“দুনিয়াতে মুসলিম আজ পোষা জানোয়ার”

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৭ আগস্ট, ২০১৫, ১০:২১:৪৭ রাত

আমাদের পাশের ফ্ল্যাটে বিয়ে হচ্ছে!গতকাল ছিল সেই বিয়ের গায়ে হলুদ!সন্ধ্যা থেকে চলছে ডিজে পার্টি !মাত্রাতিরিক্ত ভলিউমে কান মাথা সব ঝালাপালা!

রাতে, গায়ে হলুদ শুরু হবার পর বরকে এক নজর দেখার জন্য বারান্দায় দাড়ালাম!গায়ে হলুদের আয়োজন দেখে মনে হচ্ছিল কোন হিন্দুর বিয়ে!এক ভাইকে জিজ্ঞেস করে নিশ্চিত হলাম এটা আমারই এক স্বজাতির বিয়ে!মানে তথাকথিক(আগাল কাটা এবং গরু খাওয়া)মুসলমানের বিয়ে!

হলুদ শেষ হলে মাঝ রাতে শুরু হল সেলিব্রেশন পার্টি!ভাড়াটে নর্তকি দিয়ে মধ্যরাত পর্যন্ত চলল গায়ে হলুদের আনন্দ উল্লাস!তাদের গানের তিব্র আওয়াজে আমাদের মত নিরীহ পাবলিকের রাতের ঘুম হারাম!তারপরও কানে বালিশ চাপা দিযে ঘুমানোর ব্যর্থ চেষ্ঠা করলাম!অবশেষে রাত আড়াইটায় ইবলিশ শয়তান তাদের ক্ষ্যান্ত দিল!

আজকে বিকালে আসরের নামাযের জন্য নিচে নামতেছি!দেখি নিচতলার ফ্ল্যাটের দরজা খুলে ভুল ভলিউমে কলকাতার গান বাজাচ্ছে!ভিতরের সাজগোজ দেখে বুঝলাম জন্মদিনের পার্টি চলতেছে।এনারাও আবার তথাথিত মুসলমান!

গানের আওয়াজ এতাটাই তিব্র ছিল যে,সিড়ি পর্যন্ত কাঁপতেছিল!অথচ সেই সময় বাসার খুব কাছের মসজিদে আসরের নামায চলতেছিল!

আজকের সমাজের কর্মকান্ড দেখলে বুঝার উপায় নাই কে মুসলিম আর কে বিধর্মী!সব যেন মিলে মিশে একাকার হয়ে গেছে!অনেকে এটাকে আধুনিকতার দাবী এবং পাশ্চাত্য শিক্ষার সফলতা ফলে দাবি করেন!

কিন্তু যে আধুনিকতা আমাকে আমার মৌলিকতাকে ভুলন্ডিত করে দেয়, যে পাশ্চাত্য শিক্ষা আমাকে অশ্লীলতা ও বেহায়পনার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় সেই আধুনিকতা এবং শিক্ষার মুখে আমি লাথি মারি!এমন আধুনিকতা আমাদেরকে জাহান্নামের সর্ব

নিম্ন পর্যায়ে নিয়ে যেতে যথেষ্ঠ!মুসলিমদের আধুনিকতার নামে পাশ্চাত্যের গোলামী করা দেখে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বড় আক্ষেপ করে বলেছেন,

“আনোয়ার আনোয়ার

সব যদি সুমসাম

তুমি কেন কাঁদ আর?

দুনিয়াতে মুসলিম আজ

পোষা জানোয়ার”

আল্লাহপাক আমাদেরকে এইসব ফেতনা থেকে হেফাজত করুন।

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334381
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:৩৬
অপি বাইদান লিখেছেন : সবাই পোষা, আপনি কেবল জংলী জানোয়ার।
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:৪৩
276468
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : হুম জানোযারীর আরো কিছু এখনো বাকী আছে কিন্তু!অপেক্ষা করো তোমারও সময় আসতেছে!তোমার সরিষার ভিতরেই ভূত লুকিয়ে আছে!“
334386
০৭ আগস্ট ২০১৫ রাত ১১:১২
নাবিক লিখেছেন : আফসোসের বিষয় হলো বাড়ীর মুরুব্বিরাও এসব ব্যাপারে পুলাপানকে সার্পোট দিচ্ছে। মুরুব্বিরা বাঁধাতো দেইনা, উল্টা কেউ যদি অভিযোগ করে তাহলে বলে বিয়েতে পুলাপান একরম একটু মজা করবেই।
১০ আগস্ট ২০১৫ রাত ১০:৪১
276982
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : অভিভাবক যদি গাফেল হয় তবে তার অধীনস্তদের অধঃপতন তো হবেই!
334412
০৮ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৪
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
দুঃখ প্রকাশ আর সাথে আল্লাহর কাছে হেদায়েতের আর্জি করা ছাড়া মানুষ হিসাবে আদৌ কি আমরা আর কিছু করতে পারি?

ব্যাক্তিগতভাবে আপনার মানুষিক প্রশান্তির জন্য আমি নিচের হাদীসটি শেয়ার করতে চাই -

বোখারী - Volume 9, Book 88, Number 202:
Narrated Abu Huraira:
Allah's Apostle said, "There will be afflictions (in the near future) during which a sitting person will be better than a standing one, and the standing one will be better than the walking one, and the walking one will be better than the running one, and whoever will expose himself to these afflictions, they will destroy him. So whoever can find a place of protection or refuge from them, should take shelter in it."
১০ আগস্ট ২০১৫ রাত ১০:৪৫
276983
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। জাজাকাল্লাহ
334422
০৮ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কঠোর প্রতিরোধ ছাড়া এই সমস্যা থেকে মুক্ত হওয়া যাবেনা।
১০ আগস্ট ২০১৫ রাত ১০:৪৬
276984
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : প্রতিরোধ দিয়ে কি সবকিছু সম্ভব হয়??অনুধাবন যদি না হয় তবে কোন শক্তি দিয়ে শয়তানকে প্রতিরোধ করবেন??
334475
০৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কঠোর শাসন করে কিশোর-তরুণদের ফেরানো যাবেনা!

চাই ব্যাপক বিস্তৃত মোটিভেশন!

কিন্তু বর্তমান সরকারের প্রবল প্রতিবন্ধকতায় তা হতে পারছেনা!

বরং সরকার নৈতিকতার উল্টোস্রোতকেই প্রমোট করছে!
১০ আগস্ট ২০১৫ রাত ১০:৪৮
276985
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।পরিবারের কাছ থেকে ধর্মীয় অনুশাস মেনে চলবার প্রশিক্ষন এবং শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে প্রধান্য দেয়া প্রয়োজন।তা না হলে এই অবস্থা অব্যাহত থাকবে।
১০ আগস্ট ২০১৫ রাত ১১:০০
276990
আবু সাইফ লিখেছেন : সমস্যা হলো, পরিবারের শিক্ষকরাই অধোপতনের স্রোতে ভেসে যাচ্ছেন, তাই বাইরের মোটিভেশন এখন বেশী গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File