নির্মলইন্দু গুনের কবিতার জাফর ইকবাল ভার্সনঃতোমার ছাতা থাকার পরেও বৃষ্টিতে ভিজলে কেন ?
লিখেছেন লিখেছেন শুভ কবি ৩০ আগস্ট, ২০১৫, ০৯:৫৫:০৯ রাত
স্যার গলায় দড়ি দিতে চাচ্ছে। তাতে কে করবে জানিনা। তবে আমি ছোট ছোট চোখে নির্মলইন্দু গুনের " তোমার চোখ এত লাল কেন" এটার শুভভার্সন লিখে স্যারকে উৎসর্গ করলাম। স্যার ছাতা না খুলে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ করেছে আমি কবিতা লিখে প্রতিবাদ জানালাম।
আমি বলছি না বৃষ্টিতে ভিজতেই হবে,আমি চাই
কেউ একজন আমার জন্য রেইন কোট নিয়ে এগিয়ে আসুক,
শুধু খোলা আকাশে একটুখানি সঙ্গ দেবার জন্য ।
একা একা চেতনার বৃষ্টিতে ভিজে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না বৃষ্টিতে ভিজতেই হবে,আমি চাই
কেউ আমার কাছে চেতনা গল্প শুনতে চাক, আমি তন্ময় হয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
প্রজন্মকে মুক্তি দিয়েছে মিথ্যে গল্প পড়ার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে কিনা, সর্দি লেগেছে কিনা,
ওষুধ কিনে দিতে হবে কিনা
বুকে লুকানো আঘাত হাত বুলিয়ে দিতে হবে কিনা।
ডাক্তারের কাছে আমি নিজেই যেতে পারি ।
আমি বলছি না বৃষ্টিতে ভিজতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য রেইন কোট নিয়ে এগিয়ে আসুক,
পড়িয়ে দিক । কেউ আমাকে কতটা আঘাত পেয়েছি জিজ্ঞাস করুক ।
চেতনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার ছাতা থাকার পরেও বৃষ্টিতে ভিজলে কেন ?'[/b]
বিষয়: বিবিধ
১৬৭৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনি সে সময়ে চিন্তা করছেন যে এতদিন যে দলের পক্ষে , চেতনা নিয়ে গান গেয়েছেন - সে দলের পোলাপানেরাই নাকি তাকে এমন খাতির যত্ন করলো !
এখন তাকে নিয়ে তার বিরোধী পক্ষের লোকেরা কি মজাই না করবে যাদেরকে উনি সময়ে সময়ে সবক দিতেন মডার্ণ হতে , সুযোগ বুঝে তিরষ্কার ও সমালোচনা করতেন হামেশা । দিগন্ত টিভির এক ছেলেকে তো শিবির বলে ইন্টারভিউই নিতে দেন নাই ।
এসব চিন্তাই উনি বৃষ্টিতে বসে বসে করছেন ।
কথা হল ছাত্রলীগ থেকে প্রাপ্ত এই শিক্ষা কি উনারা কাজে লাগাবেন ? নাকি '' ভেঙ্গেছিস কলসির কানা , তাই বলে কি প্রেম দেব না ?'' এই নীতিতেই চলবেন ?
আর নির্মলইন্দু গুনের কবিতা নিয়ে কেউ যেন এরকম প্যারাড না করতে পারে সেজন্য নির্মলইন্দু গুনকে নিষিদ্ধের আন্দোলন ডাকবে
মন্তব্য করতে লগইন করুন