এসো হাদীস শিখি ৪

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৫ আগস্ট, ২০১৫, ০৮:০৪:৪২ সকাল



আসমাউর রিজাল কি? এবং আসমাউর রিজাল দারা কিভাবে হাদীসের ত্বাহক্কীক করা হয় তা আমার এসো হাদীস শিখি ৩ এ দেখেছি। চলুন আজকে আমরা একটি হাদীসের ত্বাহক্কীক দেখি। আজকে যে হাদীসের ত্বাহক্কীক দেখবো সে হাদীসটি এমন এক হাদীস যা সুদ বিষয়ে!

বি রিমেম্বার: রসুল (সা) এর কথা কখনই যঈফ বা দূর্বল নয়। হাদীস দূর্বল হয় বর্ণনাকারী রাবীর কারনে। আর যেহুতু রাবী ইয়াদদাস বা স্বরণ শক্তি খারাপ হওয়া যঈফ হওয়ার একটি কারন তাই হাদীস রসুল (সা) এর থেকে প্রমানিত হয় না।

অনেকে বলেন: নাসিরুদ্দিন আলবানী যেই হাদীসকে সহীহ বলেছেন আপনারা সেই হাদীস নিয়ে থাকেন? তাদের জন্য এই হাদীস এক উদাহরণ যে এমনটি কখনই নয়। ত্বাহক্কীক এর ক্ষেত্রে যার কথাই সঠিক হবে তারকথাই অগ্রহন্য হবে এই হাদীসের ত্বাহক্কীক ই তার উত্তম উদাহরণ।

বিসমিল্লাহির রহমানির রহীম

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الرِّبَا سَبْعُونَ حُوبًا، أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ

রসূল(স) বলেন, “সুদের গুনাহের সত্তরটি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তরটি হল নিজ মাকে বিবাহ (ব্যভিচার) করা।” (ইবনে মাজাহ, হা/২২৭৪; বায়হাকী, শু’আবুল ঈমান, হা/৫১৩৪; মিশকাত, হা/২৮২৬)

হাদীসটির সানাদ: আব্দুল্লাহ ইবনু সাইদ-->আব্দুল্লাহ ইবনু ইদরীস-->আবু মা’শার (তিনি যঈফ)-->সাইদ আল মাকবুরী-->আবু হুরায়রা(রা)-->রসুল (সা)।

১. ইমাম নাসিরুদ্দীন আলবানী বলেন, হাদীছটি ছহীহ। কিন্তু এর সানাদে আবু মা’শার দুর্বল। (নাসিরুদ্দীন আলবানী, তাহক্বীক ইবনে মাজাহ, হা/২২৭৪; তাহক্বীক মিশকাত, হা/২৮২৬)

২. ইমাম বূছাইরী বলেন, এর সানাদ আবু মা’শার এর কারণে দুর্বল। (বূছাইরী, মিছবাহুয যুজাজাহ ফী যাওয়ায়িদ ইবনে মাজাহ, হা/৮০৫)

৩. শু’আইব আরনাউত্ব বলেন, এর সানাদ দুর্বল কেননা আবু মা’শার দুর্বল। (শু’আইব আরনাউত্ব, তাহক্বীক ইবনে মাজাহ, হা/২২৭৪)

৪. হাফিয যুবায়ের আলী জাই বলেন, হাদীছটি হাসান। (যুবায়ের আলী জাই, তাহক্বীক ইবনে মাজাহ, হা/২২৭৪)

কিন্তু পরবর্তীতে তিনি তার মত পরিবর্তন করে এটিকে দুর্বল বলেছেন কেননা আবু মা’শার দুর্বল। (যুবায়ের আলী জাই, তাহক্বীক মিশকাত, হা/২৮২৬)

৫. এই হাদীছটির কোন শাওয়াহিদ ছহীহ হাদীছ নেই। যেগুলো রয়েছে তা সবই দুর্বল। একটি শাওয়াহিদ হাদীছ রয়েছে যেটা কিছুটা উক্ত হাদীছের চেয়ে শক্তিশালী। (ইবনুল জারূদ, মুনতাক্বা, হা/৬৪৭)

কিন্তু এটিও দুর্বল। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য কিন্তু এর সানাদে ইকরিমা ইবনে আম্মার যখন ইয়াহইয়া ইবনে আবু কাছীর থেকে বর্ণনা করেন তখন তিনি ‘মুযতারীবুল হাদীছ’। ইমাম বুখারী, ইমাম আহমাদ ও অন্যান্য ইমামগণ এই ব্যাপারে তার সমালোচনা করেছেন। (হাফিয মিযযী, তাহযীবুল কামাল, রাবী নং ৪০০৮)

৬. শু’আইব আরনাউত্ব এর মতে এই হাদীছের সকল সানাদ দুর্বল। (শু’আইব আরনাউত্ব, তাহক্বীক ইবনে মাজাহ, হা/২২৭৪)

৭. হাফিয যুবায়ের আলী জাই বলেন, আলোচ্য (ইবনে মাজাহ, হা/২২৭৪) হাদীছের দুর্বল শাওয়াহিদ রয়েছে ইবনুল জারূদ (মুনতাক্বা, হা/৬৪৭), হাকিম (মুস্তাদরাক, ২/৩৭, হা/২২৫৯) এবং অন্যান্যে। (যুবায়ের আলী জাই, তাহক্বীক মিশকাত, হা/২৮২৬)

আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন, আমাদের জ্ঞান অর্জন করার তাওফিক দিন আমীন।

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335913
১৫ আগস্ট ২০১৫ সকাল ১১:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৩
277873
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র।

-রাব্বি জিদনি ই'লমা।
335924
১৫ আগস্ট ২০১৫ সকাল ১১:২৫
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।
১৫ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৩
277874
জ্ঞানের কথা লিখেছেন : ওয়া আইয়্যাক--
335935
১৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৯
নাবিক লিখেছেন : ভালো লাগলো, শুকরিয়া।
১৫ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৪
277875
জ্ঞানের কথা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র।

-রাব্বি হাবলি হুকমাও ওয়া আলহিকনি বিস সলেহিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File