আয়লান কুর্দির মৃত্যুর জন্য আমরা নিজেরাও কি দায়ী নই??

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩০:১৫ রাত



সম্প্রতি সিরীয়ার এক মজলুম শিশু, “আয়লান কুর্দি” এর লাশ নিয়ে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও আলোড়ন সৃষ্টি হয়েছে!তারই অংশ হিসেবে আমাদের ভাইয়েরা আবেগঘন পোষ্ট দিচ্ছেন!কেউবা আইলানের লাশের ছবি শেয়ার করে,কান্নাকাটি শুরু করে দিয়েছেন!

এক আয়লানের লাশ না হয় আমরা খুঁজে পেয়েছি!কিন্তু সিরিয়ায় হাজারো আয়লান নিহত হচ্ছে কিন্তু তারপরও আমাদের কোন ভ্রুক্ষেপ নেই!আমরা দোষারোপ করছি আরব নেতাদের কিংবা ওআইসিকে!কেউবা আহব্বান করছি জাতিসংঘের সাহায্যের!

কিন্তু একবারও কি ভেবে দেখেছেন,আমাদের উপরও কিন্তু দায়ভার চলে আসে!এরকম হাজারো আইলানের মৃত্যুর জন্য কাল কেয়ামতের ময়দানে আল্লাহপাক আমাদের কে আসামীর কাঠগড়ায় দাঁড় করাবেন!এর কারন তারা আমাদের ভাই!আর এঅবস্থায় বিপদ গ্রস্থ ভাইদের পাশে দাঁড়ানো ফরযে আইন(!)তাদের মুক্তির জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব হয়ে গেছে!

মুসলিম বিশ্বের এরূপ অবস্থায় আমাদের করনীয় কি,তা বিখ্যাত ফিকহবিদ এবং ইমামগন তাঁদের কিতাব গুলোতে উল্লেখ করে গেছেন!আসুন দেখে নেই,

এক: “মাজমাউল আনহার ফি সারহি মুলতাকিযুল আবহার” এর গ্রন্থকার হানাফী দৃষ্টিকোন থেকে বলেন,“জিহাদের আভিধানিক অর্থের দিকে তাকালে পাওয়া যায় নিজেদের মুখের এবং কাজকর্মের সমস্ত শক্তিকে কাজে লাগানো।কিন্তু শরীয়তের পরিভাষায়, জিহাদ বলতে বুঝায় ধর্মের দুশমনদের দমন,তাদেরকে খতম করে দেয়া!এ জিহাদ করতে হবে বিরুদ্ধ বাদীদের সাথে,মুশরিকদের সাথে এমনকি ধর্মদ্রোহীদের বিরুদ্ধেও।হুজুর (সাঃ) বলেছেন,কোন মুসলিম শহর অথবা কোন মুসলিম জনবসতি যদি কোন অমুসলিমরা দখল করে নেয়,তাহলে প্রত্যেক মুসলমানের জন্য জিহাদ করা ফরয হয়ে যাবে।এজন্য কোনো প্রকার অনুমতির প্রয়োজন নেই”।

দুই: “বাসালাতুল সালেক লি-আকরাবুল মাসালেক ফি মাজাবিল ইমাম মালিক” এর গ্রন্থকার বলেন,ইসলামের বিজয়ের জন্য প্রতিবছর জিহাদ করা ফরযে কেফায়া।ইমাম যদি হুকুম দেন অথবা মুসলিম জনবসতি দুশমনের হামলার সম্মুখীন হয়,তাহলে সে এলাকার সকল মুসলমানের উপর নামায রোজার ন্যায় জিহাদ ফরয হয়ে যায়!যদি সে এলাকার লোক দুশমনের মোকাবেলার জন্যে যথেষ্ঠ না হয়,তাহলে প্রতিবেশী মুসলমানদের জন্য জিহাদ করা ফরয হয়ে যাবে”।

তিন: “শাফী মাযহাবের অনুসারী ইমাম নববী বলেন,“নবী করীম (সাঃ) এর যুগে জিহাদ ফরযে কেফায়া ছিল।কারো কারো মতে ফরযে আইন ছিল।কিন্তু কুফফাররা যদি মুসলিম এলাকায় হামলার উদ্দেশ্যে প্রবেশ করে, সে ক্ষেত্রে তাদেরকে যে কোন উপায়ে হটিয়ে দিতে হবে।এ জন্যে যে জিহাদ হবে,তা সকলের জন্য বাধ্যতামূলক”।(মতলুল মিনহাজ)

চার: আল্লামা ইবনে হাযম জাহেরী “আল মুহাল্লা” গ্রন্থে বলেন,“জিহাদ মুসলমানের জন্য ফরয।সাধারনত পিতা মাতার অনুমতি ছাড়া সন্তানের পক্ষে জিহাদে অংশগ্রহন করা বৈধ নয়।কিন্তু কোনো ‍মুসলিম জনবসতি আক্রান্ত হলে সক্ষম সকল মুসলমানের ওপর জিহাদ ফরয,এমনকি পিতা মাতার অনুমতি না থাকলেও”।

আমাদের ভাইয়েরা আজ পশুর মতো মারা পড়তেছে,আর আমরা মসজিদের বারান্দায় গিয়ে জান্নাত খুজতে ব্যস্ত!কেইবা জান্নাতে হাজার হাজার গাছের চারা রোপন করতে ব্যস্ত!কেউবা গনতান্ত্রিক নেতাদের পৃষ্ঠদেশের মাছি তাড়িয়ে জান্নাত খুঁজছেন!অথচ হাদীসে রাসূল (সাঃ) বলেছেন,

হযরত আব্দুল্লাহ বিন আওফা থেকে (রাঃ) থেকে বর্নিত,“রাসূল (সাঃ) বলেছেন,জেনে রেখো বেহেশত তরবারির ছায়াতলে।(বুখারী মুসলিম আবু দাউদ)

আল্লাহপাক আমাদের জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হবার তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339773
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৭
অপি বাইদান লিখেছেন : আয়লান কুর্দির মৃত্যু প্রমান করে ইসলাম ধর্ম পঁচে গেছে।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৯
281118
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আয়লান কুর্দির মৃত্যু প্রমান করে ইসলাম তাঁর চির চেনা রূপে ফিরে যাবার প্রহর গুনছে!
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১২
281119
অপি বাইদান লিখেছেন : আইসিস, বোকোহারাম....... ইসলামের সেই চির চেনা রূপেই ফিরে গেছে। এখন শুরু হয়েছে আসল মজা।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৬
281869
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : হুম মজার আরও কিছু বাকী আছে!বাংলাদেশের বাইদানীদের মত কুলাঙ্গারদের জন্যও কিছু মজা আছে!
339775
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৪
অপি বাইদান লিখেছেন : সবশেষ বল্লেন- আল্লাহপাক আমাদের জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হবার তৌফিক দান করুন।

আর কত আয়লান কুর্দির লাশ ইসলামী জেহাদবাজ'দের দরকার?
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৩
281120
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : প্রকৃত জিহাদের পরিচয় এমন নয়!এরা তো সব ইসরাঈলী এজেন্ট।সো এদেরন থেকে খুব বেশি কিছু আশা করাটা বোকামো
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২২
281122
অপি বাইদান লিখেছেন : সব ইহুদী-নাসার ষড়যন্ত্র। গেলমান মুমিন মুসলিমরা একেবারেই শিশু।
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৬
281162
স্বপন২ লিখেছেন : @অপি বাইদান,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
339779
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৮
মোঃআয়নাল হক লিখেছেন : ছবিটা যতবার দেখেছি চোখে পানি এসে গিয়েছে, এর জন্য দায়ী কে ? মনে হয় পৃথিবীর প্রতিটা মানুষ এই মৃত্যুর দায়ী, কেহই এর দায় এড়াতে পারবে না। দেশে দেশে এমনিতেই মৃত্যুর মিছিল বড় হচ্ছে। কোনো কোনো মুত্যু হয়তো আমাদের মনে দাগ কাটে , আবার অন্যটি নয়। এইত কয়েকদিন আগে ৪০০ মানুষের সলিল সমাধি আমাদের ব্যথিত করেছিল কিন্তু এভাবে আবেগে আলোড়িত করেনি। এর সমস্যার একটা সমাধান হওয়া প্রয়োজন। জাতিসংঘ এব্যাপারে এগিয়ে আসতে পারে।
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪৫
281127
অপি বাইদান লিখেছেন : আল্লার মুমিনরা নিজেরাই নিজেদের সাথে কাইজ্যা, ফ্যাসাদ করবে আর ইহুদী-নাসার'র জাতিসংঘ এগিয়ে এসে তা থামাবে? এটা কি ধরনের আবদার!!
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
281871
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : বাইদানীর কাজই হল ম্যা ম্যা করা!
339819
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
281872
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ।
339845
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মুসলিমদের জন্য কোন মানবতা নেই, ধন্যবাদ আপনাকে
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৯
281874
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : মুসলিমদের কোন মানবাধিকার থাকতে নেই।শুকরিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File