কিছু ভয়ঙ্কর প্রাণীর বিষাক্ত বিষে মরতে লাগে মাত্র ৩ মিনিট

লিখেছেন লিখেছেন মুসলমান ০৫ আগস্ট, ২০১৫, ১২:০৬:০৪ দুপুর

এরা যতটাই সুন্দর, ততটাই ভয়ানক। এদের কারো কারো বিষে একসঙ্গে ২০ জনের জীবন শেষ হয়ে যেতে পারে। কে জানে, সুন্দর হলুদ একটি ব্যাঙের একফোঁটা বিষ একসঙ্গে ২০ জনকে মরতে পারে! কারো বিষ শরীরে গেলে, মরতে সময় লাগে মাত্র তিন মিনিট। কারো বিষ পটাসিয়াম সায়ানাইডের চেয়েও ১৮ গুণ শক্তিশালী। বিশ্ব-দুনিয়ার এমনই ভয়ানক কিছু প্রাণীর কথা জানুন।



সি ওয়্যাসপ্স

জেলিফিশের বিশেষ এক প্রজাতি। শুধু লেজেই যে পরিমাণ বিষ থাকে, তাতে ২৫০ মানুষকে মেরে ফেলতে পারে সি ওয়্যাসপ্স। বিষক্রিয়া ছড়াতে সময় লাগে মাত্র তিন মিনিট! তার মধ্যে সব জারিজুরি শেষ, এতটাই বিষ তার হুলে। এই জেলিফিশের শরীরে কয়েক স্তরের কর্ষিকা ছাড়াও রয়েছে লাখ লাখ স্নিডোসাইট৷ কেউ স্পর্শ করা মাত্র কর্ষিকার মাধ্যমে কয়েক লাখ সূক্ষ্ম বিষাক্ত হুল ফুটিয়ে দেয় দেহে।



রিফ ফিশ

মাছ হলেও দেখে কিন্তু বোঝার উপায় নেই। পাথরখণ্ডের মতো দেখতে। ভারত ও প্রশান্ত মহাসাগরের তলদেশে দেখা মেলে৷ পাথরের সঙ্গে এমনভাবে মিলেমিশে থাকে চেনাই দায়৷ মাছটি আক্রমণের সময় কাঁটা ফুটিয়ে দেয়। বিষে অবধারিত পক্ষাঘাত। ক্রমে মৃত্যুর দিকে নিয়ে যায়।



ইনল্যান্ড তাইপান

গোখরো সাপের বিষের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী তাইপানের বিষ৷ যে কারণে অস্ট্রেলিয়ার এই ল্যান্ড স্নেক সবচেয়ে বিষধর হিসেবে পরিচিত৷ ইনল্যান্ড তাইপান ২৩০ বয়স্ক ব্যক্তিকে ধরাশায়ী করতে পারে৷ তবে স্বস্তির কথা হল, এই সাপের আবাস প্রত্যন্ত এলাকায়, যেখানে মানুষের চলাচল কম৷



সি স্নেকস ডুবোয়া

সামুদ্রিক সাপের মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত৷ এরা ছোবল দিলে, টের পাওয়া যায় না৷ ছোবল মারার আধঘণ্টার মধ্যে গলা শুকিয়ে যায়। এর পর হাত-পা অসাড় করে দেয়। ক্রমে পুরো শরীর অচল হয়ে, শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়৷



সামুদ্রিক শামুক কোন

সামুদ্রিক শামুকের খোলের বর্ণ বৈচিত্রের কারণে ব্যাপক চাহিদা৷ কিন্তু, এই শামুকটির সৌন্দর্যের পেছনে আছে মারাত্মক বিষ ভাণ্ডার৷ একফোঁটা বিষে ২০ জন প্রাণ হারাতে পারে৷



ব্লু রিং অক্টোপাস

স্বাভাবিকঅবস্থায় এর রং হালকা বাদামি৷ কিন্তু, আগ্রাসী হয়ে উঠলে, এই অক্টোপাসের গায়ে উজ্জ্বল নীল রঙের রিং দেখা যায়৷ কামড়ানোর পর এর বিষাক্ত লালা স্নায়ুতন্ত্রকে আঘাত করে৷ কয়েক ঘণ্টার মধ্যে আক্রান্ত ব্যক্তি মৃত্যুর কোলে ঢোলে পড়ে৷



লাবা সিডনি

সিডনি থেকে ১০০ কিলোমিটার দূরে সন্ধান মেলে এই মাকড়সাদের৷ এ ধরনের মাকড়সার বিষ মাংসপেশি ও শ্বাসতন্ত্রকে অচল করে দেয়৷ আর বিষ যদি হৃদযন্ত্রে যায়, অবধারিত মৃত্যু৷

ডেথস্টকার কাঁকড়া বিছে

সব ধরনের কাঁকড়া বিছেতে জীবনহানির সম্ভাবনা নেই৷ কিন্তু, ডেথস্টকার কাঁকড়া বিছে সাক্ষাত্‍‌ মৃত্যুদূত। তুরস্ক, আরব উপত্যকা এবং উত্তর আফ্রিকার কিছু অঞ্চলে এদের বসবাস৷ পটাসিয়াম সায়ানাইডের চেয়ে ১৮ গুণ বেশি শক্তিশালী এই কাঁকড়া বিছে৷



বিষাক্ত ব্যাঙ

হলুদ রঙের এই ব্যাঙটি দেখতে সুন্দর। কিন্তু ভয়ানক বিষাক্ত। দক্ষিণ ও মধ্য আমেরিকায় পাওয়া যায়৷ এরা একবারে ১০ জন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে৷

বিষয়: বিবিধ

২১৮৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333822
০৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভয়ানক ব্যাপার তো!
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৮
275982
মুসলমান লিখেছেন : আসলেই ভয়ানক ভাই।
333825
০৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৫
মাটিরলাঠি লিখেছেন :
ভয় পাইছি। ধন্যবাদ।
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৯
275983
মুসলমান লিখেছেন : মাটির লাঠি দিয়ে এককান বাড়ি দেন। ভয় কিসের?!?
333829
০৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক সুন্দর এবং উপকারী পোস্ট, ধন্যবাদ .
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৯
276133
মুসলমান লিখেছেন : পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
333830
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৮
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৯
276134
মুসলমান লিখেছেন : ধন্যবাদ।
333833
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০১:২১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ভয়ানক ও তথ্যবহুল পোষ্ট, ধন্যবাদ
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫০
276136
মুসলমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার পোষ্টগুলোও আমি পড়ি। তবে কমেন্ট করা হয় না।
333837
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক সুন্দর পোস্টের জন্য ধন্যবাদনিন।
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫০
276138
মুসলমান লিখেছেন : আপনিও অনেক ধন্যবাদ নিন আবু তাহের মিয়াজী ভাই।
333839
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৭
হরিণ খাইন গোয়েন্দা সংস্থা লিখেছেন : পড়তে গিয়ে অনেক ভয় পাইলাম।
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫০
276139
মুসলমান লিখেছেন : ভয় পাওয়ার মতোই। এগুলো খুবই মারাত্বক।
333844
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ আপনাকে। নতুন কিছু জানতে পারলাম।
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫১
276141
মুসলমান লিখেছেন : জানাতে পেরে আমারও ভাল লাগছে। আপনাকে ধন্যবাদ।
333861
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৫
হতভাগা লিখেছেন :


এটা আরও ভয়ানক
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫২
276142
মুসলমান লিখেছেন : সি সি আফ্রিকান মাছি। বড়ই মারাত্বক এটা।
০৬ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৫
276160
হতভাগা লিখেছেন : এটা তো মশা !
০৮ আগস্ট ২০১৫ সকাল ১০:০২
276514
মুসলমান লিখেছেন : ডেঙ্গুৃ???
০৮ আগস্ট ২০১৫ সকাল ১০:১৬
276521
হতভাগা লিখেছেন : The Anopheles
১০
333886
০৫ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, ব্যতিক্রমী লেখা উপহার দেবার জন্য।
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫২
276144
মুসলমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১১
333945
০৫ আগস্ট ২০১৫ রাত ০৯:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কত সুন্দর! কিন্ত প্রান সংহারি বিষাক্ত!
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫২
276145
মুসলমান লিখেছেন : জি সুন্দর কিন্তু ভয়ঙ্কর।
১২
333968
০৫ আগস্ট ২০১৫ রাত ১০:৪৮
আবু জান্নাত লিখেছেন : ভয়ানক ব্যপার, সচেনতামূলক পোষ্টের জন্য শুকরিয়া।
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫২
276147
মুসলমান লিখেছেন : শুকরিয়া।
১৩
334225
০৭ আগস্ট ২০১৫ রাত ০২:১৪
০৮ আগস্ট ২০১৫ সকাল ১০:০১
276512
মুসলমান লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File