমিটার, জনসংখ্যা এক লক্ষ ৫০০০। দেশটি কমনওয়েল্থের সদস্য। শাসনব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।

নাউরু:-

প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাজ্যটির আয়তন ২১ বর্গ কিলোমিটারের কিছু বেশি; জনসংখ্যা ১০,০০০। নাউরু মাইক্রোনেশিয়ার অংশ।

সূত্র: ডয়চে ভেলে

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346134
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪১
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩১
287367
মুসলমান লিখেছেন : অনেক ধন্যবাদ কা. ভাই।
346135
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৫
হতভাগা লিখেছেন : আশেপাশে বড় ভাই থাকলে তাদের সাথে ভাও দিয়া চললে ওরাই দায়িত্ব নেয় প্রটেকশনের।

ভারতও এরকম চাইছিল বাংলাদেশের জন্য কিছু করবে বড় ভাই সুলভ।

১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০২
287244
অবাক মুসাফীর লিখেছেন : ভাউ...!

ভপ্পাইছেন?? Tongue Rolling on the Floor Rolling on the Floor
১৯ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩২
287368
মুসলমান লিখেছেন : যারা গাঁয়ের মাতবর তারাতো----
346141
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০০
অবাক মুসাফীর লিখেছেন : ব্‌যাখ্‌যা করুন... ভ্‌যাটিকান ইটালীর রাজধানী রোমের একাংশ...
১৯ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩২
287369
মুসলমান লিখেছেন : ব্যাখ্যা???!!
346142
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০১
অবাক মুসাফীর লিখেছেন : যেহেতু কিছু দেশের সুরক্ষায় পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্রগুলো সামরিক সহায়তা দানে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি দেশগুলোর সার্বভৌমত্বেও নাক গলাতে পারে বলে মনে হচ্ছে...
১৯ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৩
287370
মুসলমান লিখেছেন : সেটা কি আর নাক না গলিয়ে থাকেন। দেখেন না দাদারা---
346155
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫০
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীর চর্মনাই হুজুরের কোন আর্মি নাই। এই তথ্যটি এড করে দিন।
১৯ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৩
287371
মুসলমান লিখেছেন : এখানে শুধু দেশের কথা বলা হয়েছে চাচা। কোন পীরসাপকে নিয়ে পোষ্ট এটা নয়।
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ১২:২৫
287398
জ্ঞানের কথা লিখেছেন : চর্মনাই নিজেই একটা বিরাট এলাকা, একটা দেশ বলতে পারেন।
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৭
287417
মুসলমান লিখেছেন : জি চাচা আমি একবার গেছিলাম ঐ এলাকায়। দ্বীপের মতো এলাকা। বরিশাল শহর থেকে নদী পথে। একটা সার্ভে কাজে।
346160
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৫
নাবিক লিখেছেন : ভাল্লাগলো
১৯ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৪
287372
মুসলমান লিখেছেন : ধন্যবাদ।
346216
১৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
শেখের পোলা লিখেছেন : অদূর ভবিষ্যতে বাংলাদেেও আর্মী থাকবে না৷ তিন দিকে দাদা অন্যদিকে সাগর৷ওরাই আমাদের সুরক্ষা দেবে৷ শুধুই কিছু অপেক্ষা৷ ধন্যবাদ৷
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২১
287420
মুসলমান লিখেছেন : অলরেডি দিচ্ছে ভাই। আর কিছু বাকী নাই।
346229
১৮ অক্টোবর ২০১৫ রাত ০৮:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভ্যাটিকান এর সামরিক বাহিনি না থাকলেও পোপের দেহরক্ষি সুইস গার্ড রা বিশ্বের অন্যতম সুপ্রশিক্ষিত ও অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম এর সজ্জিত বাহিনি।
১৯ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৪
287373
মুসলমান লিখেছেন : জি একটু ঘুরাইয়া পেচাইয়া আছে আরকি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File