নখ দেখে রোগ চেনা

লিখেছেন লিখেছেন শুভ কবি ০১ আগস্ট, ২০১৫, ০৫:৩৪:১৫ বিকাল

আমরা যখন শাররীক অসুস্থতায় চিকিৎসকের স্মরনাপর্ণ হই তখন অনেক ক্ষেত্রেই দেখি ডাক্তার সাহেব হাতের নখ নিরীক্ষা করছেন। নখের নিচের চামড়ায় যেমন রক্তাল্পতা বা রক্তাধিকতা,ইকটেরাস বুঝা যায় তেমনি নখ দেখে বিভিন্ন রোগ চিন্হিতও করা যায়।

চলুন তবে জেনে নিই কিছু রোগ যা নখ দেখে চেনা যায়-

Spoon nails: এই ক্ষেত্রে নখ নরম হয়ে চামচের মত বেকে যায়। এর নাম Koilonychia। এটি আয়রনের অভাবজনিত রক্তশূণ্যতা এবং একটি লিভারের রোগ (haemochromatosis) এর সাথে জড়িত যা শরীরে অতিরিক্ত আয়রন জমে যাবার কারণে হয়। তাছাড়াও এটি হৃদ রোগ এবং থাইরয়েড হরমোন ঘাটতির সাথে সম্পর্কযুক্ত।



Beau’s lines: এই ক্ষেত্রে নখের ঠিক মাঝে একটা খাজ থাকে। এটি অনিয়ন্ত্রিত ডায়বেটিস, মাম্পস, নিঊমোনিয়া, হাম, ভাস্কুলার ডিজিজ,শরীরের উচ্চ তাপমাত্রা এবং জিঙ্কের অভাব এর সাথে সম্পর্কযুক্ত।



Yellow nail syndrome: এই ক্ষেত্রে নখ পুরু হয়ে হলুদাভ রঙ ধারণ করে। এটি শ্বাসতন্তের সমস্যা যেমন ব্রঙ্কাইটিস এর সাথে সম্পর্কযুক্ত।



Nail clubbing: এই ক্ষেত্রে আঙ্গুলের মাথা বড় হয়ে সামনের দিকে বের হয়ে আসে এবং নখও বড় হয়ে সামান্য বেকে বড় হয়ে আঙ্গুলের মাথাকে ঢেকে রাখে। এটি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। এটি রক্তে অক্সিজেনের ঘাটতির ফলে হয, যা আসলে লাং ডিজিজ বা ফুসফুসের রোগ ও লিভারের ক্যান্সার নির্দেশক। এছাড়াও এটি হৃদরোগের সাথে সম্পর্কযুক্ত।



Terry’s nails: এই ক্ষেত্রে প্রত্যেকটি নখের মাথার দিকে কালচে একটা ব্যান্ড থাকে। বেশীরভাগ ক্ষেত্রেই এটি বয়সের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু কোন কোন ক্ষেত্রে এটি হার্ট ফেইলিওর, লিভারের রোগ এবং ডায়বেটিস কে নির্দেশ করে।



Nail separation: এটি কোন আঘাত, ইনফেকশন বা নখে কোন ওষুধ বা কসমেটিকসের প্রতিক্রিয়ায় হতে পারে। যদি তা না হয় তবে তা সোরিয়াসিস এবং থাইরয়েড এর সমস্যার নির্দেশক।



Nail pitting: এই ক্ষেত্রে নখ এবড়ো থেবড়ো হয়ে যায়। এটি সোরিয়াসিস বা চর্ম রোগের লক্ষন। তাছাড়া এটি এলোপেশিয়া বা টাক সমস্যা দেখা দিলেও নখ এমনটা হতে পারে।



সকলের সুস্থ দেহ ও মন প্রত্যাশা করে আজকের মত লিখার ইতি টানছি। বিধাতা আমাদের সকলকে সুস্থ থাকার তৌফিক দিক।

বিষয়: বিবিধ

২০৭৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333026
০১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৬
নাবিক লিখেছেন : thanks
০১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৯
275225
শুভ কবি লিখেছেন : আপনাকে ধন্যবাদ
333032
০১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১১
275348
শুভ কবি লিখেছেন : আপনাকেও শুকরিয়া
333062
০১ আগস্ট ২০১৫ রাত ০৮:২২
মাটিরলাঠি লিখেছেন : ভালো লাগলো। ভয়ও লাগছে। আপনাকে ধন্যবাদ।
০২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৩
275349
শুভ কবি লিখেছেন : বলা বাহুল্য আমার নিজেরও ক্লাবিং নেইল আছে Winking রোগ দেয়ার মালিক আল্লাহ। তাই...।
333075
০১ আগস্ট ২০১৫ রাত ১১:৫৩
আফরা লিখেছেন : অনেক ধন্যবাদ ।
০২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৩
275350
শুভ কবি লিখেছেন : আপনাকেও Happy
333128
০২ আগস্ট ২০১৫ সকাল ১১:৪১
দ্য স্লেভ লিখেছেন : আরহামদুলিল্লাহ আমার নখগুলো খুব সুন্দর Happy
০২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৪
275351
শুভ কবি লিখেছেন : আমাদের নখগুলোও আপনার মত হোক Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File