গল্পে গল্পে শিক্ষা-এ

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০৮:৪৪ দুপুর



আমার বুজুর্গ গন কবর হইতে দেরহাম পান। এটা অনেকের নিকট কটু লাগে। তাদের প্রশ্ন: খিদা লাগলে দেরহাম পাবে কেন? খাবার পেলেই তো হয়? হ্যাঁ, আমার বুজুর্গ গণ শুধু দেরহামই পাননি খাবার ও পেয়েছেন।


এবনে জালা বলেন, আমি মদীনায়ে মোনাওয়ারায় বড় অভাবের সম্মুখীন হইয়াছিলাম। হুজুরের [রসুল (সা)] কবরের নিকট গিয়া আরজ করিলাম,

হুজুর! আমি আপনার মেহমান।

ইত্যবসারে আমার একটু চোখ লাগিয়া আসিল। হুজুর [রসুল (সা)] আমাকে একটা রুটি দিলেন, আমি উহার অর্ধেক খাইলাম।

জাগ্রত হইয়া দেখি বাকী অর্ধেক আমার হতে।

@@@@@@@@@@@@@

ফাজায়েল:

১. কবরে চাইলে কবর হতে খাবার আসে

২. কবর হতে আসা খাবার হাকিকাত

৩. খাইলে পেট ভরে

৪. কবরে মাইয়েতের নিকট ফরিয়াদ করা যায়

৫. রিজিক দাতা কবরে শায়িত জন

৬. বুজুর্গ হতে হলে কবরে চাইতে হয়

৭. বুজুর্গর কবরে চাইতে পারেন

৮. ব্রেলভিগন করবে কিছু করলে শির্ক, আমরা করলে তা ফাজিলাত।

৯. শিয়াদের মাঝেও কবর থেকে পাওয়া যায় তবে আমার বুজুর্গ শিয়া নয়।

১০. আসুন কবর থেকে ফায়েজ হাসিল করি।

১১. মদিনাতে গিয়ে রসুল (সা) এর কবরের কাছে মেহমান হলে খাবার নিশ্চিত।

১২. সাহাবা (রা) গন খাবার না পেলেও আমার বুজুর্গ গন পেয়েছেন।

আরও ফাজলিাত দেখলে জানাতে ভুলবেন না। গুস্তাখি বুজুর্গ। কিতাবের হাওয়ালা বুজুর্গ। রুটি খেতে চাইলে আমার বুজুর্গের মুরিদ হবার বিকল্প নাই। বুজুর্গর অপমান সয্য করা হবে না।

বিষয়: বিবিধ

১৭০৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342327
১৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:২৬
হতভাগা লিখেছেন :


আপনার বুজুর্গের মজলিশের কথা ইনার কানে গেছে




যথা শীঘ্রই আপনার বুজুর্গের কাছে তাশরিফ আনতে পারে








ইনিও একই লেভেলের , বাংলাদেশের বুজুর্গ মুরিদদের শিরোমনি।
১৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫২
283715
জ্ঞানের কথা লিখেছেন : আমার বুজুর্গরা এরখম মুরীদ পছন্দ করেন বলে আমার জনা নেই। আমার পীরসাহেরব অবশ্য গনতন্ত্র মানষ পুত্র। উনি মানতে পারেন।

এরখম লোকজন তরিকায় আসলে বাকি মুরীদরা ভাগবে সেকথা চিন্তা করে নটএলাউ ও হতে পরে।
১৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১১
283721
হতভাগা লিখেছেন : এরা ৮-৯ বছর ক্ষমতায় ছিল , এদের অনেক সমর্থক
১৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩০
283727
জ্ঞানের কথা লিখেছেন : সমর্থক আর মুরীদ এক নয়। সমর্থক তো যখন তখন চলে যেতে পারে তবে মুরীদ হতে হবে অন্ধ ভক্ত। পীর যা বলবে তাই সঠিক।
অন্ধ ভক্ত হতেপারলে চলবে। মুরীদ হতে হলে প্রথম শর্ত পীরের ভুল ধরা যাবে না।
১৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৪
283732
হতভাগা লিখেছেন : ২০০৮ এর নির্বাচনে উনি এককভাবে এক আসনে সবচে বেশী ভোট পেয়েছিলেন , বৃহত্তর রংপুর এলাকায় উনার একচ্ছত্র আধিপত্য।

উনার মত সাচ্চা মুরিদের আগমনের প্রস্তাব শুনে আপনারা ভীত হয়ে যাচ্ছেন
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১০
283768
জ্ঞানের কথা লিখেছেন : উনি কি শরাবে ভিজানো জায়নামাজে নামাজ পড়তে পাড়বেন?
342329
১৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৪
নাবিক লিখেছেন : আমার বুজুর্গর অনেক পাওয়ার Cool
১৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩০
283728
জ্ঞানের কথা লিখেছেন : আমার বুজুর্গর চেয়ে কখনই বেশি নয়।
342337
১৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনার পীর কয়জন বদ্দা? মেলা দিন আগে এক বুজুরগু ওয়াজ নসীহত বিতরণ করে আমামদেরকে রুহানী ফয়েজের লেজের সাথে বাইন্ধা সোজা জান্নাতে নিয়ে যাওনের মারেফতী যানবাহনে উইট্ট্যা পড়লেন হেতিনির মুরিদানদের সাথে নিয়ে। যানবাহনে উইট্ট্যা হযরত বুজুরগু সাহেব মোরাকাবায় মগ্ন হইয়া চেতনাহীন হয়ে যাওনের ফলে গভীর ঘুমে আচ্চন্ন। ঐদিকে প্রচন্ড শীতের কারণে হযরত বুজুরগু সাহেব স্বপ্নে আল্লাহর নবীর দিদার লাভ করলেন। ওলীয়ে কামেল, পীরানে পীর! হযরত বুজুরগু মহাশয় ঠান্ডায় আক্রান্ত হওনের কারণে নবীজি তাহাকে এক্কান কম্বল উপহার দিলেন! হঠাৎ ঘুম থেইক্যা জাগ্রত হওনের পর হযরত বুজুরগু মহাশয় তার গায়ের উপর এক্কানা চুন্দর চাদর দেখতে পেলেন!! মুরিদানরা পীর সাহেবরে জিগাইলো আন্নে তো মুরাকাতাবাতে বসার সময় গায়ে কুনো চাদর আছিল না। হঠাৎ পীর সাহেবের গায়ে চাদর কোত্থেকে আইলো? তখন পীর সাহেব ঘটনা বিস্তারিত বলিলেন তার মুরিদানদের কাছে।
আচ্ছা মুরিদ সাহেব! আন্নেও কি ঐ সময় আন্নের পীরের সফরসঙ্গী হিসেবে রুহানী+মারেফতী যানবাহনের যাত্রী আছিলেন? দেইখ্যান আবার গ্যাঞ্জাম লাগাইয়েন না!
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১২
283770
জ্ঞানের কথা লিখেছেন : যে ঘটনা আপনি বর্ণনা করলেন এটি আসলে আমার বুজুর্গ এর নকল।
শুধু পার্থক্য রুটি ও চাদর।
342348
১৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
আফরা লিখেছেন : ইত্যবসারে আমার একটু চোখ লাগিয়া আসিল। হাতে রুটি অর্ধেক খেয়েছি আর ঘুম ভেংগে গেল ।

জাগ্রত হইয়া দেখি হাতে অর্ধেক পরোটা -----।
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৩
283771
জ্ঞানের কথা লিখেছেন : হাঁ, আপনি মুরিদনি হতে পাবেন।
342349
১৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
শেখের পোলা লিখেছেন : আপনার বজুরগের ঠিকানা দিলে উপকার হইত৷৷ বড়ই রুটি খাইতে ইচ্ছা হয়৷ আচ্ছা একখান কথা জিগাই ইনি কেন মুজিব চাচার নাহান এক খান লঙ্গরখানা খুলেন না? আটাখরচ ছাড়াই রুটি পাইতাম৷৷
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৪
283772
জ্ঞানের কথা লিখেছেন : ভালো প্রস্তাব। দেখাযাক পীর সাহেব গ্রহন করলে আপনাকে জানাবো।
342353
১৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৫
283773
জ্ঞানের কথা লিখেছেন : মুরিদ সাহেব মাইন্ড করেছেন মনেহচ্ছে?
342357
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : অ...আ...ই..ঈ..উ...ঊ...ঋ...এ..ঐ...ও...ঔ
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৭
283774
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীর বুজুর্গ এর ঘটনা শররিপি ছেড়ে চাইনিজ ল্যাঙ্গয়েজে চলে যেতে পারে।

ধয্য ধরুন। আপনাকে মুরিদনি বানাতে আমার পীর রাজি আছেন হিসেবে বলেছেন। আপনি কি রাজি?
342375
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৩
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
283801
জ্ঞানের কথা লিখেছেন : ওরা ভন্ড পীর। আমার পীর হক্কানি।
তোমার আমার সবার পীর চরমোনাই চরমোনাই।
342382
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৩
অপরিচিত লিখেছেন : এগুলো কি ইসলাম?
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
283802
জ্ঞানের কথা লিখেছেন : এগুলো সুফিজম। আমার বুজুর্গ দের কাহিনি।
১০
342402
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:০৭
283837
জ্ঞানের কথা লিখেছেন : আপনি আমার মুরীদ।
১৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
283887
নাবিক লিখেছেন : সে আফনার মুরিদ হইতো ক্যারে? হেয়তো আমার মুরিদ আসিল। Rolling on the Floor
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩৩
283952
জ্ঞানের কথা লিখেছেন : ঠিকআছে দুজনি আমার মুরিদ আজথেকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File