একটি অন্যরকম বিয়ের প্রজেক্ট................

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৯ নভেম্বর, ২০১৫, ০৯:২৫:০৮ রাত

গত বছর আব্বা আর আমি প্রোগ্রাম শেষ করে বাসায় ফিরতেছি।

মাঝ পথে হঠাৎ করে ঝুম বৃষ্টি পরা শুরু করল। সঙ্গে রেইন কোটও নেই,তাই বাধ্য হয়ে বাইকটাকে বৃষ্টিতে গোসল করতে দিয়ে আমরা রাস্তার পাশ্ববর্তি একটি মসজিদে আশ্রয় নিলাম। তখন রাত আনুমানিক রাত ৯ টা বাজে।

এশার নামায শেষ। রাতের নিস্তবদ্ধতা গ্রামটিকে অনেকটাই গ্রাস করে ফেলেছে। অনেকদিন থেকে আব্বা কে একটা কথা বলার কথা ভাবছিলাম। সময় এবং সুযোগের অভাবে বলা হয় নি।

আব্বা! একটা কথা বলতে চাচ্ছি আপনি কি রাগ করবেন? আব্বা হেসে বললেন,আগে তো কথাটা বল তারপর না হয়, রাগ হবো কি খুশি হবো সেই সিদ্ধান্ত নেয়া যাবে! লম্বা একটা নিশ্বাস নিয়ে বললাম,তাহলে বলেই ফেলি!

আব্বা আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি বললাম,আব্বা! আমাদের আশে পাশে তো অনেক ছেলে মেয়ে প্রেম করতেছে! আর এই প্রেমের কারণে কেউ কেউ হয়তো অনৈতিক কাজও করে ফেলতেছে। কিন্তু মজার কথা হচ্ছে,তারা এখন যে কাজ করছে তা অত্যন্ত গুনাহর কাজ। কিন্তু তা যদি বিয়ের পরে করে তা হবে সোয়াবের কাজ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রেমিক প্রেমিকা যদি রাজি থাকে, তবে আমি নিজ উদ্যোগে শরীয়াহ ভিত্তিতে তাদের বিয়ের ব্যবস্থা করবো। অর্থাৎ মসজিদের ইমাম কে দিয়ে তাদের বিবাহের ব্যবস্থা করব। আর এই বিয়ের যাবতীয় খরচ উপহার হিসেবে আমি বহন করব।

আব্বা বললেন, তুমি কি কাউকে রাজি করাতে পারছো? আমি বললাম, জি আব্বা! দু’জন দম্পতি কে আমার প্রস্তাবে রাজি করাতে পারছি। আব্বা বললেন,প্রতি বিয়েতে খরচ কত হবে? আমার সোজাসাপ্টা উত্তর, ৫ হাজার!

আব্বা বললেন,এতো টাকা তুমি কোথায় পাবা? জবাবে বললাম, দু’টি বিয়ে সম্পন্ন করার মত সামর্থ আমার আছে। আব্বা বললেন, কাজটা যেহেতু তোমার একার! আর তুমি একাই অনেক দূর এগিয়ে গেছো! তাই এই প্রজেক্টে আমি নতুন করে অংশ নিবো না। তবে তোমার প্রয়োজন হলে, এই কাজের জন্য আমার কাছ থেকে করজে হাসানা নিতে পারবা! (আলহামদুলিল্লাহ)

কিন্তু ভাগ্যের নির্মম পরহাস! আব্বার কাছে বিল পাস হওয়ার মাস খানিকের মধ্যেই আব্বা এবং মারজান চাচ্চু গ্রেফতার হলেন। তার কিছুদিন পর উকিল চাচ্চু! এরপর আমাকে করা হলো বাড়ি ছাড়া! তার কিছুদিন পর জেলান্তর। তারও কিছুদিন পর বিভাগান্তর। এরপর জীবন বাঁচানোর তাগিদে প্রতিনিয়ত ছুটছি। আর এই ছুটাছুটির মাঝে বিবাহ প্রজেক্ট প্রায় বন্ধ হয়ে গেল।

কিন্তু হাল ছাড়িনি। আলহামদুলিল্লাহ। আগামী মাসে রংপুরে দুই প্রেমিক প্রেমিকাকে বিয়ে দিয়ে প্রজেক্টের কাজ নতুন উদ্যোমে শুরু হবে ইনশা আল্লাহু তায়ালা।

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349126
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


খুব ভালো একটা প্রজেক্ট!! জাযাকাল্লাহ..
প্রোপ্রাইটরী-তেই রেখে দিবেন, শেয়ার বিক্রী করবেন না??
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৬
289767
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। আপনার আগ্রহ দেখে খুশি হলাম ভাইজান। শেয়ারটা আসলেই বিক্রি করার মতো???
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪০
289769
আবু সাইফ লিখেছেন : আমার তো মনে হয় "হটকেক"এর মত বিক্রী হবে!!
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫০
289771
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : তাই নাকি! শেয়ার বাজারে ছেড়ে দিবো নাকি???
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫৯
289774
আবু সাইফ লিখেছেন : প্রজেক্ট প্রোফাইল পাব্লিশ করলে মার্কেটের অবস্থা টের পাওয়া যাবে!

তারপর অবস্থের আলোকে শেয়ার প্রাইস অফার করবেন!!

অপারেশনস ও একাউন্টস ম্যানেজমেন্ট ট্রান্সপারেন্সী নিয়ে আগে ভাবতে হবে!
০৯ নভেম্বর ২০১৫ রাত ১০:১১
289775
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আপনি কি সিরিয়াস?
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫০
289861
আবু সাইফ লিখেছেন : আমার রবকে খুশী করার মত যে কোন বিষয়ে আমি সিরিয়াস থাকতে চেষ্টা করি- ইনশাআল্লাহ

সাধটা অন্তরে জিন্দা রাখি,
সাধ্যের জন্য তাঁর কাছে ধর্ণা দেই


শুরুর চেষ্টা তো হোক, বাকিটা তাঁর..
"উফাওয়্যিদ্বু আমরী ইলাল্লাহ....
349127
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩২
জেদ্দাবাসী লিখেছেন : আল্লাহ আপনাকে এই জাঁন্নাতি প্রজেক্টে বরকত দিন। আর জালিম সরকার থেকে রক্ষা করুন। জাযাকাল্লাহ খায়ের
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৭
289768
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : শুকরিয়া ভাইজান। বারাকাল্লাহ ফিহ।
349131
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৫
মোঃজুলফিকার আলী লিখেছেন : আপনার মনের আশা যেন পূর্ণ হয় দোয়া করি। আমীন।
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫০
289772
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : শুকরিয়া। সুম্মা আমীন।
349145
০৯ নভেম্বর ২০১৫ রাত ১০:৩৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাহ, ভিন্ন রকম উদ্যোগ! আমি সাংবাদিক হলে আপনার একটা সাক্ষাতকার নিতাম
349150
০৯ নভেম্বর ২০১৫ রাত ১১:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু ভাই শুধু বিয়ে দিলেই তো হবেনা বিয়েটা টিকাতে ও হবে!
349188
১০ নভেম্বর ২০১৫ রাত ০৪:৪৩
দ্য স্লেভ লিখেছেন : অন্তর থেকে চিন্তা করার সময়ই আল্লাহ হয়ত কবুল করেছেন। আর সমস্যার কারনে করতে পারেননি সেটাও আল্লাহ দেখছেন। দোয়া রইলো। অনেক মহৎ উদ্যোগ
349217
১০ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৩
হতভাগা লিখেছেন : বিয়ে পরবর্তী খরচাপাতিও দিয়েন , সেটাই আসল । না হলে বিয়ে টিকবে না । সংসার জীবনের বাস্তবতার কষাঘাতে প্রেমের আবেগ হারিয়ে যাবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File