গল্পে গল্পে শিক্ষা-ঘ

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৪ জুন, ২০১৬, ০৯:৫২:১১ সকাল





আমার পীর সাহেবের দ্বীতিয় কারামত:

হাজী মো: জসিম উদ্দিন জমসেদ (সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পর্টি, ব্রাক্ষনবাড়ীয়া) বর্ণনা করেন যে, একবার কৃষ্ঞনগর থেকে আসার পথে হুযূর নৌ পথে ঝড়ের কবলে পড়েন। মূলত নৌকা আরো আগেই ছেড়ে আসার কথা ছিল। কিন্তু বড় হুজুর ব্যক্তিগত কারনে কোন এক প্রয়োজনে দেরী করেছিলেন।

সেদিন আবহাওয়া খারাপ থাকায় বড় হুযুরের নৌকা ঝড়ের কবলে পড়েন। প্রত্যক্ষদর্শীদের একজন (মাজহুল) আমায় বলেছিলেন,

হুযুর একটি আঙ্গুল দিয়ে ইশারা করতেই নৌকার সামনে দিয়ে ঢেউহীন এক রাস্তা হয়ে গেল। নৌকা পাল তুলে এগিয়ে যেতে থাকলো সামনের দিকে।


অথচ ডানে বামে পাহাড় সম ঢেউ। সাবই ভিষন ভয় পেয়ে আল্লাহর নাম জপছিল।

[তথ্য চেয়ে লজ্জা দিবেন না তবে এতটুকু যেনে রাখুন আমার পীর সাহেব দেওবান্দী হানাফী]

@@@@

ফায়েদা:

১) আপনাদের কারামত বর্তমানে রাস্তায় জাহির করুন। ধরুন রাস্তায় একসিডেন্ট হচ্ছে আর আঙ্গুল তুলে আপনি দুই বাসকে দুই দিকে করে দিন।

২) মুসা (আ) রাস্তা বানিয়েছিলো আল্লাহর সাহায্যে আর আমার পীর নিজের আঙ্গুলের সাহায্যে।

৩) বর্তমানে এই কারামত বেশি দেখা যায় না। জনগণ অনেক সজাগ।

৪) আমার পীর সাহেবের পরবর্তি টার্গেট কিভাবে ভুমিকম্পের সময় ঢাকার বিল্ডিংগুলো পড়ে যাওয়া থেকে রোধ করা যায় কারামতের মাধ্যমে।

৫) কারামতের নামে ভান্ডামী আমার পীর সাহেব করেন না।

জ্ঞানের কথা পড়ুন, জ্ঞানের কথা জানুন, জ্ঞানের কথা দারা জীবন পরিচালিত করুন। আরও কারামত জানতে সাথেই থাকুন।


বিষয়: বিবিধ

১৫০৫ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371909
১৪ জুন ২০১৬ সকাল ১১:৩৬
হতভাগা লিখেছেন : কৃষ্ণন গরটা কোথায় ? এটা কোন আমলের ?
১৪ জুন ২০১৬ সকাল ১১:৪৯
308673
জ্ঞানের কথা লিখেছেন : এটা বাংলাদেশ পাকিস্তান থাকা কালিন সময়ের ঘটনা। সেই সময়ের কৃষ্ঞনগর এখন আর নাই। কেন মুরিদ হবেন?
১৪ জুন ২০১৬ দুপুর ১২:১৬
308681
দ্য স্লেভ লিখেছেন : কৃষ্ণ নগর হল ভারতের পশ্চিমবঙ্গে
১৪ জুন ২০১৬ দুপুর ১২:২৪
308684
হতভাগা লিখেছেন : কৃষ্ণনগর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকার সন্নিকটে কোন একটা স্থান (নবাব সিরাজউদ্দৌলার শাসনাধীন ছিল )

১৯৪৭-১৯৭১ এ ঘটা এই ঘটনা সাড়া ফেলেনি কেন ?
১৪ জুন ২০১৬ দুপুর ১২:২৬
308685
জ্ঞানের কথা লিখেছেন : এত অল্প জ্ঞান নিয়ে চলে কি ভাবে!
সেসময় টুডেব্লগ ছিল? ফেসবুক ছিল? তাই এরকম ভাবে ফলাও হয়ে প্রচার হয় নি। বুঝেছেন?!

আসুন আমার পীরের মুরীদ হউন।
১৪ জুন ২০১৬ দুপুর ১২:৩২
308687
হতভাগা লিখেছেন : চাঁদে যাওয়া যখন এত চাউর হয়ে প্রচার পেয়েছিল , সেটা মানুষ বিশ্বাস করেছে ! এটাতো পৃথিবীর জনবহুল এলাকাতেই ঘটেছে ! সে সময়ে কি এতদ অন্চলে নিউজপেপারও ছিল না ?

১৪ জুন ২০১৬ দুপুর ০২:২৮
308698
জ্ঞানের কথা লিখেছেন : পেপারিং হয়তো হয়েছিল! আমি তো নতুন মুরীদ তাই খবর রাখি নাই।
১৪ জুন ২০১৬ দুপুর ০২:৪০
308701
হতভাগা লিখেছেন : পুরানা মুরিদ যারা আছে তাদের কাছ থেকে নেন , আমাদেরকেও শেয়ার করেন ।
১৫ জুন ২০১৬ সকাল ০৮:৩৭
308784
জ্ঞানের কথা লিখেছেন : বাকি মুরীদরা পটল তুলেছে।
১৫ জুন ২০১৬ সকাল ০৯:০১
308785
হতভাগা লিখেছেন : বোঝা গেছে - আপনিই ওয়ান এন্ড অনলি মুরিদ
371910
১৪ জুন ২০১৬ সকাল ১১:৩৭
সন্ধাতারা লিখেছেন : জ্ঞানের কথা পড়ুন, জ্ঞানের কথা জানুন, জ্ঞানের কথা দারা জীবন পরিচালিত করুন। ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
১৪ জুন ২০১৬ সকাল ১১:৫০
308674
জ্ঞানের কথা লিখেছেন : অনেক জ্ঞানের কথা বলেছেন। জ্ঞানহীণ মানুষগুলোর জ্ঞান হউক এই দুআকরি।
371915
১৪ জুন ২০১৬ দুপুর ১২:০৩
নেহায়েৎ লিখেছেন : বেশিরভাগ কারামত পানিপথের! মাঝে মাঝে মালয়েশিয়ান বিমান হাওয়া হয়ে যায়। সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে পারবে আপনার পীরসাপ?
১৪ জুন ২০১৬ দুপুর ১২:১৪
308679
জ্ঞানের কথা লিখেছেন : পীরসাহেব এরকম কারামত কখন দেখান নাই। তবে দেখাতে পারেন বলে আমি মনে করি। কেননা কারামত পীরসাহেবের জন্য কোন ব্যাপার নয়।

কারামত দেখালে মুরীদ হবেন?
371916
১৪ জুন ২০১৬ দুপুর ১২:০৭
মোস্তাফিজুর রহমান লিখেছেন : পীর সাপ এর মুরিদরা এমন কারামাত চালু রাখতে পারলেতো আবুল সেতু স্যরি পদ্মা সেতুর দরকার হতোনা। এমনিতে আবুল মিয়া বাড়ি যেতে পারত।
১৪ জুন ২০১৬ দুপুর ১২:১৫
308680
জ্ঞানের কথা লিখেছেন : দেখুন, আবুল মিয়াকে নদী পাড়করা কোন ব্যাপার না আমার পীরের। তিনি আঙ্গুল একবার ঘুড়ালেই যথেষ্ট।
আসলে বর্তমানে কারামত বেশি হচ্ছে না।
371917
১৪ জুন ২০১৬ দুপুর ১২:১৯
দ্য স্লেভ লিখেছেন : কারামত কোনো ব্যক্তির ইচ্ছাধীন বিষয় নয়। কখনও হঠাৎ এসব হয়ে যেতে পারে। কিন্তু এতে বিশ্বাস ঈমানের অংশ নয়।তবে এগুলোর বেশীরভাগই বানোয়াট। ইসলাম বুঝা ও বুঝানোর জন্যে কারামত প্রয়োজন হয়না। সুন্নাহই যশেষ্ট
১৪ জুন ২০১৬ দুপুর ১২:২৩
308683
জ্ঞানের কথা লিখেছেন : জ্ঞানের কথা। আমার পীরসাহেব এরকমই বলেন।
371929
১৪ জুন ২০১৬ দুপুর ০৩:২৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নে তো কইলেন সেই বৃটিশ পিরিয়ডের কথা। মোর কাছ থেইক্যা এক্কান তরুজানা কাহানী হুনেন-
গত বছর মুই অফিস থেকে বাড়ী ফেরার পথে রাস্তার ধারে কাগতিয়া মুনিরিয়া আহমদিয়া যুব তাবলীগ কমিটির ব্যানারে বিশাল তরিকত কাম মিলাদ মাহফিল হতে দেখলুম। এক বক্তা মঞ্চে জোর গলায় বক্তৃতা বিতরণ করছে। মনোযোগ সহকারে শুনতেছিলাম তার ওয়াজ। হেতে কথার ফাকে আবেগের জোশে ফরমাইলেন- “গত সপ্তাহে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝরকে থামিয়ে দিয়েছিল কে আপনারা জানেন? যদি আমি এই উদ্যোগ না নিতাম তবে আজকের এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে পারতো না। ঘুর্ণিঝড় সবকিছু লন্ডভন্ড করে দিতো”
কাজেই আপনারা আল্লাহর ওলী চিনতে ভুল করবেন না।.......... আরো অনেক গাজাখুরী কথাবার্তা বলেছিল। বুঝা যাচ্ছে আপনার পীর মশাইয়ের চেয়েও অনেক বড় জিন্দা পীর অহনো দুনিয়াতে আছে!!!
১৪ জুন ২০১৬ রাত ০৯:৪৪
308758
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরের আরও চমকদার কারামতি আছে যা জিন্দা কারারামতকেও ফেল মারাবেই। সামনেই কারামত বর্ণনা করবো। আপনার মতো মুরিদদ দরকার।
371942
১৪ জুন ২০১৬ দুপুর ০৩:৫৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার পীরসাপ এর মুরীদ কেমনে হওন যায়? বাঁশ বেয়ে কি উপ্রে উঠতে হবে?
১৪ জুন ২০১৬ রাত ১০:৫৬
308761
জ্ঞানের কথা লিখেছেন : বাশ একটু বেশি কঠিন হয়ে যায়। আপনি আমগাছে উঠতে পারলেই গ্রহন করা যাবে।
371943
১৪ জুন ২০১৬ দুপুর ০৩:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার খুব খিদা লাগছে। পির সাব কিছু ব্যবস্থা করতে পারেন!!!
১৪ জুন ২০১৬ রাত ১১:৫১
308770
জ্ঞানের কথা লিখেছেন : কি খেতে চাচ্ছেন?
371944
১৪ জুন ২০১৬ দুপুর ০৩:৫৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : স্বরবর্ণ সব শেষ করে ব্যঞ্জনবর্ণ ধরলেন। এটা শেষ হলে কেমনে আগাবেন? পীরসাব কেরামতি দিয়ে ব্যঞ্জনবর্ণের সংখ্যা বাড়িয়ে দিবেন? Winking Tongue Tongue Tongue Tongue
১৪ জুন ২০১৬ রাত ১১:৫২
308771
জ্ঞানের কথা লিখেছেন : ছোট বেলা বৃহত্তর সংখা পড়েছেন? কারামত ঐ দিকে যাবে।
১০
371982
১৪ জুন ২০১৬ রাত ০৯:০৭
শেখের পোলা লিখেছেন : ওরে বাপরে! আল্লাহ বাঁচাও। এত্ত এত্ত পীর আওলিয়ার দেশে ভুলেও বজ্রপাত করোনা, বলা যায়না হয়ত কোন পীর তা ধরে পুনরায় তোমার দিকেই ছুঁড়ে দেবে।(নাউজু বিল্লাহ) ধন্যবাদ।
১৪ জুন ২০১৬ রাত ১১:৫২
308772
জ্ঞানের কথা লিখেছেন : পীর সাহেব আপনি আমার পীর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File