গল্পে গল্পে শিক্ষা

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৯ আগস্ট, ২০১৫, ০১:৫৬:২৫ দুপুর



‘দালায়েলুল খায়রাত’ বইটি লেখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লেখক বলেন যে,

তিনি একদা সফর অবস্থায় ওযূর পানির সংকটে পড়েন। দড়ি-বালতি না থাকার কারণে তিনি কূয়া থেকে পানি উঠাতে পারছিলেন না।

একটি মেয়ে এ দৃশ্য দেখে কূয়ার নিকটে এসে তাতে থুথু নিক্ষেপ করল। সাথে সাথে কূয়ার পানি কিনারা পর্যন্ত উঠে এলো।

লেখক বিস্মিত হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলে সে বলল, এটি দরূদ শরীফের বরকত। এ ঘটনার পর তিনি উক্ত বইটি লেখেন’।

শিক্ষা:

-দরুদ শরিফের ফাজিলাতে থুথু দিয়ে কুয়া ভর্তি হয়

-বিরাট কারামাত

-বুজুর্গ যে কোন জায়গায় মিলতে পারে

-আরো কিছু ফাজায়েল থাকলে আপনারা কমেন্টসে জানিয়ে বাধিত করবেন।

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334695
০৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:০০
আফরা লিখেছেন : দরুদ শরীফ তো অনেক গুলো মেয়েটা কোন দরুদ পড়েছিল ?
০৯ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৪
276726
জ্ঞানের কথা লিখেছেন : এটা সিনা থেকে সিনা তে প্রবাহিত হয়। মুখে উচ্চারণ করে পড়া যায় কি না আমি জানি না।

-আপনার নজরে কোন ফাজায়েল থাকলে যোগ করুন।
334706
০৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৭
হতভাগা লিখেছেন : ওযুর জন্য পানির সংকট দেখা দিলে আল্লাহ তায়ালা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করার উপায় বলে দিয়েছেন ।

০৯ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৫
276727
জ্ঞানের কথা লিখেছেন : এটা তাদের মাথায় আসছে কিনা আমি জানি না। তবে কুয়ো, ভর্তি হয়েগেছে পানিতে।

-আপনি কি কোন ফাজায়েল দেখতে পাচ্ছেন! পেলে কমেন্টসে দিয়ে দিন। উপকৃত হবো।
334726
০৯ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মারহাবা মারহাবা Praying Praying Praying
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
276758
জ্ঞানের কথা লিখেছেন : মারহাবা দিয়ে কি লাভ।

-কোন ফাজায়েল পেলে বর্ণনা করুন।
334729
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০০
মোহাম্মদ লোকমান লিখেছেন : পাগলামী!
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
276759
জ্ঞানের কথা লিখেছেন : ভাই আপনি কি কোন ফাজায়েল দেখতে পাচ্ছেন না!

-একটু কষ্ট করে দেখুন।
334763
০৯ আগস্ট ২০১৫ রাত ০৮:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাথায় ঢুকল না!!
০৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৫২
276812
জ্ঞানের কথা লিখেছেন : মাথায় না ঢোকার কোন কারণ দেখছি না ভাই।

-থুথুতে কুয়োতে পানি ভর্তি হয় যা দরুদ শরীফের কারামত। ফাজায়েল পেলে বর্ননা করুন।
334799
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:৩৮
আবু জান্নাত লিখেছেন : যত্ত সব পাগলামী।
১০ আগস্ট ২০১৫ সকাল ০৫:৫৮
276871
জ্ঞানের কথা লিখেছেন : আকাবিরদের কথা আমার কি দোষ ভাই?

-ফজিলাত অনেক, বর্ণনা করুন।
334810
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৪
এ,এস,ওসমান লিখেছেন : কি বললেন ভাই আমার তো পুরাই মাথার উপর দিয়ে গেল Yawn Yawn হাজার বার দুহাত উঁচু করেই কিছুই ধরতে পারলাম না Worried Worried Worried Crying Crying Crying Crying
১০ আগস্ট ২০১৫ সকাল ০৫:৫৯
276872
জ্ঞানের কথা লিখেছেন : ধরতে না পারার কি আছে? ভালো করে আবার পড়ুন।

-থুথু দিয়ে কুয়ো ভর্তি করা যায় দরুদের বরকতে। একমত না হলে কেন একমত নন তা ব্যাকখা করুন।
334881
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:২০
ঝিঙেফুল লিখেছেন : বি-রা-ট ফজিলতের গল্প শেয়ার করেছেন!!!! এই মেয়েটির লক্বব কি? 'থুথু আম্মা'??? Rolling on the Floor উনার দরগাহ কোথায় অবস্থিত? সব জানতে চাই Big Grin Big Grin Big Grin
১০ আগস্ট ২০১৫ সকাল ১১:০৯
276908
জ্ঞানের কথা লিখেছেন : উনি থুথু পীরের খাস মুরীদনি। উনার থুথু বড়ই বকতময়। এহেন একজন পীর আম্মার নামে আপনি অশালীন বক্তব্য দিচ্ছেন যার আমি তিব্র নিন্দা জানই।

-উনার দরগায় যেতে হলে আমাকে ধরতে হবে। ফজিলাত কি কিছু দেখতে পাচ্ছেন?
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
276960
ঝিঙেফুল লিখেছেন : থুথু আম্মার দরগা কোথায় অবস্থিত?Waiting
১১ আগস্ট ২০১৫ সকাল ০৭:৩৯
277025
জ্ঞানের কথা লিখেছেন : কাকরাইলে তার মেইন দারগাহ।
334938
১০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাই দুরুদ নিয়ে তামাশা? ঠিক নয়!
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
276959
জ্ঞানের কথা লিখেছেন : উক্ত ঘটনা বুজুর্গদের জীবনের। আপনি কিভাবে তাকে তামাশা! বলছেন?

-যদি তামাশাই হয় তাহলে কেন বুজুর্গরা বলবেন?
১০
335339
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৭
মুসলমান লিখেছেন : এসব আগেও পড়েছি ভাই। এসব গল্পে রামায়ণ ফেল।
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩০
277312
জ্ঞানের কথা লিখেছেন : বুজুর্গের ঘটনাকে আপনি রামায়ন কেও ফেল মারাচ্ছেন! আপনি তো আচ্ছা গুস্তাখে বেয়াদবি করছেন।

-বুজুর্গের নজর পড়লে আপনার খবার আছে ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File