ফিরে দেখা
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৭ জুলাই, ২০১৫, ০৯:৪৫:১২ রাত
সময় ও নদীর স্রত কাহারো জন্য অপেক্ষা করে না।
এই কথাটি সত্যি উপলব্ধি করতে পারলাম আজকে। সালাত আদায়ের জন্য গেলাম মসজিদে। দুরাকাআত সালাত আদায় করে বসলাম। মোয়জ্জিন আজান দিলেন আজানের উত্তর দিলাম ও আজানের দুআ পড়লাম।
একটু পড়ে, ইমাম সাহেরব খুৎবা শুরু করলেন। পুরো খুৎবা জুরে তিনি আগত ঈদের দিনের সুন্নাহ সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করলেন যতটুকু আল্লাহ তাওফিক দেন।
তার পর তিনি সালাতের জন্য দারালেন। মুয়াজ্জিন ইকামত দিলেন এর পর তিনি সফ সোজা করতে বলে তকবিরে উলা দিয়ে সালাত শুরু করলেন।
এতক্ষন পর্যন্ত তার কথা গুলো কানে বাজতেছিলো আর ভাবতেছিলাম আমি এই রমাযান মাস পেয়েও মাফ করাতে পারলাম না। হায় আমি কি হতভাগা!!!
গোটা রমাযান গেল তবুও বলতে পারিনা যে কিরকম ইবাদত করলাম। রবের কাছে মাথা নত করে চোখ দিয়ে পনি ঝড়াতে লাগলাম। আমি জানি না আমার রব আমার জন্য কি ব্যাবস্থা করবেন। তবে এতটুকু জানি রসুল (সা) বলেছেন,
যে রমাযান পেলো আর তার গোনাহ মাফ করাতে পরলোনা তার মতো হতভাগা আর নাই।
তাই নিজেকে আজ হতভাগা মনেহচ্ছে। মনেহচ্ছে আমার চেয়ে আর খারাপ কেউ নাই। আমার চেয়ে আর কমবখত আর নাই।
এত বরকত ময় একটি মাস পেয়েও কিছুই করতে পারলাম না।
আল্লহা আমাদেরকে আগামী রমযান পর্যন্ত থাকার ও রমাযানের ফাজিলাত পুনরায় পেয়ে মাফ করে নেবার তাওফিক দিন আমীন।
আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষথেকে সকল ইবাদত কবুল করুন।
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তো তার বান্দার গুনাহ মাফ করার জন্য উন্মুখ হয়ে থাকেন যদি বান্দাহ মন থেকে তওবা করে থাকে ।
এছাড়াও নিজের মনকে শান্তনা দিকে পারছি না। সেটিও একটি কারন।
মন্তব্য করতে লগইন করুন