পীর ধরার উপকার, জাহাজ দিয়ে আখেরাতে পাড়।

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১০ অক্টোবর, ২০১৫, ১১:২২:০৮ রাত

পীর ধরার বহুত ফায়দা আছে। এটা একটা সঞ্জিবনী খাবারের মোত। যা খেলে আপনি ইহকালেও পাড়, পড়কালে তো আপনি নিশ্চিন্তে পাড়।

পুলসীরাতে আপনাকে পীরসাহেব বিদ্যুতের মতো পাড় করে নিয়ে যাবেন। আপনার জন্য জাহান্নামের থেকে বাাঁচার জন্য শুপারিশ করবেন।

যখন আপনি জাহান্নামের আগুনে হাবুডুবু খাবেন তখন বড়বড় জাহাজ নিয়ে পীরসাহেব আপনাকে উদ্ধার করার জন্য আসবে।

চলুন শুনি আমার পীরের নিজের মুখে বয়ান: (বি:দ্র: বয়ান-তাই পড়ার সময় বয়ানের শুরে পড়ুন)

কেয়ামতের মাঠে যখন বড়বড় জাহাজ, রশিদ আহমেদ গাঙ্গুহী রহমাতুল্লাহী আলাই, হাজি ইমদাদুল্লাহ মাক্কি রহমাতুল্লাহী আলাই, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহী আলাই, কারী ইবরাহীম রহমাতুল্লাহী আলাই,

বাবারে-আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহহ ...

সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহী আলাই, যখন কেয়ামতের ময়দানে বড় বড় জাহাজ নিয়া রওয়ানা করবে,

তোমার আমার এই বয়াত বুকের ভিতরে থাকেহ ... ডাক দিয়া বলবে-আল্লাহ আল্লাহ ওদেরকে বলছিলাম কথা ছাড়েনাই আমাদের কথা অনুযায়ী ব্যাবহার করছে , মাবুদের দরাবারে বলবে মাবুদ গো...ও..ও

ওরা মূর্খ ওরা কিছু বোঝেনাই, যা বলছি ছাড়েনাই.. মাবুদগো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনা নেন...

ও আমার দুনিয়ার বাবারা....চরমোনাইতে আসছেন...বাবারা নৈরাশ হইয়েন না...না....না...।

আমার পীরেসাহেবের নিজের মুখে শুনতে চাইলে দেখুন




ইউটিউবে: Youtube.com/chomonaiVS

অতএব আসুন, জাহাজে পাড় হতে চাইলে আর দেরি করার কোন চান্স নাই। তাজকিয়ে নাফস করুন। এখনি সময়। জাহাজে চড়ে জাহান্নাম পাড়ি দিন, পাড়ি দেয়ার সময় পড়ে যায়েন না.....না....না।

দ্রুত যোগদান করুন।

তোমারপীর আমারপীর, চর্মনাই চর্মনাই।

বিষয়: বিবিধ

২১৫১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345283
১১ অক্টোবর ২০১৫ রাত ০২:১৯
শেখের পোলা লিখেছেন : এখন চর্ম আছে কিন্তু কেয়ামতে চর্ম থাকবে কিনা তা আল্লাহই জানেন৷আমার মহল্লার ইমাম সাহেব সহ প্রায় সকলে ঐ জাহাজে এখনই সওয়ার হয়েগেছে৷আমিই বাকী আছি৷ অরবড় জাহাজে আমার ডর করে৷
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৮:০১
286507
জ্ঞানের কথা লিখেছেন : সেখানে চর্ম ৬৩ হাত মোটা হবে তাই ভয় নাই। এই জাহাজ জাহান্নামের আগুনের উপর দিয়ে চলবে। আগুন সব পুড়বে জাহাজের কাঁঠ পুড়বে না।

এখনও সময় আছে! বুঝুন ভালো করে পীরসাহেব।
345298
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩৯
হতভাগা লিখেছেন : রাসূল (সাঃ) নিজের চাচা আবু তালিবের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন বলেও পারেন নাই । আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটা হবেই ।
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৩৮
286510
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহেবের নিজের মুখে বয়ান কি শুনেছেন? তাহলে কি আমার পীরসাহেব ভূয়া ভন্ড এটাই বলতে চান আপনি?
১১ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৪
286514
হতভাগা লিখেছেন : আপনার পীর কি রাসূল(সাঃ) এর উপরের?
১১ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩৪
286516
জ্ঞানের কথা লিখেছেন : বয়ান শুনে সেটাই প্রতিয়মান হচ্ছে; তাই নয় কি? এজন্য কি আপনি আমার পীরকে ভন্ড বলবেন? যে, ভন্ড পীর চরমোনাই!
345393
১২ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এসব কাজ সমাজে কাদাছোড়াছুড়ি ছাড়া আর কিছুই বৃদ্ধি করবেনা। অন্যকে ভন্ড করার অর্থ এই নয় যে, আমি সত্যের উপর প্রতিষ্ঠিত। তার চেয়ে ইসলামের প্রকৃত জ্ঞানটি সবার সামনে তুলে ধরুন।
১২ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০০
286563
জ্ঞানের কথা লিখেছেন : আপনি কি আমার পীরকে ভন্ড বলতেছেন? এরখম ধৃষ্টতা আপনাকে কে দিলো?
345413
১২ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:২৭
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : ভাই কি বাঁশটাই না দিলেন! ধন্যবাদ
১৩ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২৩
286628
জ্ঞানের কথা লিখেছেন : এগুলো কি বলছেন? আপনি তো আমার পীর সাহেবের কেরামতি অস্বিকার করছেন?
346681
২১ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:০৪
সানওয়ার লিখেছেন : আবুল পীরের আবুল মুরিদ
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
287836
জ্ঞানের কথা লিখেছেন : আবুল বললে আমার পীরসাহেব মনক্ষুন্ন হন। আপনি এরকম কথা বলবেন না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File