মাদরাসার বইয়ে এসব কি লেখা!!??
লিখেছেন লিখেছেন আবু যায়দান ২৯ জুন, ২০১৫, ০৮:২১:৪৮ রাত
২০১৫ সাল থেকে মাদরাসা শিক্ষাবোর্ডের নতুন কারিকুলাম অনুযায়ী বই দেয়া হয়েছে। ১ম-১০ম শ্রেণি পর্যন্ত প্রায় সকল বইই নতুন। বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান, শারীরিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি জেনারেল সাবজেক্টগুলো।
নতুন সিলেবাস আসলে নতুন নয় বরং হুবহু স্কুলের বই। টিয়া রহমানের জায়গায় মারিয়া রহমান, প্রকাশ চন্দ্রের জায়গায় ফয়সাল আহমেদ টাইপ পরিবর্তন করা বই।
৮ম এর পুরো বইতে চলতি বিশ্বের ক্যারিযার অরিয়েন্টেড ৭টি লেসন আছে যার ৬টিই নারীর ক্যারিয়ার নিয়ে! বাকি যে ১টি লেসন সেখানে মূলত এক ছেলে শিশুর কম্পিউটার চালনায় বিরল প্রতিভার আলোচনা। চিন্তুা করা যায় কিরকম ভয়ংকর এক প্লান করা হয়েছে শিক্ষাব্যবস্থায়! ছেলেদের ক্যারিয়ার নিয়ে কোন লেখাই নেই! পুরোপুরি সেকুলার ধাচের সেই বই কিভাবে মাদরাসার পাঠ্য হল সেটাই বুঝে আসছে না।
ইংশা আল্লাহ এ নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছা আছে। কেমন হবে লিখলে?
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওদের টার্গেট হচ্ছে মেয়েদেরকে সম্পূর্ণরূপে ঘর থেকে বের করে আধুনিকতার নামে বেলেল্লাপনার দিকে তথা অবাধ্যতার দিকে ধাবিত করা। পশ্চিমারা তাদের অজান্তেই এই মহামারিতে আক্রান্ত। তাদের টার্গেট এখন মুসলিম বিশ্ব। উদ্দেশ্য হলো- আমরা সুখে নেই ওরা সুখে থাকবে কেন?
ধন্যবাদ আমার ব্লগে কমেন্ট করার জন্য।
ধন্যবাদ আমার ব্লগে কমেন্ট করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন