আল্লাহর ঘোষিত কর্মসূচী-ই মুসলিমরা উপেক্ষা করছে!
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ২১ মে, ২০১৬, ০৮:৫৯:৩৪ রাত
ইসলাম কে নিয়ে কটূক্তি! এটি আমার কাছে খুবই স্বাভাবিক বিষয়! তাতে আমি বিন্দুমাত্রও অবাক হইনি! পূর্বেও হয়েছে বর্তমানেও তেমনি হচ্ছে। আর ভবিষ্যতেও যে কটূক্তি হবে, তা আমি নির্দিধায় বলে দিতে পারি!
কারন, আল্লাহপাক এ কথা আগেই অহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
“অবশ্যই তোমরা শুনবে পূর্ববর্তী কিতাবধারীদের কাছে এবং মুশরিকদের কাছে বহু অশোভন উক্তি”। [সূরা আল ইমরান-১৮৬]
কটূক্তি হলে কিভাবে প্রতিরোধ করতে হবে,সেই বিষয়েও আল্লাহপাক পরিষ্কার বলে দিয়েছেন। অর্থাৎ তিনি আমাদের জন্য কর্মসূচী ঘোষনা করেছেন।“তারা যা কিছু বলুক ধৈর্য ধারন কর”। [সূরা মুজাম্মিল-১০]
“মন্দের জবাব তাই বলুন,যা উত্তম”। সূরা মু’মিনুন-৯৬]
আজকের এই সমাজে চুপ ধাকাটাকে কাপুরুষতা বলে ধরে নেয়া হয়! ধৈর্যশীল ব্যক্তিকে ভীরু বলে মনে করা হয়। কিন্তু মহান আল্লাহর কাছে তারাই সম্মানী। আল্লাহপাক তাদেরকে সৎসাহসী বলে ঘোষনা দিয়েছেন। “আর যদি তোমরা ধৈর্য ধারন কর এবং তাক্বওয়া অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার”। [সূরা আল ইমরান-১৮৬]
ইসলামকে নিয়ে কটূক্তি ঠিকই হচ্ছে কিন্তু তার প্রতিবাদ আল্লাহর দেখানো পথে হচ্ছে না। আল্লাহপাক যে কর্মসূচী ঘোষনা করেছেন,তদানুযায়ী হচ্ছে না। যার ফলে মুসলিমরা পদে পদে অপমানিত হচ্ছে। ইসলাম বিরোধীরা চায়, কটূক্তির বিপরীতে মুসলিমরা চরমপন্থা অবলম্বন করুক! আর তাতে বিশ্ববাসীর কাছে, ইসলামকে সন্ত্রাসের ধর্ম বলে প্রমাণ করার গুরুত্বপূর্ণ প্রমান পাওয়া যাবে। মুসলিমরা আজ আল্লাহপাকের কর্মসূচীকেই উপেক্ষা করছে। হায়রে মুসলিম! আমরা সত্যিই কতই না বোকা!
আর এই অবস্থা হবে বলেই হয়তো আল্লাহপাক বলেছেন, “ কেন ওরা কুরআন নিয়ে গভীরভাবে ভাবে না? না তাদের অন্তর তালাবদ্ধ?”[সূরা মুহাম্মাদ-২৪]
ওয়াল্লাহি! মুসলিমরা আজ চরম বোকামোর মাঝে বসবাস করছে। কুরআন থেকে অনেক দূরে অবস্থান করছে। আল্লাহপাকের হুকুম থেকে অনেক দূরে অবস্থান করছে।
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন