মনুষ্যত্ব বেঁচে থাক

লিখেছেন লিখেছেন শুভ কবি ২৫ জুলাই, ২০১৫, ১১:৩৮:২৪ রাত

খুব সম্ভাবত ২০০০ সাল,ছেলেটির নাম ছিল যতদূর মনে পড়ে অনিক। যার জীবন বাঁচাতে প্রয়োজন ছিল ১২ কোটি টাকা। তেমন সময় তৎকালীন বাঙ্গালির প্রানের বিটিভিতে ছেলেটির সাক্ষাতকার প্রচারিত হল," আমি বাঁচতে চাবাংলাদেশের প্রতিটি মানুষ যদি ১ টাকা করেও দেয় তাতে আমার দেশের মানুষের টাকায় আমি বেচে উঠব"

আমরা আবেগী জাতি। আবেগে টুইটুম্বুর হয়ে গেলাম।"মোরা একটি অনিককে বাঁচাব বলে যুদ্ধ করি" বলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান,অফিস আদালতে আবেগ ছেয়ে গেল। অনিক বাংলাদেশীদের আবেগের টাকায় বেঁচে উঠল ( যদিও পরবর্তী সময়ে অনিক মারা গিয়েছিল )

গত কিছুদিন আগে দেখলাম," মোরা একটি রাজনের হত্যার জন্য চোখের জল ফেলি"বলে কেদে কেটে টাইমলাইন ভাসিয়ে দিলাম,ইভেন্ট খুলে একটু নেচে নিলাম,কিছু হুংকার দিয়ে ভাল মানুষ সাজলাম। অনেকে আদ্য-প্রান্ত না জেনেও স্রোতের অনুকূলে গা ভাসিয়ে স্ট্যাটাস ছুড়ে দিলাম,পাছে যদি লোকে মন্দ বলে -_-

কিন্তু হায়!!! ঈদ কাটালাম।ফুটপাথের ঐ শিশুটি কিভাবে ঈদ করেছে তার খোজ নিয়েছি কি?আর খোজ নিতে গেলেও সেলফি চাই,সেলফি ।

প্রতিদিন কত-শত জন চোখের সামনে নিপীড়িত,নির্যাতিত,নিষ্পেষিত,অবহেলিত হচ্ছে তার জন্য কি মন কাঁদিয়েছি???

বাদ দিলাম সেসব। গত পরশু মাগুরাতে গর্ভবতী মাকে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন গুলি করে।গর্ভের বাচ্চা মেয়েটি যে দুনিয়ার মুখ দেখার আগেই গুলিতে চোখ ছিদ্রের বলি হয়, তার জন্য কেউ ইভেন্ট খুলেনা, বিবেকের তাড়নায় রাস্তায় এসে দাঁড়ায় না।অথবা সেই মহিলা যিনি গর্ভবতী অবস্থায় পেটে গুলিবিদ্ধ হয়েছেন তার কথাও কেউ স্বরণ করেনা। কেউ বলেনা চিৎকার করে "ছাত্রলীগ নিষিদ্ধ হোক" এখানে কেউ আবেগ দেখাবেনা। কারো বুক এখানে কাদবেনা। এটা যে রাজনৈতিক ইস্যু তাই -_-

ইহা যে গন মানুষের মিডিয়ার চাওয়ার আস্ফালন নয়।



সম্মুখভাবে ভাল মানুষ সাজা সহজ। কিন্তু অগোচরে ভাল মানুষ আছে কজনা???

যদি নিরবে-নিভৃতে কোন অনুরন-প্রভাবক ছাড়াই মানবতার তরে মন কেঁদে উঠে তবে বুঝে নিতে হবে মনুষ্যত্ব জেগে আছে। অন্যথায়, প্রভাবকযুক্ত কান্না নিছকই মায়া কান্না ও ভাল মানুষ সাজার নামান্তর।

আমি ঐ ভাল মানুষ সাজাকে থুথু দেই

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331594
২৫ জুলাই ২০১৫ রাত ১১:৪৬
মোঃ আবু তাহের লিখেছেন : মন্তব্যের ভাষা নাই, হৃদয়ে শুধু রক্তক্ষরণ হচ্ছে।


২৫ জুলাই ২০১৫ রাত ১১:৫২
273869
শুভ কবি লিখেছেন : এই অসুস্থ সমাজে দম নিঃশ্বাস নেয়াটাও কষ্টকর। নামের আগে "ছাত্র" থাকার পরেও এহেন কুছাত্রের মত যদি আচরন হয় তবে তাদের শিক্ষনিতে দেশ যে কি পাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখেনা
331619
২৬ জুলাই ২০১৫ রাত ০৩:৪৫
রক্তলাল লিখেছেন : নামের আগে ছাত্র কিন্তু ছাত্র কই? তাদের অনেকে স্কুলের বারান্দায় গিয়েছে কি না সন্দেহ
২৬ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৬
273947
শুভ কবি লিখেছেন : ছাত্র লীগ নাকি সন্ত্রাসী লীগ এ নিয়ে আমি সংশয়পূর্ণ। Winking
331636
২৬ জুলাই ২০১৫ সকাল ১০:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৬
273948
শুভ কবি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
331674
২৬ জুলাই ২০১৫ দুপুর ০২:০৪
ছালসাবিল লিখেছেন : কি বোলবো বুঝতে পারছিনা Worried Worried
তবে চিৎকার করে "ছাত্রলীগ নিষিদ্ধ হোক" Loser Loser
331694
২৬ জুলাই ২০১৫ দুপুর ০৩:০১
শুভ কবি লিখেছেন : অনেক আগে ছাত্রলীগ নিয়ে ভিন্ন একটি ব্লগে লিখেছিলাম, ইচ্ছে আছে নতুন করে লিখাটি টুডেতেও প্রকাশ করব। বুকের দাবি "ছাত্রলীগ নিষিদ্ধ হোক"হলেও সেটা এদেশের বর্তমান পেক্ষাপট অনুযায়ী কেবল বুকেই থেকে যাবে বাস্তবে রূপ পাবেনা।এটাই আমাদের সব থেকে বড় আফসোস

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File