গল্পে গল্পে শিক্ষা-ঘ
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৪ জুন, ২০১৬, ০৯:৫২:১১ সকাল
আমার পীর সাহেবের দ্বীতিয় কারামত:
হাজী মো: জসিম উদ্দিন জমসেদ (সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পর্টি, ব্রাক্ষনবাড়ীয়া) বর্ণনা করেন যে, একবার কৃষ্ঞনগর থেকে আসার পথে হুযূর নৌ পথে ঝড়ের কবলে পড়েন। মূলত নৌকা আরো আগেই ছেড়ে আসার কথা ছিল। কিন্তু বড় হুজুর ব্যক্তিগত কারনে কোন এক প্রয়োজনে দেরী করেছিলেন।
সেদিন আবহাওয়া খারাপ থাকায় বড় হুযুরের নৌকা ঝড়ের কবলে পড়েন। প্রত্যক্ষদর্শীদের একজন (মাজহুল) আমায় বলেছিলেন,
হুযুর একটি আঙ্গুল দিয়ে ইশারা করতেই নৌকার সামনে দিয়ে ঢেউহীন এক রাস্তা হয়ে গেল। নৌকা পাল তুলে এগিয়ে যেতে থাকলো সামনের দিকে।
অথচ ডানে বামে পাহাড় সম ঢেউ। সাবই ভিষন ভয় পেয়ে আল্লাহর নাম জপছিল।
[তথ্য চেয়ে লজ্জা দিবেন না তবে এতটুকু যেনে রাখুন আমার পীর সাহেব দেওবান্দী হানাফী]
@@@@
ফায়েদা:
১) আপনাদের কারামত বর্তমানে রাস্তায় জাহির করুন। ধরুন রাস্তায় একসিডেন্ট হচ্ছে আর আঙ্গুল তুলে আপনি দুই বাসকে দুই দিকে করে দিন।
২) মুসা (আ) রাস্তা বানিয়েছিলো আল্লাহর সাহায্যে আর আমার পীর নিজের আঙ্গুলের সাহায্যে।
৩) বর্তমানে এই কারামত বেশি দেখা যায় না। জনগণ অনেক সজাগ।
৪) আমার পীর সাহেবের পরবর্তি টার্গেট কিভাবে ভুমিকম্পের সময় ঢাকার বিল্ডিংগুলো পড়ে যাওয়া থেকে রোধ করা যায় কারামতের মাধ্যমে।
৫) কারামতের নামে ভান্ডামী আমার পীর সাহেব করেন না।
জ্ঞানের কথা পড়ুন, জ্ঞানের কথা জানুন, জ্ঞানের কথা দারা জীবন পরিচালিত করুন। আরও কারামত জানতে সাথেই থাকুন।
বিষয়: বিবিধ
১৫২৫ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১৯৪৭-১৯৭১ এ ঘটা এই ঘটনা সাড়া ফেলেনি কেন ?
সেসময় টুডেব্লগ ছিল? ফেসবুক ছিল? তাই এরকম ভাবে ফলাও হয়ে প্রচার হয় নি। বুঝেছেন?!
আসুন আমার পীরের মুরীদ হউন।
কারামত দেখালে মুরীদ হবেন?
আসলে বর্তমানে কারামত বেশি হচ্ছে না।
গত বছর মুই অফিস থেকে বাড়ী ফেরার পথে রাস্তার ধারে কাগতিয়া মুনিরিয়া আহমদিয়া যুব তাবলীগ কমিটির ব্যানারে বিশাল তরিকত কাম মিলাদ মাহফিল হতে দেখলুম। এক বক্তা মঞ্চে জোর গলায় বক্তৃতা বিতরণ করছে। মনোযোগ সহকারে শুনতেছিলাম তার ওয়াজ। হেতে কথার ফাকে আবেগের জোশে ফরমাইলেন- “গত সপ্তাহে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝরকে থামিয়ে দিয়েছিল কে আপনারা জানেন? যদি আমি এই উদ্যোগ না নিতাম তবে আজকের এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে পারতো না। ঘুর্ণিঝড় সবকিছু লন্ডভন্ড করে দিতো”
কাজেই আপনারা আল্লাহর ওলী চিনতে ভুল করবেন না।.......... আরো অনেক গাজাখুরী কথাবার্তা বলেছিল। বুঝা যাচ্ছে আপনার পীর মশাইয়ের চেয়েও অনেক বড় জিন্দা পীর অহনো দুনিয়াতে আছে!!!
মন্তব্য করতে লগইন করুন