নিভিয়ে দিয়েছি ঘরের বাতির সাথে মনেরও বাতি
লিখেছেন লিখেছেন শুভ কবি ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৪:২১ সন্ধ্যা
খুব সম্ভাবত ২০০৪ সাল। গ্রামীণ ফোন নিয়ে এল "ডিজুস" 0177। সেই ডিজুস সবাই ডিলেসিয়াসলি গ্রহন করেছিল যার মূল কারণ ছিল রাত ১২টার পর কল রেট একদম ফ্রি। ফলাফল ঝাকেঝাকে ইয়ং জেনারেশনের ডিজুস সীম কিনে রাতারাতি ডিজুস পোলাপাইন হয়ে যাওয়া আর রাতের পাখি হয়ে এজন ও জনের মনের আকাশে উড়াল দেয়া ডিজুস এত বেশি মার্কেট সফল হল যে পরবর্তীতে তারা 01710,01722,01737 ইঙ্কলুড করতে বাধ্য হল খুব অল্প সময়ের মাঝে। যদিও পরবর্তীতে গ্রামীণফোন তাদের ব্যাবসার দিকে খেয়াল রেখে অফারটি ক্লোজ করে দিয়েছিল। কিন্তু ইয়ং জেনারেশনের মাথায় সুড়সুড়ি প্রবেশ করিয়েছিল খুব পারফেক্টলিই
ডিজুসের সাথে পাল্লা দিয়ে একটেল এখন রবি নিয়ে আসে "একটেল জয়"। এর মূল বৈশিষ্ট্য ছিল এক জোড়া সীম। সেই জোড়ার সকল কল ফ্রি। তখন কোন ইয়ং পোলাপাইন 01816 এই কোডের নাম্বার ইউজ করলেই তার একটি জোড়া আছে এটা ছিল অনুমেয়
আর সিটির বিজ্ঞাপন??? সেখানেও পর্যাপ্ত ইনফ্লুয়েন্স। "নিশিতে কল কইরো আমার ফোনেরে বন্ধুয়া, নিশিতে কল কইরো আমার ফোনে"
এবার মূল কথায় আসি," মোবাইল ফোনে পরিচয় অতঃপর প্রতারনা/লাশ" এই শিরোনাম দেখি কিন্তু একবারও ভাবিনা এসবের দিকে আমাদের জাতিকে বাণিজ্যিকভাবেই ঠেলে দেয়া হচ্ছে। মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি,চিন্তা, মনন এসবের অধঃপতন হতে হতে আমরা একেবারেই তলানিতে এসে নেমে গেছি। আমাদের প্রকাশ সেটাই ঘটবে যা আমাদের পরিবেশ আমাদেরকে দিবে।পরিবেশটাই এমন যে,"গভীরে যাও, আরো গভীরে যাও,এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও "
অথচ বোখারি শরীফের একটি হাদিসে রাতগুলো এভাবে কাটাতে রাসুল(সঃ) বলেন-"যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তায়া'লা নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং ঘোষণা করতে থাকেন,কে এমন আছ যে আমাকে ডাকতে চাও ?আমি তার ডাকে সাড়া দিব।কে এমন আছ যে ,আমাকে নিজের অভাব জানিয়ে তা দূর করার জন্যে প্রার্থনা করতে চাও ?প্রার্থনা কর আমি তাকে প্রদান করব এবং কে এমন আছ যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাও ?ক্ষমা প্রার্থনা কর আমি তাকে ক্ষমা করে দিব"
হায়!!! আমাদের জাতি গহীন রাতে মনের মাঝে টুংটাঙ্গায়,"আমি নিভাইয়া ঘরের বাত্তি,জেগে রইবো সারা নিশি গো,আমি কইমু কথা তোমারি শনেরে বন্ধুয়া,নিশিতে কল কইরো আমার ফোনে. ."
বিষয়: বিবিধ
১৫৬২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুমম, চারদিক থেকে এত হাতছানি কখন যে কে কোন পথে টার্ণ নেয় বলা মুশকিল। নৈ্তিক শিক্ষার পাশাপাশি প্রবল মনের জোর না থাকলে আসলে এখন অনেক কিছুই কন্ট্রোলের বাইরে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন......।
মন্তব্য করতে লগইন করুন