তিন "ফানার" দলিল
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৯ অক্টোবর, ২০১৫, ১২:৩৫:৪১ দুপুর
মুরীদ হইয়া আপনি যখন এস্কে ডুবুহাবু খবেন তখন আপনাকে তিনটি ফানা রপ্ত করতে হবে।
এই ফানার দলিল চাবেন না। কেননা কোরআন বা হাদীসে এই ফানার কোন দলিল নাই। তবে আমার পীরসাহেব মরার আগে এই ফানা বুজুর্গগণের হালতে বর্ণনা করেছেন।
সতর্ক মুসলিম না মানলেই ভালো । তবে মূর্খ মুসলিমরা অন্ধভাবে মানতে পারেন।
ফানাফিশপীর এর বয়ান। আমার সাথে ফানা হতে চাইলে গামছা ধরে মুরীদ হউন।
ফানাফিররসুল এর দলিল আমার মরাপীর সাহেব।
শেষ মেষ ফানাফিল্লাহ বা বান্দা আল্লাহর অস্থিস্তে এক হয়ে যাওয়া। বান্দা ও আল্লাহর মাঝে কোন পার্থক্য না থাকা।
যা স্পষ্ট কুফরি হলেও বুজুর্গদের জন্য জায়েজ!!
হো ফানা জ'ত মে কে তু নারাহে,
তেরি হাছতি কি রং ও বু নারাহে।
মানে: মাওলার জাতের মধ্যে এরুপ লয় হইয়া যাও যেন তুমি না থাক এবং তোমার অজুদের রং ও বাস গন্ধ যেন না থাকে।
তু দরূ গোম শো বেছাল ইনাস্ত ও বস্,
গোম শোদান গোম কুন কামাল ইনাস্তা ও বস্।
মানে: তুমি মাওলার ভিতরে লোপ হইয়া যাও। বাছা ইহাকেই বলে ফানা ফিল্লাহ, ইহাতেই হয় দীদারে আল্লাহ।
আশেক মাশুক এস্কে এলাহী-মরা পীরসাহেব চর্মণাই মোহাম্মাদ এসহাক (রহ)।
বিষয়: বিবিধ
১৭৮৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে বললাম আমার মুরীদ হতে! শুনলেন না!
তো এ সুবহো শাম রহে না রহে"৷
ভাই আর সময় নষ্ট করতে চাইনা, গামছা খান আগাইয়া দেন ফানা ফিল গদ্দী হইয়া যাই৷
গামছাটি ভেজা শুকালে নিয়ে আসবো।
আমার পীর ভন্ড! কথাটি কি বললেন!
মুরদনী হতে চাইলে বলুন।
মন্তব্য করতে লগইন করুন