মতিউর রহমান নিজামীর ফাঁসীতে সারাবিশ্বের প্রতিক্রিয়া
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১৫ মে, ২০১৬, ০৩:৪১:৫৩ দুপুর
ছোটবেলাতে শিশু শিক্ষার সাথে সাথে কিছু কবিতার চরণও শেখানো হয়! সেই রকম একটি চরণ হল, “ এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন”। কবিতার এই পঙ্কক্তিটি শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের জন্য যথার্থ বলেই মনে হচ্ছে!
মাওলানা মতিউর রহমান নিজামী তাঁর ব্যক্তিগত জীবনে যখন কোন প্রোগ্রামে যেতেন, তখন তিনি তাঁর স্ত্রীকে জিজ্ঞেস করতেন আজ কোন পোশাকটা পরব(!) তেমনি ফাঁসির আগ মুহূর্তেও তিনি তাঁর স্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন, শেষ সময়ে কোন পোশাকটি পরব? তিনি এমন ভাবেই বললেন, এ যেন কোন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হতে যাচ্ছেন! গুরুত্বপূর্ণই বটে! যে মহান মালিক আমাকে সৃষ্টি করল তাঁর কাছে উপস্থিত হওয়াতো সবচাইতে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম! এ যে শাহাদাতের অমিয় পেয়ালা পানের প্রোগ্রাম! এ যে পরম সৌভাগ্য গ্রহণের প্রোগ্রাম! তাঁর এই পরম সৌভাগ্যে তিনি হাসলেও গোটা পৃথিবী আজ কাঁদছে! গোটা পৃথিবী আজ শোকে স্তবদ্ধ! ভারতের মিশর থেকে শুরু করে ইউরোপের জার্মানী পর্যন্ত প্রতিটি মুসলমান আজ কাঁদছে! তাঁদের এই কান্নাই কি বলে দেয় না, “ নিজামী সাহেব! আপনি এমন একটি জীবন যাপন করেছেন, যাতে শেষ বিদায়ে আপনি হাসলেও গোটা ভুবন আজ কাঁদছে”!
গোটা পৃথিবীর সেই কান্নার একটি খন্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরছি!
* Islamic Resistance Movement Hamas- Hamas mourns Jamaat-e-Islami leader Nizami ( হামাস নিজামীর ফাঁসিতে শোকাহত)
* ফিলিস্তিনী উলামা পরিষদ নিজামী সাহেবের ফাঁসিতে এক শোকবার্তা প্রেরণ করে। নিচে তা দেয়া হলঃ
(بسم الله الرحمن الرحيم
الحمد لله ربّ العالمين، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسانٍ إلى يوم الدين، وبعد:
فقد أقدمت السلطات في بنغلادش على ارتكاب جريمة نكراء بتنفيذ حكم الإعدام بحق الشيخ الشهيد – بإذن الله تعالى –
مطيع الرحمن نظامي
رئيس الجماعة الإسلامية في بنغلادش
وإننا في هيئة علماء فلسطين في الخارج إذ ندين ونستنكر هذا العمل الإجرامي البشع فإننا نؤكد أن هذا الاستهداف الممنهج لرموز العمل الإسلامي في بنغلادش وصمت العالم المزري والمريب تجاه ما يجري هناك هو استهداف للإسلام وأهله في كل بقاع الأرض وهو من أهم أسباب صناعة ونشوء الغلوّ والتطرف الذي يتحمل المجرمون بسياساتهم والصامتون عليها من العالم المدعي للمدنية المسؤولية الأساسية عنها، كما نتوجه بالتعزية البالغة إلى الجماعة الإسلامية في بنغلادش وإلى المسلمين في كلِّ مكان باستشهاد الشيخ الشهيد، وندعو علماء الأمة إلى الوقوف بالوسائل المتاحة كافة إلى جانب علماء بنغلادش المظلومين الذين يسامون إجرام النظام الظالم هناك.
رحم الله الشيخ الشهيد وانتقم من قاتليه وحفظ الإسلام والمسلمين في بنغلادش وفي كل مكان.
وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لا يَعْلَمُونَ
هيئة علماء فلسطين في الخارج
03/شعبان/1437هـ
10/05/2016م
رابط مختصر)
* মিসরের মুসলিম ব্রাদারহুডঃ Muslim Brotherhood Condemns Execution of Bangladesh Jamaat-e-Islami leader Rahman Nizami
* কাশ্মীরের হিজবুল মুজাহিদীন সভাপতি সালাহ উদ্দিন:Strongly condemning the hanging of Moulana Nizami, Hizbul Mujhadeen chief Syed Salahudin Wednesday said Bangladesh premier Sheikh Hasina Wajid was committing crimes and unleashing terror to appease New Delhi.
* কাশ্মীরের দুখতারান-এ-মিল্লাত প্রধান আছিয়া আন্দ্রাবি বলেনঃ Toughen stand against Bangla govt: Aasiya to Pak
* জামায়াত-এ-ইসলামী হিন্দ: The President of Jamaat-e-Islami Hind (JIH) Maulana Jalaluddin Umari has strongly condemned the execution of Maulana Motiur Rahman Nizami, the Ameer (Chief) of Bangladesh’s Jamaat-e-Islami by the Awami League regime and called it another shameful act of judicial killing which is part of the ongoing brutal persecution of political opponents by Shaikh Hasina government.
*জামায়াতে ইসলামী পাকিস্তানঃ A delegation of the Ulema on Thursday, called on the Jamaat e Islami leadership at Mansoora and expressed their deep grief over the execution of JI Bangladesh leader Maulana Moti ur Rahman Nizami.
Well known religious scholar Maulana Zahidur Rashidi, while addressing a condolence meeting at Mansoora mosque, said that the Ulema and religious forces would have to revise their priorities keeping in view the victimization of Islam lovers in Bangladesh and the plans of the secular elements regarding Islam and Islam lovers.
Maulana Abdur Rauf said that Hasina Wajid could not escape divine wrath because of her anti Islam policies. However, he said that if the Ulema and religious forces did not step forward to safeguard Deen, Allah would Himself do that job.
Maulana Sarfraz Ahmed said that the public reaction in Pakistan against the execution of JI Bangladesh chief should have been much stronger so that the outer word could give due importance to the matter.
Maulana Makhdoom Husain offered prayer for the martyr.
* ইউএন চিফ:Question: Thank you. Stéphane, yesterday, the Bangladesh executed the Jamaat‑e‑Islaami leader, [Motiur] Rahman Nizami. Do you have any information about the trial and what Secretary‑General has to say?
Spokesman: No, no, no particular. Obviously, we’ve raised our concern on this particular case, in the way the case has been handled, and obviously, the Secretary‑General’s position against the use of death penalty stands and stands especially… stands in this case… including in this case. Abdelhamid?
* তুরস্কের সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন এনাতোলিয়ান ইয়ুথ এসোসিয়েশন: leader of Bangladesh's Jamaat-e-Islami group, Motiur Rahman Nizami's execution was protested in front of the Bangladeshi embassy in Turkish capital Ankara late Tuesday.
A group of people connected to several Turkish NGOs including Turkey's IHH humanitarian relief foundation, protested Nizami's execution.
A Turkish youth foundation, Anatolia Youth Association's (AGD) Ankara head, Hasan Karaman said that the death sentence had been unlawful.
* মালেশিয়ান ইসলামিক ইউথ মুভমেন্ট (আবিম): Muslim Youth Movement Malaysia (ABIM) STRONGLY CONDEMNS the death sentence imposed on Motiur Rahman Nizami the Amir of Jamaat-E-Islami Bangladesh for so called "crimes against humanity during the country’s bloody 1971 independence struggle from Pakistan". The sentencing had been decreed by the Bangladesh Supreme Court without reasonable proof of the charges against Amir Motiur Rahman Nizami.
* মালওয়েশিয়ার পাস পার্টিঃ
Parti Islam Semalaysia (PAS) mengecam sekeras-kerasnya hukuman mati yang telah dijatuhkan ke atas Amir Jamaat-E-Islami Bangladesh, Maulana Motiur Rahman Nizami awal pagi tadi di Penjara Pusat Dhaka.
* তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান: DEATH PENALTY FOR JAMAAT-E-ISLAMI PARTY LEADER NIZAMI
Touching upon the decision of Bangladesh’s Supreme Court to uphold the death sentence issued for Rahman Motiur Nizami, head of the Jamaat-e-Islami party, President Erdoğan said: “I condemn the mentality that sentences a mujahid to death, who has neared the age of 70 and who we believe has no earthly sin. I consider such proliferation of hatred there and the understanding that orders such death sentences despite our repetitive initiatives neither as a fair governance nor as a democratic mentality.”
* ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা (ICNA): In a press statement today, The Islamic Circle of North America (ICNA) strongly condemns the execution today of Maulana Motiur Rahman Nizami, the Ameer (Chief) of Bangladesh’s Jamaat-e-Islami party by the current regime and declares it another shameful act of judicial killing which is part of the ongoing brutal persecution of political opponents by Shaikh Hasina’s government.
* ড. তারিক রামাদান: BANGLADESH: Bangladesh a pendu Motiur Rahman Nizami
* ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস(IUMS) এর প্রধান ড. ইউসুফ আল-কারযাবি: رسالة من القرضاوي تدعو رئيسة حكومة بنجلاديش للتدخل شخصيا لوقف أحكام الإعدام
* পাকিস্তানের মুফতি ত্বাকী উসমানীঃ بنگلہ دیش# میں اسی سالہ نظامي صاحب كووهيل چیر پرلاکر صرف انکے سیاسی موقف کی وجہ سے معاہدے کے خلاف پھانسی دی گئی کہاں ھیں انسانی حقوق کے مناد
বিষয়: বিবিধ
১৯২০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ভারতের মিশর ? ভারতে কি মিশর নামে কোন রাজ্য আছে না কি ?
নিজামীর জন্য বাংলাদেশের মানুষ কাঁদছে না , কারণ উনি নিরীহ বাংলাদেশীদের মারতে বাহিনী বানিয়েছিলেন , কাহিনী করেছিলেন। েখন উনিই কাহিনীতে পরিনত হয়ে গেছেন ।
এত দেশ নিজামীর জন্য হাহাকার করছে !! নিজামীর তো তাহলে সেসব দেশের যে কোন একটাতে চলে যাওয়া উচিত ছিল ।
এখনও সময় আছে জাশির পোলাপানেরা - হাসুবূ যেরকম ক্ষেপে আছে আর শাগবাগীরা যেভাবে ধেয়ে আসছে আপনাদের হয়ত খুব অল্প কয়েকদিনের মধ্যে কচুকাঁটা হতে হবে । বিএনপি এখন গা থেকে আপনাদের নামিয়ে ফেলতে চাইছে আর আমেরিকাসহ বিদেশী বন্ধুরাও এখন আর চোখ রাখছে না ।
অতিসত্ত্বর এসব দেশের দূতাবাসে যোগাযোগ করে ভিসা নিয়ে নিন ।
মন্তব্য করতে লগইন করুন