অপারেশন সাকসেস ফুল!

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫১:৫২ রাত



ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, অপারেশন কেমন হলো?

ডাক্তার সাহেব: অপারেশন সাকসেস ফুল হয়েছে।

আলহামদুলিল্লাহ!

এই চল আজকে অপারেশনটি করতেই হবে?

পরের দিন: কি রে! অপারেশনের খবর কি?

অপারেশন সাকসেস ফুল হয়েছে।

কামাল নামে ঐ লোকের বাসায় অনেক টাকা আছে অপারেশন করতে হবে।

পরের দিন: অপারেশনের খবর কি?

অনেক টাকা পাইছি হাহাহা

এই অপারেশন কথাটিকে মানুষ কত ভাবেই ব্যাবহার করে এবং কত রং এর।

/ডাক্তার রুগি বাচাতে অপারেশন করে।

/চোর চুরি করতে অপারেশন করে।

/ডাকাত ডাকাতি করতে অপারেশন করে।

/এলাকার ছেলেরা গাছের ফল পারতে অপারেশন করে।

/কাউকে পিটাবে সেখানেও অপারেশন।

অনেক ভাবেই এই অপারেশন শব্দটি ব্যাবহার করা যায়।

ঠিক তেমনি জিকির শব্দটিও অনেক ভাবেই ব্যাবহার করা যায়। জিকির মানে গোল হয়ে বসে আল্লাহ-আল্লাহ-আল্লাহ বলা নয়।

আল্লাহ সুবহানুহুতাআলা বলেন:

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا

আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়।

আল্লাহ ও তার রসুল (সা) এর কোন কথা কাজ আপনার সামনে আসলে আপনি তাদের কথা বাদ দিয়ে অন্য কোন কারো কথাকে মানতে পারবেন না। এখানে জিকির হচ্ছে আপনি এরকম ইখতিলাফ বিষয়ে আল্লাহ ও তার রসুল (সা) এর কথাকে আকড়ে ধরবেন। আর এটাই জিকির।

ধরুন রাস্তা দিয়ে একজন সুন্দরি হেটে যাচ্ছে। এখন আপনি তার দিতে একবার হঠাৎ তাকিয়েছেন পরক্ষনে আপনি কি করবেন?

আল্লাহ বলেন:

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।

এখন আপনার জন্য জিকির হচ্ছে ঐ নারীর দিকে না তাকানো। কেননা এটাই আপনার জন্য ঐ স্থানের উত্তম জিকির।

এভাবেই জিকির অনেক ভাবে, স্থানে, অবস্থানে, ক্ষেত্রবিশেষে, পরিবর্তন হতেই থাকবে। তবে প্রশ্ন হচ্ছে কোরআন ও হাদীসের সেই জিকির গুলো সম্মন্ধ্যে আপনার জ্ঞান আছে কি? জ্ঞান না থাকলে আপনার কোন দাম নাই। অতএব, জ্ঞান অর্জন করুন এটাই আপনার জন্য একটি জিকির।

বেশি বাড়তে যাবো না এতে অধয্যতা বাড়বে। আমার পীরসাহবে মানুষের দিকে নজর রাখতে বলেছেন যেন মানুষ লেকচার শুনে বিরক্ত না হয়।

মুরীদ হতে চাইলে যোগাযোগ করুন।

বিষয়: বিবিধ

১৭৮০ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354536
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০১
শেখের পোলা লিখেছেন : আমার পীর সাহেবও এমনটাই বলেন৷ ধন্যবাদ৷
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০২:২৯
294422
অবাক মুসাফীর লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০২
294445
জ্ঞানের কথা লিখেছেন : আপনি আমার মুরিদভাই।
354537
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৪
হতভাগা লিখেছেন : কেউ কেউ আবার অন্য দেশে অপারেশন করতে এসে ধরা খায়

যেমন : Operation Searchlight
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০৩
294446
জ্ঞানের কথা লিখেছেন : অপারেশন ডালভাত।
354541
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
354547
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩৭
দ্য স্লেভ লিখেছেন : জিকির হল আল্লাহকে শ্মরণ করা। এটা একা একা তাসবীহ জপের মাধ্যমেও হতে পারে,খারাপ থেকে আল্লাহর উদ্দেশ্যে প্রত্যাবর্তনও হতে পারে,যে কোনো ইবাদতে হতে পারে। মোট কথা আল্লাহর শ্মরন করা। কথা ও কাজে। আর এক হয়ে সবাই মিলে উচ্চস্বরে জিকিরের পদ্ধতি রসূল(সাঃ)শিক্ষা দেননি। এটা পরবর্তীতে সওয়াব মনে করে মানুষ বিদাতটি চালু করেছে।
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৭
294455
জ্ঞানের কথা লিখেছেন : ঠিক বলেছেন মুরীদ সাহেব। আপনার জ্ঞানের কথার তারিফ করছি।
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫৪
294517
দ্য স্লেভ লিখেছেন : আপনি যে পীরের মুরিদ,তিনি সম্ভবত ভালো পীর। অনেক পীর আছে যারা তাওহীদপন্থী আর অনেক পীর যাছে যারা ভন্ড বা বিদয়াতী ও শিরকে লিপ্ত। আপনার লেখাটা পড়ে ভালো লাগল।
২০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:০৬
294531
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীর আফজালুল বাশার+ম্যাসেন্জার+একমত্র শাফায়াত কারী+মুসলিমদের কান্ডারী+ আমার ভাই। বুঝেছেন?
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১২
294610
দ্য স্লেভ লিখেছেন : আপনার পীর একমাত্র শাফায়াতকারী বললে আপনি এইখানে ভ্রান্তিতে াাছেন। রসূল(সাঃ)একমাত্র শাফায়াতকারী। তবে আল্লাহ বিশেষ জান্নাতিদের অনুমতি দিলে তারাও শাফায়াত করতে পারে। আর যদি আপনার পীর একমাত্র সত্য পীর হয়,তাহলে উনি যার থেকে পীরত্ব পেয়েছেন তিনি কি উনার থেকে মর্যাদায় ছোট ?????
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৪২
294691
জ্ঞানের কথা লিখেছেন : ওহে ভাই আফজালুল বাশার কাকে বলা হয়? এই নাম কার? আপনার উত্তর যা হবে সেই জনই আমার পীর বলতে গেলে আপনারও পীর এবং সবার পীর। যাকে না ধরলে কারও রেহাই নাই। যার কথা মত না চললে কারও রেহাই নাই। সে যত বড়ই কেউ হউক। সয়ং মুসা (আ) ও ফিরে আসলে আমার পীর ছাড়া তার উপায় নাই। আমার পীর আফজালুল বাশার বলেছেন।
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৯
294708
দ্য স্লেভ লিখেছেন : শুধু মূসা(আঃ) নয়, আদম(আঃ),ইব্রাহিম(আঃ),ঈশা(আঃ)সবাই লোকদেরকে ফিরিয়ে দিবে,তখন তারা রসূল(সাঃ)এর কাছে আসবে। উনিই আপনার পীর। এবার ঠিক ধরেছি। হেহেহেহে...তা আগে ভাগে ঝেড়ে কাশলে তো বুঝতে পারতামRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫০
295189
জ্ঞানের কথা লিখেছেন : আপনার বু্দ্ধি আছে! বুঝতে পেরেছেন এজন্য শুকরান!
354584
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩২
অবাক মুসাফীর লিখেছেন : আপনার পীর সাহেব কি ফ্রীতে লানত দেন?? আমার ভাগ্‌য ইদানিং খুবই খুবই ভালো যাচ্ছে... আলহামদুলিল্লাহ... দেখেন বলে কয়ে কিছু ম্‌যানেজ করতে পারেন কি না...! লানত কাজ করলে মুরিদ হয়ে যাবো... শিউর থাকেন...
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৮
294456
জ্ঞানের কথা লিখেছেন : মুরীদভাই মুরীদ হলে কোন চিন্তা নেই। জাহাজ রেডি রয়েছে।
354611
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০৪
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৮
294457
জ্ঞানের কথা লিখেছেন : মুরীদভাই হাসছেন কিসের জন্য! হাসির জিকির এখানে কেন?
354687
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৫৭
আফরা লিখেছেন : আপনি বুঝি এতদিন অপারেশনে ব্যস্ত ছিলেন তাই এতদিন ব্লগে আসেন নাই ।
২০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:০৮
294532
জ্ঞানের কথা লিখেছেন : অপারেশন করব বলেই এই পোস্ট। আমার অপারেশন আমার পীরসাহেবের দিকে সবাইকে আহ্ববানের অপারেশন। মুরীদনি সাহেবান এটাই আমার অপারেশন।
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২২
294613
দ্য স্লেভ লিখেছেন : হেহেহে আপনি কি দুনিয়ার সবাইকে আপনার পীরের মুরিদ মনে করেন ??Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৪৫
294692
জ্ঞানের কথা লিখেছেন : হ্যা সবাই আমার পীরের মুরীদ/মুরীদনি তবে বেদআতী ভন্ডরা ব্যাতিত। আপনিও আমার পীরের খাস মুরীদ।
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১১
294710
দ্য স্লেভ লিখেছেন : জি আপনার কথা পুরোই বুঝেছি Happy আপনি রসূল(সাঃ)কে বুঝিয়েছেন। তাইলে তাকে অনুসরনকারী সকলেই মুরিদ Happy
354949
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বুঝেছি আপনার পীর সাহেবকে খুঁজে বের করার অপারেশনে নামতে হবে এবার।
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫২
295190
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীর কে না ধরলে আপনার কো রেহাই নাই। আপনি না চাইলেও আপনাকে আমি জোর করে ধরাবই। পালাবার কোন পথ নেই। আপনিও আমার পীরের মুরীদনী।

আমার মুরীদ ও মুরীদনী একই পীরের।
355524
২৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কোন পীর কি বলেছে কোন বুজুরগ কি করেছে তা না দেখে আল্লাহ কোরানে কি বলেছেন আর রাসূল (স) হাদিসে কি বলেছেন তা আমাদের কে দেখতে হবে, ঐ অনুযায়ী আমল করতে হবে।
শুধু মসজিদের কোনে বসে আ্ল্লাহ আল্লাহ করার নাম জিকির না, সকাল থেকে সন্ধা অবদি সারাদিন আমরা নানান কাজে ব্যস্ত থাকি, ঐ ব্যস্ততাই যদি আল্লাহ ও রাসূলের দেখানো পথে হয়ে থাকে তাহলেই ঐটাই হবে জিকির ও উত্তম ইবাদত।
ধন্যবাদ আপনাকে।
২৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
295200
জ্ঞানের কথা লিখেছেন : হ্যঁ ভালো জ্ঞানের কথা বলেছেন। এজন্যই তো জ্ঞানের কথা। আপনি আমার মুরীদভাই। আপনাকে স্বাগতম ভাবে গ্রহন করা হয়েছে। আপনার বউকে আমার পীরের মুরীদনি বানাতে অনুরধ রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File