আল্লাহপাকের অস্তিত্ব নিয়ে প্রশ্ন এবং অতঃপর.....।
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১৯ আগস্ট, ২০১৫, ০৯:৫২:৩০ রাত
ইমাম আবু হানিফা রহ. এর সময়কার একটি ঘটনা!
একদিন তৎকালীন খলিফার দরবারে উচ্চ শিক্ষিত এক নাস্তিক উপস্থিত হন।সেই নাস্তিক বলল, আল্লাহ কিংবা স্রষ্ঠা বলে কিছুই নেই! যদি প্রমান দিতে পারো, তবে আমি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নিবো!তোমাদের মধ্যে কে জ্ঞানী আছে,তাকে ডাকো।
তখন খলিফা ইমাম আবু হানিফা রহ. কে দূত মারফত সংবাদ পাঠালেন।ইমাম বললেন, আমি আগামীকাল বিকাল ৩টায় দরবারে উপস্থিত হয়ে সেই নাস্তিকের মুখোমুখি হবো ইনশা আল্লাহ।
পরের দিন,বিকাল ৫টা বাজে!নাস্তিক খুশি হয়ে গেল।কারন তখন পর্যন্ত ইমাম আবু হানিফা দরবারে উপস্থিত হন নি।নাস্তিক ভাবলেন, হয়তো ভয় পেয়ে ইমাম সাহেব আসতে দেরি করতেছেন।একটু পরেই ইমাম আবু হানিফা রহ. দরবারে উপস্থিত হলেন।
নাস্তিক তাকে প্রশ্ন করলেন,কি ব্যাপার আপনি আসতে দেরি করলেন কেন?
তখন ইমাম আবু হানিফা রহ. বললেন,দেখো আমার বাড়ি দজলা নদীর ঐপারে!দরবারে আসতে হলে আমাকে নদী পার হয়ে আসতে হবে।কিন্তু ঘাটে এসে দেখি একটি নৌকাও নেই।
অনেকক্ষন অপেক্ষা করার পর হঠাৎ দেখলাম,নদীর ভিতর থেকে একটি বড় গাছ বেরিয়ে আসলো।কি আশ্চর্য যে, গাছটি আস্তে আস্তে তক্তা হয়ে গেল।তক্তাগুলো একটি আর একটির সাথে লেগে যাচ্ছে।এরপর দেখলাম পেরেক চলে এলো।সেই পেরেক তক্তাগুলোর গায়ে লেগে গেলো।এরপর একটি নৌকা হয়ে গেল।সেই নৌকাটি এস নদীর পাড়ে আমার কাছে ভিড়ল।আমি তাতে উঠে এইখানে আসলাম।তাই আমার দেরি হয়ে গেল।
তখন নাস্তিক বলল, আরে আমিতো শুনেছিলাম আপনি মহাজ্ঞানী।এখনতো দেখছি আপনি মস্তবোকা।একটি নৌকা আপনা আপনি তৈরী হওয়া কি করে সম্ভব?এটা একে বারেই অসম্ভব।
তখন ইমাম সাহেব বললেন, আরে বোকা আমি না!বোকা তুমি।তোমার সাথে আমার আলোচনা শেষ হয়ে গেছে।তুমি যেহেতু বস্তুবাদী, তাই তোমাকে কুরআন হাদীস দিয়ে নয় বস্তু দিয়েই জবাব দিলাম।
তুমি এতাই বোকা যে, নৌকার এমনি এমনি তৈরী হওয়াকে মানতে পারো না তার জন্য একজন স্রষ্টা খুজো!
অথচ তোমার মতো এমন সুন্দর একজন মানুষ,যার নাক আছে,কান আছে,চোখ আছে এবং সবগুলো অঙ্গপ্রতঙ্গ প্রত্যেকে নিজ নিজ জায়গায় সুন্দর করে ফিট করা,এগুলো কিভাবে একজন স্রষ্ঠা ছাড়া এমনি এমনি হতে পারে তা তুমি চিন্তুা করলে না?
[কিতাবুল ঈমান]
“আর তোমাদের মধ্যে ভালোভাবে লক্ষ্য করো,আমার পরিচয় পেয়ে যাবে।এরপরও কি তোমরা অনুধাবন করেবে না?” [সূরা জারিয়াত-২১]
আল্লাহপাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন