রাজাকারের জানাযায় মানুষের ঢল আর মুজিবের বেলায় মাত্র ১৭ জন!

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১১ মে, ২০১৬, ০৮:১৪:৫৮ রাত

তথাকথিত কুখ্যাত রাজাকারের গায়েবানা জানাযার চিত্র গুলো দেখুন আর বাঙাল জাতির পিতার জানাযায় উপস্থিত সেই ১৭ টি প্রাণীর কথা চিন্তা করুন! পার্থক্যটা নিজেই খুঁজে পাবেন।

ঢাকার গায়েবানা জানাযার চিত্রঃ





চট্টগ্রামের গায়েবানা জানাযার চিত্রঃ







শহীদের নিজ শহর পাবনার সাথিঁয়ায় জানাযার চিত্র দেখুন! জানাযার চিত্রই বলে দেয়, ৭১ সালে তথাকথিত যুদ্ধাপরাধী নিজামী সাহেব কি জুলুমটাই না করেছেন! যার ফলে মানুষ তাঁর জানাযায় উপস্থিত হয়ে কাঁদতেছে!









সিলেটের আলিয়া মাদ্রাসার চিত্র দেখুনঃ



এই ছবিগুলোই একদিন কথা বলবে! এই ছবিগুলোই একদিন ইতিহাসের সাক্ষি হয়ে থাকবে! জাতির পিতা তথা জুতার ফিতার জানাযায় খুঁজে খুজে ১৭ জন মানুষকে উপস্থিত করা গেলেও একজন রাজাকারের জানাযায় মানুষ যেন উপস্থিত হতে না পারে সেই জন্য ছাত্রলীগ লেলিয়ে দেয়া হয়! চট্টগ্রামে প্যারেড ময়দানে গায়েবানা জানাযায় হামলা করে ছাত্রলীগ!



চিরনিদ্রায় শায়িত হলেন তথাকথিত যু্দ্ধাপরাধী, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল মন্ত্রী মুসলিম উম্মাহর নেতা শহীদ (ইনশা আল্লাহ) মাওলানা মতিউর রহমান নিজামী।



বিষয়: বিবিধ

৭৩৬৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368749
১১ মে ২০১৬ রাত ০৮:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহু আকবার।
কাল এশার নামাজ পড়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েছিলাম
368753
১১ মে ২০১৬ রাত ১০:১৫
মুক্তির মিছিল লিখেছেন : হে আল্লাহ এই কথিত রাজাকারকে মাফ করে দিন এবং শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের সন্ন্মানিত মেহমান বানিয়ে নিন। Praying
368757
১১ মে ২০১৬ রাত ১১:৪০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : উনি যদি কোনো পাপ করে থাকে তাহলে ফাঁসির মাধ্যমে যেন তা পূর্ণ হয়।
368762
১২ মে ২০১৬ রাত ১২:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চট্টগ্রামে একই পরিমান মানুষের উপস্থিতিতে দুইটি জানাজা হয়েছে।
368794
১২ মে ২০১৬ রাত ০৪:৫৪
শেখের পোলা লিখেছেন : 'ফাদখুলি ফি ইবাদী অয়াদখুলি জান্নাতী'
368841
১২ মে ২০১৬ বিকাল ০৫:০৭
হতভাগা লিখেছেন : ব্লগার ফারাবী এর পোস্ট ৩০০০০ + বার পঠিত হয়েছে , কিন্তু কমেন্ট মাত্র ৬ টি ?

জন সমাবেশ জনপ্রিয়তার মান দন্ড সবসময়ই না , তাহলে জামায়াত এখন ক্ষমতায় থাকতো ।
369373
১৭ মে ২০১৬ সকাল ০৮:০২
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল মন্ত্রী মুসলিম উম্মাহর নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী অনেক ধন্যবাদ
379363
০২ নভেম্বর ২০১৬ সকাল ০৮:৩৮
ইসলাম কখনো মাথা নত করেনা লিখেছেন : স্বাগতম ,ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File