গল্পে গল্পে শিক্ষা
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ০৯ আগস্ট, ২০১৫, ০১:৫৬:২৫ দুপুর
‘দালায়েলুল খায়রাত’ বইটি লেখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লেখক বলেন যে,
তিনি একদা সফর অবস্থায় ওযূর পানির সংকটে পড়েন। দড়ি-বালতি না থাকার কারণে তিনি কূয়া থেকে পানি উঠাতে পারছিলেন না।
একটি মেয়ে এ দৃশ্য দেখে কূয়ার নিকটে এসে তাতে থুথু নিক্ষেপ করল। সাথে সাথে কূয়ার পানি কিনারা পর্যন্ত উঠে এলো।
লেখক বিস্মিত হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলে সে বলল, এটি দরূদ শরীফের বরকত। এ ঘটনার পর তিনি উক্ত বইটি লেখেন’।
শিক্ষা:
-দরুদ শরিফের ফাজিলাতে থুথু দিয়ে কুয়া ভর্তি হয়
-বিরাট কারামাত
-বুজুর্গ যে কোন জায়গায় মিলতে পারে
-আরো কিছু ফাজায়েল থাকলে আপনারা কমেন্টসে জানিয়ে বাধিত করবেন।
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-আপনার নজরে কোন ফাজায়েল থাকলে যোগ করুন।
-আপনি কি কোন ফাজায়েল দেখতে পাচ্ছেন! পেলে কমেন্টসে দিয়ে দিন। উপকৃত হবো।
-কোন ফাজায়েল পেলে বর্ণনা করুন।
-একটু কষ্ট করে দেখুন।
-থুথুতে কুয়োতে পানি ভর্তি হয় যা দরুদ শরীফের কারামত। ফাজায়েল পেলে বর্ননা করুন।
-ফজিলাত অনেক, বর্ণনা করুন।
-থুথু দিয়ে কুয়ো ভর্তি করা যায় দরুদের বরকতে। একমত না হলে কেন একমত নন তা ব্যাকখা করুন।
-উনার দরগায় যেতে হলে আমাকে ধরতে হবে। ফজিলাত কি কিছু দেখতে পাচ্ছেন?
-যদি তামাশাই হয় তাহলে কেন বুজুর্গরা বলবেন?
-বুজুর্গের নজর পড়লে আপনার খবার আছে ভাই।
মন্তব্য করতে লগইন করুন