বাংলাদেশের জানা অজানা ৪টি রহস্যময় ঘটনা !

লিখেছেন লিখেছেন মুসলমান ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৬:৪৩ সকাল



১। গানস অফ বরিশালঃ

গুগলে লিখে সার্চ দিলেই পাবেন। বরিশালে ব্রিটিশরা আসার সময় এর নাম ছিল বাকেরগঞ্জ। বাকেরগঞ্জের তৎকালীন এক ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটি লেখেন। বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্য ময় কামান দাগার আওয়াজ আসতো। ব্রিটিশরা সাগরে জলদস্যু ভেবে খোজা খুজি করেও রহস্যভেদ করতে পারে নাই।



২। চিকনকালা :

মুরং গ্রামটা বাংলাদেশ-বার্মা নো ম্যানস ল্যান্ডে। কাছের মুরং গ্রামের চিকনকালার লোকেরা বলে প্রতিবছর নাকি (দিনটা নির্দিষ্ট না) হঠাৎ বনের ভিতর রহস্যময় ধুপ ধাপ আওয়াজ আসে। শিকারীরা আওয়াজটা শুনলেই সবাই দৌড়ে বন থেকে পালিয়ে আসে। কিন্তু প্রতিবছরেই কয়েকজন পিছে পড়ে যায়। যারা পিছে পড়ে তারা আর ফিরে আসে না। কয়েকদিন পরে বনে তাদের মৃত দেহ পাওয়া যায়। শরীরে আঘাতের চিহ্ন নেই। শুধু চেহারায় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ।



৩। বগা লেকঃ

কেওকারাডং এর আগে রুপসী বগা লেক। বম ভাষায় বগা মানে ড্রাগন। বমদের রুপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বাস করতো। ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলতো। গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচন্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয়। রুপকথার ধরন শুনে মনে হয়, এটা একটা আগ্নেয়গীরির অগ্ন্যুতপাত। উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে সরকারী ভাবে এই রহস্যের কথা লেখা। এখনো এর গভীরতা কেউ বলতে পারে না। ইকো মিটারে ১৫০+ পাওয়া গেছে। প্রতিবছর রহস্যময় ভাবে বগা লেকের পানির রঙ কয়েকবার পালটে যায়। যদিও কোন ঝর্না নেই তবুও লেকের পানি চেঞ্জ হলে আশপাশের লেকের পানিও চেঞ্জ হয়। হয়তো আন্ডার গ্রাউন্ড রিভার থাকতে পারে। কিন্তু বগা লেকের এই রহস্য ভেদ হয়নি এখনো।



৪। সোয়াচ অফ নো গ্রাউন্ড:

মেঘনা নদী যেখানে সাগরে মিশেছে জায়গাটাকে বলে সোয়ার্জ অফ নো গ্রাউন্ড বা অতল স্পর্শী। গাঙ্গেয় ব-দ্বীপ গঠনের পর থেকেই দু’মুখী স্রোতের ঠেলায় তলার মাটি সরে যাচ্ছে ক্রমে ক্রমে। এখানে গভীরতা পরিমাপ করা যায়নি।

বিষয়: বিবিধ

১৬৮৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341990
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২০
মাজহারুল ইসলাম লিখেছেন : অনেক ভালো লাগল ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪১
283417
মুসলমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
341991
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গানস অফ বরিশাল এর মত আওয়াজ চট্টগ্রামের বাঁশখালি তেও শুনা যায়। এটা বাতাসের জন্য হয়।
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪২
283418
মুসলমান লিখেছেন : ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে কেমন যেন লাগে না?
342006
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৯
হতভাগা লিখেছেন : সপ্তাহ খানেক আগে মুন্সি ভাই একই রকম পোস্ট করেছিলেন
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪২
283419
মুসলমান লিখেছেন : আমি সেটা দেখি নাই ভাই। দেখলে দিতাম না।
342009
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০২
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ!
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৩
283420
মুসলমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
342016
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৭
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।

ইন্টারেস্টিং।
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৩
283421
মুসলমান লিখেছেন : ওয়াআলাইকুম সালাম। আসলেই ইন্টারেস্টিং তাই শেয়ার করলাম।
342024
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৭
তমাল কুচিঁ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৩
283423
মুসলমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
342108
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩২
আবু জান্নাত লিখেছেন : অনেক ধন্যবাদ। সূত্র উল্লেখ করলে আরো ভালো লাগতো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File