জানিস না, নেত্রি যেদিন লাশ দেখে সেদিন দুই টা ভাত বেশি খায়!
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১৩ এপ্রিল, ২০১৬, ০৬:০৭:০৩ সন্ধ্যা
এ্ই শুনেছিস নাকি, আবার দু’টি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে! ত্রসফায়ার কিরে ব্যাটা, বল যে ঠান্ডা মাথায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তাহলে তো শাহবাগে আন্দোলনের ডাক দিতে হয়! আরে ব্যাটা তোর কি মাথা মুথা সব গেল নাকিরে(!) এরা কেউ তো আর নাট্য কর্মী নয় যে, তাদের জন্য আমরা আন্দোলন করব! এরা জামায়াত শিবির! এরা যতোই মরবে ততোই ভালো! জানিস না, নেত্রি যেদিন লাশ দেখে সেদিন দুই টা ভাত বেশি খায়!
এই শুনেছিস নাকি, তনুর ভাই এর বন্ধু নাকি ২৫ দিন নিখোঁজ ধাকার পর পাওয়া গেছে! ঝিনাইদহের ঐ দুইজনও তো ২৫ দিন নিঁখোজ ছিল,তাহলে ওদের ফেরত দিলো না কেন? ধুর ব্যাটা! তুই তো রাজনীতির “র” ও বুঝিস না! তনুর ভাই এর বন্ধু নিঁখোজ হওয়া মানে তনুর ভাই নিখোঁজ হওয়া! আর সে তো একজন সংস্কৃতি কর্মীর ভাই! অতএব বিষয়টা মিডিয়ার কাছেও গুরুত্বপূর্ণ! মিডিয়ালারা নিজের ভাই হারিয়ে গেছে এমন করে প্রচার করেছে! আর পুলিশও চিপায় পড়ে ফিরিয়ে দিয়ে গেছে! আর এই দুই জামাতি নিখোঁজ হবার পর প্রথম আলু কিংবা টিভি গুলারে কি দেখছিস শিরোনাম করতে? দেখবি না! কারণ জামাতি যতো মরবে প্রধানমন্ত্রীর খাবারের চাহিদা ততো বাড়বে! জানিস না, নেত্রি যেদিন লাশ দেখে সেদিন দুই টা ভাত বেশি খায়!
দুইটা মানুষ মরে গেল অথচ মানবাধিকারের চেয়ারম্যান মিজান সাহেব কিছুই বলল না! অথচ বিশ্বজিৎ মরার পর লোকটা কি চিক্করই না দিল! ভাব দেখে মনে হইছিলো, বিশ্বজিৎ মনে হয় মিজানের আপন সন্তান! তাহলে এখন কথা বলে না কেন? ওরে সোনারে তৃুমি দেখি চান্দের দেশে থাকো! এই দেশের প্রধানবিচারপতি কে? কেন একজন হিন্দু! অতএব একজন হিন্দুর এই দেশে যতোটা দাম আছে একজন মুসলিমের সেই দাম নাই! চুপি চুপি বলি শোন! হাজার হলেও দেশটা তো ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা “ র “ চালায়! তাদেরকে খুশি রাখতে মিজান সাহেবদের ঐ রকম একটু চিক্কর দিতেই হয়! আরে ব্যাটা চিন্তা করিস ক্যান! জানিস না, নেত্রি যেদিন লাশ দেখে সেদিন দুই টা ভাত বেশি খায়!
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন