ওরা সরকারী দলের লোক!আমার মরা দাদাও ওদের কিছু করতে পারবে না.................

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৬ নভেম্বর, ২০১৫, ০৮:৩৪:০৮ রাত

গত বছরের ঘটনা!

আমরা তিন জন বন্ধু কলেজে আড্ডা দিচ্ছিলাম। আর কেউবা কলেজের ফ্রি ওয়াইফাই দিয়ে ইচ্ছেমত ডাউনলোড মারতেছিলাম। এমন সময় দু’জন রমনী আমাদের আড্ডা স্থলে হাজির হল। এসেই কান্না জড়িত কন্ঠে আমাদের মধ্যকার সবচেয়ে হ্যান্ডসাম বালককে বলল,ভাইয়া আমাকে একটু হেল্প করেন না প্লীজ?

.

.

সে বেশ ভাব নিয়ে বলল,কি সমস্যা?

সে বলল,দেখেন না ঐ ছেলেগুলো আমাদেরকে খুব বিরক্ত করতেছে। আমরা কলেজে আসলেই ওরা বিরক্ত করে।হ্যান্ডসাম বালক ছেলেগুলোর দিকে তাকিয়ে “লা ইলাহা ইল্লা আন্তা...”পড়ে বুকে ফুঁ দিল।সে বলল,ঠিক আছে তুমি চলে যাও আমি বিষয়টা দেখছি।

মেয়েরা চলে গেলে,হ্যান্ডসাম বালক বলল,এদেরকে তো আমার মরা দাদাও কিছু করতে পারবে না। দোস্ত,তুই কিছু একটা কর।এটা আমার মান সম্মানের প্রশ্ন। আমি বললাম এটা“আমর বিল মা’রুফ, নাহি আনিল মুনকারের (সৎ কাজের আদেশ,আর অসৎ কাজে নিষেধ) প্রশ্ন”। সে কি বুঝল আল্লাহই ভালো জানেন।

ছেলেগুলো ছিল সরকার দলীয় নেতার কর্মীবাহিনী! ওদের কে মোবাইল করে বাদ মাগরিব দেখা করতে বললাম।আম্মাকে ঘটনা খুলে বললাম এবং তাদেরকে নিয়ে আমার পরকিল্পনার কথা বললাম।আম্মা বললেন,ওদেরকে বাসায় আসতে বল।আমি ডিম পিঠা করে খাওয়াবো।আম্মার হুকুম অনুযায়ী তাদেরকে সন্ধ্যায় নাস্তার দাওয়াত করলাম।

তাদেরকে বললাম,তোমাদেরকে একটা ঘটনা বলার জন্য ডেকেছি।ঘটনাটি ছিল অনেক বছর আগের।

“একদনি এক যুবক রাসূল (সঃ) এর নিকট এসে বলল,আপনি আমাকে অনুমতি দিন,আমি জেনা করতে চাই।উপস্থিত সাহাবারা স্বাভাবিক কারনেই তাকে গালমন্দ করতে লাগল।রাসূল (সঃ) তাকে নিয়ে নির্জন একটি ঘরে গেলেন।সেই যুবককে বলল,তোমার আম্মার সঙ্গে যদি কেউ জেনা করতে চায়,তোমার বোন এর সঙ্গে যদি কেউ জেনা করতে চায়,কিংবা তোমার ফুফুর সঙ্গে যদি কেউ জেনা করতে চায়, তাহলে কি তুমি মেনে নিবা? যুবকটি বলল,আল্লাহর কসম।আমি কক্ষনো মেনে নিবো না।তারপর সেই যুবক নিজের ভুল বুঝতে পেরে তওবা করে চলে যায়”।[ঈমাম আহমদ থেকে বর্নিত]

তাহলে তোমাদের বোনকে যদি কেউ বিরক্ত করে,তোমাদের বোনকে কেউ যদি ইফটিজিং করে, তবে কি তোমরা মেনে নিবা?তখন ওরা বলল,ভাই!এর আগে আর এক বড় ভাই একই অপরাধে আমাদেরকে প্রচুর মেরেছে। কিন্তু মাইর খাওয়ার পর আমাদের জেদটা আরও বেড়ে গেছে। মাইর খাওয়ার পর আরও বেশি করে ইফটিজিং করি। এভাবে কেউ কোনদিন বুঝায় নি।কেউ তাদের বাসায় ডেকে এতো সম্মান দিয়ে পিঠা,চা খাওয়ায় নাই। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি।

আজকের পর আর করবো না।(আলহামদুলিল্লাহ)

ঘটনার মোর‌ালঃ আপনার প্রতিপক্ষ কে আঘাত করে নয়,বরঞ্জ ভালোবেসে বুঝানোর চেষ্ঠা করুন।তাদের কে দূরে ঠেলে নয়,বরঞ্জ বুকে নিয়ে ভালোবাসতে সেখান। আপনি কাউকে তির্যক মন্তব্য করে আপনার আদর্শের দিকে আকৃষ্ট করতে পারবেন না।একমাত্র সৌহাদ্যপূর্ন এবং উত্তম আচরনই তাকে আপনার আদর্শের দিকে আকৃষ্ট করতে পারে।

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348706
০৬ নভেম্বর ২০১৫ রাত ১০:০৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত
"উদ্'ঊ ইলা..
সূরা নাহলের শেষপ্রান্তের আয়াটিতে সেকথাই বলে হয়েছে

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
348713
০৬ নভেম্বর ২০১৫ রাত ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আওয়ামি লিগ এর লোকেরা অন্তর সিলমোহরকৃত!!
348971
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব ভাল লাগলো, তবে যারা চেচরা লীগ, তাদের কে ডিম পরটা কেন রসমালাই খাওয়াইলেও বলবে, শালা ভয় পাইছে !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File