গল্পে গল্পে শিক্ষা-গ
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৩ জুন, ২০১৬, ০১:৫২:৩২ দুপুর
আমার একজন পীরসাহেবের কারামত:
মাওলানা আবদুস সাত্তার খান (চান্দপুর মিফতাহুল উলূম আল ইসলামীয়া এর প্রতিষ্টতা) আমার পীরসাহেবের এর একজন মুরীদ। তিনি বলেন যে, ১৯৯৩ সালে একজন শিক্ষক নিয়োগের ব্যাপারে পরামর্শ করার জন্য আমার কয়েকজ শিক্ষক কে নিয়ে একদিন বড় হুযুরের সান্নিধ্যে বসলাম।
হঠাৎ বড় হুজুর আমার দিকে তাকালেন।
তাকিয়ে বললেন, কি ব্যাপার, আপনার মাথার চুল লম্বা কেন? জামায়াতে ইসলামীর মতো? জামায়াতে ইসলামীর চুল লম্বা, আপনার মাথার চুলও লম্বা। তাই জামায়াতের সাথে মিলে গেল।
হুজুর একথা বলার আগে আমি জামায়াতে ইসলামীকে কিছু ভালোবাসতাম এবং তাদের সাথে আমার খানিকটা সম্পর্ক ছিলো।
এটা হুজুর কখনই জানতে না। এমনকি আমার সাথীরাও জানতেন না। তা ছিলো গোপনে গোপনে।
হুজুর একথা বলার পরে সঙ্গে সঙ্গে আমার অন্তর থকে জামায়াতে ইসলামীর প্রতি ভালোবাসা শেষ হয়ে গেল এবং জামায়াতে ইসলামীর যে বাতিল-ভ্রান্ত সেটা দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেল এবং সে বিশ্বাস আজও পর্যন্ত স্থায়ী হয়ে রইলো।
উৎস জানিতে চেয়ে লজ্ঝা না দিলেই বেশি খুশি হই। নিরবে কারমত পড়ে কিছু শিখুন।
@@@@
ফায়েদা:
১) অন্তরের খবর আল্লাহই শুধু জানেন এটা ভুল।
২) অন্তরের খবর আমার পীর সাহেব ও জানেন।
৩) পীরের কথাই অন্তরে বিশ্বাস চলে আসে।
৪) পীর ঠিক বললে সব ঠিক।
মুরিদ হতে চাইলে সাবক্রাইব করুন।
বিষয়: বিবিধ
১৪৮৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(নাউজুবিল্লাহ)
জ্ঞানের সাথে চিন্তা করুন কেননা এটা জ্ঞানের কথা।
মন্তব্য করতে লগইন করুন