পীর ধরার উপকার, জাহাজ দিয়ে আখেরাতে পাড়।
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১০ অক্টোবর, ২০১৫, ১১:২২:০৮ রাত
পীর ধরার বহুত ফায়দা আছে। এটা একটা সঞ্জিবনী খাবারের মোত। যা খেলে আপনি ইহকালেও পাড়, পড়কালে তো আপনি নিশ্চিন্তে পাড়।
পুলসীরাতে আপনাকে পীরসাহেব বিদ্যুতের মতো পাড় করে নিয়ে যাবেন। আপনার জন্য জাহান্নামের থেকে বাাঁচার জন্য শুপারিশ করবেন।
যখন আপনি জাহান্নামের আগুনে হাবুডুবু খাবেন তখন বড়বড় জাহাজ নিয়ে পীরসাহেব আপনাকে উদ্ধার করার জন্য আসবে।
চলুন শুনি আমার পীরের নিজের মুখে বয়ান: (বি:দ্র: বয়ান-তাই পড়ার সময় বয়ানের শুরে পড়ুন)
কেয়ামতের মাঠে যখন বড়বড় জাহাজ, রশিদ আহমেদ গাঙ্গুহী রহমাতুল্লাহী আলাই, হাজি ইমদাদুল্লাহ মাক্কি রহমাতুল্লাহী আলাই, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহী আলাই, কারী ইবরাহীম রহমাতুল্লাহী আলাই,
বাবারে-আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহহ ...
সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহী আলাই, যখন কেয়ামতের ময়দানে বড় বড় জাহাজ নিয়া রওয়ানা করবে,
তোমার আমার এই বয়াত বুকের ভিতরে থাকেহ ... ডাক দিয়া বলবে-আল্লাহ আল্লাহ ওদেরকে বলছিলাম কথা ছাড়েনাই আমাদের কথা অনুযায়ী ব্যাবহার করছে , মাবুদের দরাবারে বলবে মাবুদ গো...ও..ও
ওরা মূর্খ ওরা কিছু বোঝেনাই, যা বলছি ছাড়েনাই.. মাবুদগো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনা নেন...
ও আমার দুনিয়ার বাবারা....চরমোনাইতে আসছেন...বাবারা নৈরাশ হইয়েন না...না....না...।
আমার পীরেসাহেবের নিজের মুখে শুনতে চাইলে দেখুন
ইউটিউবে: Youtube.com/chomonaiVS
অতএব আসুন, জাহাজে পাড় হতে চাইলে আর দেরি করার কোন চান্স নাই। তাজকিয়ে নাফস করুন। এখনি সময়। জাহাজে চড়ে জাহান্নাম পাড়ি দিন, পাড়ি দেয়ার সময় পড়ে যায়েন না.....না....না।
দ্রুত যোগদান করুন।
তোমারপীর আমারপীর, চর্মনাই চর্মনাই।
বিষয়: বিবিধ
২১৫১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখনও সময় আছে! বুঝুন ভালো করে পীরসাহেব।
মন্তব্য করতে লগইন করুন