আল্লাহপাকের অস্তিত্ব নিয়ে প্রশ্ন এবং অতঃপর.....।

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১৯ আগস্ট, ২০১৫, ০৯:৫২:৩০ রাত

ইমাম আবু হানিফা রহ. এর সময়কার একটি ঘটনা!

একদিন তৎকালীন খলিফার দরবারে উচ্চ শিক্ষিত এক নাস্তিক উপস্থিত হন।সেই নাস্তিক বলল, আল্লাহ কিংবা স্রষ্ঠা বলে কিছুই নেই! যদি প্রমান দিতে পারো, তবে আমি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নিবো!তোমাদের মধ্যে কে জ্ঞানী আছে,তাকে ডাকো।

তখন খলিফা ইমাম আবু হানিফা রহ. কে দূত মারফত সংবাদ পাঠালেন।ইমাম বললেন, আমি আগামীকাল বিকাল ৩টায় দরবারে উপস্থিত হয়ে সেই নাস্তিকের মুখোমুখি হবো ইনশা আল্লাহ।

পরের দিন,বিকাল ৫টা বাজে!নাস্তিক খুশি হয়ে গেল।কারন তখন পর্যন্ত ইমাম আবু হানিফা দরবারে উপস্থিত হন নি।নাস্তিক ভাবলেন, হয়তো ভয় পেয়ে ইমাম সাহেব আসতে দেরি করতেছেন।একটু পরেই ইমাম আবু হানিফা রহ. দরবারে উপস্থিত হলেন।

নাস্তিক তাকে প্রশ্ন করলেন,কি ব্যাপার আপনি আসতে দেরি করলেন কেন?

তখন ইমাম আবু হানিফা রহ. বললেন,দেখো আমার বাড়ি দজলা নদীর ঐপারে!দরবারে আসতে হলে আমাকে নদী পার হয়ে আসতে হবে।কিন্তু ঘাটে এসে দেখি একটি নৌকাও নেই।

অনেকক্ষন অপেক্ষা করার পর হঠাৎ দেখলাম,নদীর ভিতর থেকে একটি বড় গাছ বেরিয়ে আসলো।কি আশ্চর্য যে, গাছটি আস্তে আস্তে তক্তা হয়ে গেল।তক্তাগুলো একটি আর একটির সাথে লেগে যাচ্ছে।এরপর দেখলাম পেরেক চলে এলো।সেই পেরেক তক্তাগুলোর গায়ে লেগে গেলো।এরপর একটি নৌকা হয়ে গেল।সেই নৌকাটি এস নদীর পাড়ে আমার কাছে ভিড়ল।আমি তাতে উঠে এইখানে আসলাম।তাই আমার দেরি হয়ে গেল।

তখন নাস্তিক বলল, আরে আমিতো শুনেছিলাম আপনি মহাজ্ঞানী।এখনতো দেখছি আপনি মস্তবোকা।একটি নৌকা আপনা আপনি তৈরী হওয়া কি করে সম্ভব?এটা একে বারেই অসম্ভব।

তখন ইমাম সাহেব বললেন, আরে বোকা আমি না!বোকা তুমি।তোমার সাথে আমার আলোচনা শেষ হয়ে গেছে।তুমি যেহেতু বস্তুবাদী, তাই তোমাকে কুরআন হাদীস দিয়ে নয় বস্তু দিয়েই জবাব দিলাম।

তুমি এতাই বোকা যে, নৌকার এমনি এমনি তৈরী হওয়াকে মানতে পারো না তার জন্য একজন স্রষ্টা খুজো!

অথচ তোমার মতো এমন সুন্দর একজন মানুষ,যার নাক আছে,কান আছে,চোখ আছে এবং সবগুলো অঙ্গপ্রতঙ্গ প্রত্যেকে নিজ নিজ জায়গায় সুন্দর করে ফিট করা,এগুলো কিভাবে একজন স্রষ্ঠা ছাড়া এমনি এমনি হতে পারে তা তুমি চিন্তুা করলে না?

[কিতাবুল ঈমান]

“আর তোমাদের মধ্যে ভালোভাবে লক্ষ্য করো,আমার পরিচয় পেয়ে যাবে।এরপরও কি তোমরা অনুধাবন করেবে না?” [সূরা জারিয়াত-২১]

আল্লাহপাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন।

বিষয়: বিবিধ

১২১১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336980
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:১৩
নারী লিখেছেন : ইমামের উত্তর চমৎকার
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:৫৩
278680
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : সত্যিই অসাধারন উত্তর দিযেছেন
336991
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:৫২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:৫৫
278681
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ওযালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।বারাকাল্লাহ ফিহ।
337005
২০ আগস্ট ২০১৫ রাত ১২:০৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। আল্লাহর অস্তিত্ব প্রমানের আরও বুদ্ধিবৃত্তিক উপায় আছে। সেভাবে অনেক নাস্তিকও আস্তিক হয়েছে
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:১৯
278867
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : বারাকাল্লাহ ফীহ।জি অবশ্যিই আছে।
337008
২০ আগস্ট ২০১৫ রাত ১২:৫২
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:১৯
278868
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : শুকরান।
337016
২০ আগস্ট ২০১৫ রাত ০১:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর লিখেছেন, মাশাহ আল্লাহ। ধন্যবাদ।
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:১৯
278869
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।জাজাকাল্লাহ।
337038
২০ আগস্ট ২০১৫ সকাল ০৫:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:১৯
278870
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : শুকরান।
337042
২০ আগস্ট ২০১৫ সকাল ০৬:০৫
নাবিক লিখেছেন : দারুণ জবাব
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:২৭
278871
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : শুকরান।
337094
২০ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৩
হতভাগা লিখেছেন : যদিও গল্পটি আগে শুনেছি তবুও ভালই লাগলো
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:২৮
278872
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : শুকরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File