এ কষ্ট রাখি কোথায়!!!
লিখেছেন লিখেছেন আবু যায়দান ২৬ জুন, ২০১৫, ০৬:২৫:৩৭ সন্ধ্যা
ইফতািরর পর েদৌেড় মাগরিবের নামাজ ধরেত যাব এমন সময় দেখি এক মুরুব্বী সামনের দুই কাতার খালি রেখে পেছনে দাড়িয়েছে। তাকে বলার মত সময় েনই। জামায়াত ধরলাম। নামাজ শেষে দেখলাম সে ভাবেলশহীন।
কয়েকদিন ধরে তার এ বেখেয়ালিপনা লক্ষ্য করলাম। আসলে লোকটি যৌবন শেষে বার্ধ্ক্য গ্রহণ করতে যােচ্ছে। এবং এই দীর্ঘ জীবনে সে কখনো নিজেকে নিয়ে ভাবেনি। হঠাৎ তার সম্বিত ফিরে পেয়েছে। আল্লাহমুখী হয়েছে।
নাহ! এখানে তার এ আল্লাহমুখীতার জন্য জাঝাকাল্লাহ বলে তৃপ্তির ঢেকুর তোলতে পারছি না! বরং তার এ করুণ অবস্থা খুব আহত করেছে আমাকে! মিয়ানমার কিংবা উইঘর মুসলমানদের উপর নির্যাতন দেখে আহত হবার মতই আমি আহত হয়েছি। কান্না আটকিয়েছি অনেক কষ্টে।
৯০ ভাগ মুসলমানের দেশ হয়েও, ২০ লাখ মসজিদ-মাদরাসা থাকার পরও একজন মুসলমানদের অবস্থা এত করুণ কেন হবে? কেন হবে?
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন