এক মৃত্যু পথযাত্রী বোনের স্বীকারোক্তি..............
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ২৯ আগস্ট, ২০১৫, ১০:১৩:১০ রাত
গতবছর!আমার আব্বা তখন জেলেবন্দি!
স্বাভাবিক কারনে আব্বার ব্যবসা দেখাশুনা করবার সব দায় দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ল!প্রায়দিন বিকেল বেলা ব্যবসার কাজে, মাথায় হেলমেট চাপিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়তে হতো!ফিরতাম রাতে!তখন মনে হতো,আল্লাহর দুনিয়ার বিরক্তিকর কাজ গুলোর একটি হল,বাইক চালানো!
এরই মধ্যে একদিন,ছাত্রলীগের একনেতা আমাকে ফোন দিয়ে জরুরী দেখা করতে বললেন!ভয়ডর সবসময় একটু কমই কাজ করে!তাই খুব বেশি চিন্তা ভাবনা না করে দেখা করতে গেলাম!
উনি বললেন,ওনার বোন খুবই অসুস্থ!হাসপাতালে ভর্তি হয়ে আছে,রক্ত দিতে হবে!উনি কার কাছে যেন খবর পেয়েছেন,ওনার বোন আমার রক্তের গ্রুপ একই!
ওনাকে বললাম, ভাই আপনাদের দলের হাজার হাজার কর্মী!ওদের কারো রক্ত পেলেন না? উনি জবাবে বললেন,ভাই তুমি সব জেনেও এসব বলতেছো!ওরা তো সারাদিন বোতল আর গাজার উপরে আছে!জেনেশুনে ওদের রক্ত কি বোনের জন্য নিতে পারি, বল?
জি তাই তো!আর এ কারনেই কি মিছিল গুলোতে স্লোগান দিয়ে বলেন,“জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়”!বেচারা লজ্জায় লাল হয়ে গেলেন!
ওনাকে বললাম,জামায়াত শিবির যদি বাংলা ছাড়ে তবে এদেশের লক্ষ তরুন সমাজকে ঐ বোতল আর গাজার আসরে দেখতে হবে!সেদিন আর ফ্রেশ রক্ত সম্পন্য তরুনকে আপনি খুঁজে পাবেন না!
পরের দিন,রক্ত দিতে গেলাম!রক্ত দিতে গিয়ে ওনার বোন জামাই আমাকে অনুরোধ করলেন,আরো দুই ব্যাগ রক্ত সংগ্রহ করে দেবার জন্য!হাসপাতালে বসেই মোবাইল করে রক্ত সংগ্রহ করে দিলাম!
রক্ত দেয়া শেষ হলে ওনার বোনজামাই বললেন,তোমার আপা তোমাকে দেখতে চাচ্ছে!ওনার ক্যাবিনে গেলাম!ব্যাচারি ক্যান্স্যারে আক্রান্ত ছিলেন!ওনার চেহারার করুন অবস্থা দেখে আমি আঁতকে উঠলাম!(পরবর্তিতে পাঁচ মাস পরেই তিনি মৃত্যুবরন করেছেন)
উনি আমাকে দেখে বললেন,ভাই তোমারদের নামে যতোকিছু শুনেছি সব আজ আমার কাছে মিথ্যা প্রমানিত হলো!
যে তরুনরা! একজন অসহায় মৃত্যুপথযাত্রী রোগীকে রক্তদিতে কার্পন্য বোধ করেনা,তারা কোনদিন রগকাটা হতে পারে না!তারা দেশের শত্রু হতে পারে না।তারা সাধারন মানুষের শত্রু হতে পারে না।বিপদে যারে মোর কাছে পাই,সেই তো মোর পরম বন্ধু!
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
নিজেদের রক্তেই বিশ্বাস নাই।
মন্তব্য করতে লগইন করুন