গল্পে গল্পে শিক্ষা-এ
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০৮:৪৪ দুপুর
আমার বুজুর্গ গন কবর হইতে দেরহাম পান। এটা অনেকের নিকট কটু লাগে। তাদের প্রশ্ন: খিদা লাগলে দেরহাম পাবে কেন? খাবার পেলেই তো হয়? হ্যাঁ, আমার বুজুর্গ গণ শুধু দেরহামই পাননি খাবার ও পেয়েছেন।
এবনে জালা বলেন, আমি মদীনায়ে মোনাওয়ারায় বড় অভাবের সম্মুখীন হইয়াছিলাম। হুজুরের [রসুল (সা)] কবরের নিকট গিয়া আরজ করিলাম,
হুজুর! আমি আপনার মেহমান।
ইত্যবসারে আমার একটু চোখ লাগিয়া আসিল। হুজুর [রসুল (সা)] আমাকে একটা রুটি দিলেন, আমি উহার অর্ধেক খাইলাম।
জাগ্রত হইয়া দেখি বাকী অর্ধেক আমার হতে।
@@@@@@@@@@@@@
ফাজায়েল:
১. কবরে চাইলে কবর হতে খাবার আসে
২. কবর হতে আসা খাবার হাকিকাত
৩. খাইলে পেট ভরে
৪. কবরে মাইয়েতের নিকট ফরিয়াদ করা যায়
৫. রিজিক দাতা কবরে শায়িত জন
৬. বুজুর্গ হতে হলে কবরে চাইতে হয়
৭. বুজুর্গর কবরে চাইতে পারেন
৮. ব্রেলভিগন করবে কিছু করলে শির্ক, আমরা করলে তা ফাজিলাত।
৯. শিয়াদের মাঝেও কবর থেকে পাওয়া যায় তবে আমার বুজুর্গ শিয়া নয়।
১০. আসুন কবর থেকে ফায়েজ হাসিল করি।
১১. মদিনাতে গিয়ে রসুল (সা) এর কবরের কাছে মেহমান হলে খাবার নিশ্চিত।
১২. সাহাবা (রা) গন খাবার না পেলেও আমার বুজুর্গ গন পেয়েছেন।
আরও ফাজলিাত দেখলে জানাতে ভুলবেন না। গুস্তাখি বুজুর্গ। কিতাবের হাওয়ালা বুজুর্গ। রুটি খেতে চাইলে আমার বুজুর্গের মুরিদ হবার বিকল্প নাই। বুজুর্গর অপমান সয্য করা হবে না।
বিষয়: বিবিধ
১৭০৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার বুজুর্গের মজলিশের কথা ইনার কানে গেছে
যথা শীঘ্রই আপনার বুজুর্গের কাছে তাশরিফ আনতে পারে
ইনিও একই লেভেলের , বাংলাদেশের বুজুর্গ মুরিদদের শিরোমনি।
এরখম লোকজন তরিকায় আসলে বাকি মুরীদরা ভাগবে সেকথা চিন্তা করে নটএলাউ ও হতে পরে।
অন্ধ ভক্ত হতেপারলে চলবে। মুরীদ হতে হলে প্রথম শর্ত পীরের ভুল ধরা যাবে না।
উনার মত সাচ্চা মুরিদের আগমনের প্রস্তাব শুনে আপনারা ভীত হয়ে যাচ্ছেন
আচ্ছা মুরিদ সাহেব! আন্নেও কি ঐ সময় আন্নের পীরের সফরসঙ্গী হিসেবে রুহানী+মারেফতী যানবাহনের যাত্রী আছিলেন? দেইখ্যান আবার গ্যাঞ্জাম লাগাইয়েন না!
শুধু পার্থক্য রুটি ও চাদর।
জাগ্রত হইয়া দেখি হাতে অর্ধেক পরোটা -----।
ধয্য ধরুন। আপনাকে মুরিদনি বানাতে আমার পীর রাজি আছেন হিসেবে বলেছেন। আপনি কি রাজি?
তোমার আমার সবার পীর চরমোনাই চরমোনাই।
মন্তব্য করতে লগইন করুন