গল্পে গল্পে শিক্ষা-ঈ
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৮:০৩ সকাল
আমার বুজুর্গ পানির উপর হাটছেন।
আবদালদের মধ্যে হইতে এক বুজুর্গ হজরত খিজির (আ) কে জিজ্ঞাসা করিল,
আপনার চেয়ে কোন বুজুর্গ ব্যাক্তি কি আপনি কখনও দেখিয়াছেন?
তিনি বলিলেন, হ্যাঁ দেখিয়াছি।
একদিন মোহাদ্দেছ আবদুর রাজ্জাক মসজিদে নববীতে হাদিছ শুনাইতেছিলেন। তার চতুর্দিকে লোকজনের খুব ভীড় ছিল। তিনি সকলকে হাদীছ শুনাইতেছিলেন।
মসজিদের এক কোনে জনৈক যুবক হাটুর উপর মাথা রাখিয়া ধ্যানে মগ্ন ছিলেন। আমি তাহার নিকট গিয়া বলিলাম আপনি সকলের সহিত কেন শুনিতেছেন না?
তিনি বলিলেন যে, লোকজন রাজ্জাকের গোলামের কাছে হাদীছ শুনিতেছে আর এখানে এখানে স্বয়ং রাজ্জাক হইতে আমি হাদীছ শুনিতেছি।
হজরত খিজির বলিলেন, তোমার কথা সত্য হইলে বলত আমি কে?
সে আমার দিকে মুখ উঠাইয়া বলিল, আমার ধারণা ঠিক হইলে বলিতেছি আপনি হজরত খিজির।
হজরত খিজির বলেন, ইহা দ্বারা আমি বুঝিয়া লইলাম অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লার অলীকে আমি ও চিনিতে পারিনা।
@@@@@@@@@@@@@@@@@
ফাজিলাতসমূহ:
১. মুসা (আ) এর চেয়েও আমার বুজুর্গ জ্ঞানী।
২. খিজির (আ) ও হাদীস শোনেন।
৩. জনৈক যুবক পরীচয় হীন হলেও কোন সমস্যা নাই
৪. খিজিরের (আ) এর চেয়েও আমার বুজুর্গ অনেক বড়।
৫. রাজ্জাক বা আল্লাহর কাছ থেকে হাদীস শোনা যায়।
৬. রাজ্জাকের গোলামের হাদীস দরকার নাই।
৭. বুজুর্গর হাদীস ই যথেষ্ট।
৮. হিন্দুদের মতো ধ্যান করা যায়।
৯. গায়েবের খবর আমার বুজুর্গ জানেন।
১০. খিজির এর জ্ঞান নাই অলী চেনার।
১১. আমার বুজুর্গ নবী দের থেকেও উত্তম।
১২. আমার বুজুর্গ আল্লাহর অলী।
১৩. আমার বুজুর্গের নিকট মুসা ও খিজির (আ) এর টাইম নাই
১৪. আবদাল কে জানতে চেয়ে লজ্জা দিবেন না
অনেক ফাজিলাত বর্ণনা করলাম। আমার বুজুর্গগনের সাথেই থাকুন আর ফাজিলাত হাছিল করুন। কিতাবের হাওয়ালা আমার বুজুর্গ। কারো আপত্তি থাকলে বলতে পারেন সংশোধন করা হবে।
তবে গোস্থাকে বুজুর্গ মাফকরা হবে না।
বিষয়: বিবিধ
১৫৬৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বোকারাই পীরের মুরিদ হয় না।
আপনাকে শেষবারে জন্য অনুরোধ গোস্তাখে বুজুর্গ হবেন না। আমার পীরের মুরিদ হবেন?
আপনার মতো বুজুর্গকেই তো আমার পীরসাহেব খুজছেন।
ভাই বলি যে, এত্তসব পীরের উপাসনা করা বাদ দিয়ে নিজের মা-বাবা'র সেবা যত্ন করেন তাতেই আল্লাহ খুশী আর তাতেই জান্নাত প্রাপ্তী কিন্তু কোন পীর আপনার উপর খুশী হইলে জান্নাত পাবেন এমন কথা কোথাও নেই।
আমার পীর বলেছেন বাবা মাও আমার পীর।
আচ্ছা...একটা কথা বলি? আপনার পীরকে বলবেন - ঢাকায় যখন বৃষ্টির পানি জমে যায় তখন যেন উনি ঐ পানির উপর দিয়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়! তবেই বুঝা যাবে উনি কেমন বুজুর্গ? এর ফলে উনার চেলার সংখ্যা বাড়তে থাকবে.... এবং উনি পানিতে হাঁটা বাবা নাম ধারণ করে বুজরুকি করতে পারবেন। সবাইকে হাঁটার সিস্টেম শেখাবেন এবং দিন দিন উনার ব্যবসায়ে উন্নতিলাভ করবেন
তাই আমার পীর পানির উপর হাঁটবে তবে পানির উপর ভাসমান কলাগাছের ব্যাবস্থা আমরা মুরীদরা করবো।
আপনার কি পীর আছে? আমার তো একটাই পীর। পীরদের ও পীর।
আপনার কথাতে বুজুর্গ বিরোধী গন্ধপাচ্ছি।
এটা কি হলো? কোন আগা-মাথা খুজে পেলাম না। এই বুজুর্গের নাম কি ভাই?
আমার পীরের লেডিস মুরীদনি দরকার আপনি কি মুরিদনি হতে রাজি আছেন?
পারবেন??
দুষ্টামি হাড্ডি
বুজুর্গ যা বলেছেন সেটাই ঠিক! এই নিতিতে চলতে হয়।
মন্তব্য করতে লগইন করুন