গল্পে গল্পে শিক্ষা-গ

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৩ জুন, ২০১৬, ০১:৫২:৩২ দুপুর





আমার একজন পীরসাহেবের কারামত:

মাওলানা আবদুস সাত্তার খান (চান্দপুর মিফতাহুল উলূম আল ইসলামীয়া এর প্রতিষ্টতা) আমার পীরসাহেবের এর একজন মুরীদ। তিনি বলেন যে, ১৯৯৩ সালে একজন শিক্ষক নিয়োগের ব্যাপারে পরামর্শ করার জন্য আমার কয়েকজ শিক্ষক কে নিয়ে একদিন বড় হুযুরের সান্নিধ্যে বসলাম।

হঠাৎ বড় হুজুর আমার দিকে তাকালেন।

তাকিয়ে বললেন, কি ব্যাপার, আপনার মাথার চুল লম্বা কেন? জামায়াতে ইসলামীর মতো? জামায়াতে ইসলামীর চুল লম্বা, আপনার মাথার চুলও লম্বা। তাই জামায়াতের সাথে মিলে গেল।

হুজুর একথা বলার আগে আমি জামায়াতে ইসলামীকে কিছু ভালোবাসতাম এবং তাদের সাথে আমার খানিকটা সম্পর্ক ছিলো।

এটা হুজুর কখনই জানতে না। এমনকি আমার সাথীরাও জানতেন না। তা ছিলো গোপনে গোপনে।


হুজুর একথা বলার পরে সঙ্গে সঙ্গে আমার অন্তর থকে জামায়াতে ইসলামীর প্রতি ভালোবাসা শেষ হয়ে গেল এবং জামায়াতে ইসলামীর যে বাতিল-ভ্রান্ত সেটা দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেল এবং সে বিশ্বাস আজও পর্যন্ত স্থায়ী হয়ে রইলো।

উৎস জানিতে চেয়ে লজ্ঝা না দিলেই বেশি খুশি হই। নিরবে কারমত পড়ে কিছু শিখুন।

@@@@

ফায়েদা:

১) অন্তরের খবর আল্লাহই শুধু জানেন এটা ভুল।

২) অন্তরের খবর আমার পীর সাহেব ও জানেন।

৩) পীরের কথাই অন্তরে বিশ্বাস চলে আসে।

৪) পীর ঠিক বললে সব ঠিক।

মুরিদ হতে চাইলে সাবক্রাইব করুন।

বিষয়: বিবিধ

১৪৮৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371851
১৩ জুন ২০১৬ বিকাল ০৫:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পির সাহেব নির্ঘাত মক্কার কুকুর তাড়ান!!!
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
308596
জ্ঞানের কথা লিখেছেন : আপনি জানলেন কেমন করে এই গোপন কথা?
১৪ জুন ২০১৬ রাত ১২:৪৮
308648
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বুইঝা নেন আমি কত বড় পির!!!
১৪ জুন ২০১৬ সকাল ০৭:৩৬
308656
জ্ঞানের কথা লিখেছেন : আমার থেকে বড় নয়।
১৪ জুন ২০১৬ সকাল ০৯:৪৯
308661
মেঘবালক লিখেছেন : শুধু মক্কার কুকুর না! মুরিদের বাড়ীর কুকুরও তাড়ায়Tongue
১৪ জুন ২০১৬ সকাল ১০:০২
308668
জ্ঞানের কথা লিখেছেন : পীরের বিরুদ্ধ্যে কোন কথা গ্রহনীয় নয়। সাবধান! বালক সাহেব।
371853
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
মনসুর আহামেদ লিখেছেন : মাইনাস
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
308595
জ্ঞানের কথা লিখেছেন : মাইনাস দিয়ে কি কারামত বন্ধ করা যায়!
371862
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : ভাই কারামত দিয়ে আমাদের আপুকে একটু সোজা করতে পারবেন? উনি বড়ই বাঁকা হয়ে গেছে। আশ্বাস দিলে সব কিছু পািয়ে দেব।
১৪ জুন ২০১৬ সকাল ০৭:৩৬
308655
জ্ঞানের কথা লিখেছেন : পীর সাহবে, কারামত সব জায়গায় খাঁটে না। কিছু মানুষ আছে যারা নিজেরাই আশ্চর্য কারামত!
১৪ জুন ২০১৬ সকাল ০৭:৫৪
308658
হতভাগা লিখেছেন : আমাদের বুজান অলী আউলিয়া লেভেলের - (রেফারেন্স : শামীম ওসমান)
371897
১৪ জুন ২০১৬ সকাল ০৭:৫৭
হতভাগা লিখেছেন : কিয়ামতের ময়দানে আপনার পীর সাহেব জাহাজ নিয়ে আসবেন তার মুরীদদেরকে হাসরের ময়দান থেকে জান্নাতে পার করতে । এরকম শত শত পীর নিজ নিজ জাহাজ নিয়ে আসবেন সেদিন তাদের মুরিদদেরকে জান্নাতে নিতে।

(নাউজুবিল্লাহ)
১৪ জুন ২০১৬ সকাল ০৮:৫১
308659
জ্ঞানের কথা লিখেছেন : নাউজুবিল্লাহ। এটা আমার পীরসাহেব বলছেন তাই আমার কি করার আছে? আপনার পীর কি জাহাজ নিয়ে দারায়ে থাকবেন?
১৪ জুন ২০১৬ সকাল ০৮:৫৭
308660
হতভাগা লিখেছেন : পীর সাহেবের উপর ভরসা নাই , নিজেই ট্রাই করি - আল'হামদুলিল্লাহ্‌ ।
১৪ জুন ২০১৬ সকাল ১০:০১
308667
জ্ঞানের কথা লিখেছেন : একা একা পারবেন না। এখন সময় আছে সকল পীরের পীর, সরদারে পীর, সাফায়াতে পীর, ফুরকানের বাহকের অধীনে মুরীদ হয়ে নিজের নৌকা/জাহাজ নিশ্চিত করুন।
১৪ জুন ২০১৬ সকাল ১১:২৩
308669
হতভাগা লিখেছেন : বিচারের সময় সবাই থাকবে দৌড়ের উপরে । বাপ-বেটা কেউই কাউকে চিনবে না । নাজাত পেতে আপন সন্তান , পরিজনকেও দিয়ে দিতে চাইবে ।
১৪ জুন ২০১৬ সকাল ১১:৪৭
308672
জ্ঞানের কথা লিখেছেন : চিন্তার কারন নেই, আমার পীর সকল নবীদের পীর। তিনি আপনার জন্য সুপারিশ করবেন। মুরিদ হয়ে যান বিসমিল্লাহ বলে।
১৪ জুন ২০১৬ দুপুর ১২:২৬
308686
হতভাগা লিখেছেন : তাই ! ক্বুরআন শরীফে উনার সম্পর্কে বলা থাকলে দয়া করে সূরা:আয়াত উল্লেখ করুন।
১৪ জুন ২০১৬ দুপুর ০২:২৭
308697
জ্ঞানের কথা লিখেছেন : ফুরকানের বাহক তিনি, তার নাম আবার কোরআনে থাকবে না সেটা সন্দেহ করার কি কোন অবকাশ আছে!?!

জ্ঞানের সাথে চিন্তা করুন কেননা এটা জ্ঞানের কথা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File