আল্লাহপাক আমার মৃত্যু দেয় না কেন??
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৫ আগস্ট, ২০১৫, ১০:২২:৪৭ রাত
অনেকদিন আগের ঘটনা!তখন আমি হাইস্কুলে পড়ি!
হঠাৎ রাত প্রায় ১ টার সময় আব্বার মোবাইলে একটি কল আসল!আব্বার চাচাতো বোনের স্বামী খুব অসুস্থ!তাকে মিঠাপুকুর হাসপাতালে আনা হয়েছে!আব্বা আর আমি হাসপাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম!হাসপাতালে গিয়ে দেখি হুলস্থুল কান্ড!বেচারা পেট ব্যথার তিব্র যন্ত্রনায় চিৎকার করতে করতে হাসপাতাল কাঁপিয়ে তুলেছে!
ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হল!যাবার সময় এ্যাম্বুলেন্সে শুয়ে বলতেছেন,আল্লাহ আর তো সহ্য হয় না!আমার মরন দেন!
আব্বা তাকে অনেকটা ধমকের সহিত বললেন,বাজে কথা বলবা না!আল্লাহর কাছে মরন চাইতে পারতেছো,সাহায্য চাইতে পারো না কেন? ধৈর্য ধর!
ইমাম ইবনে তাইয়্যেমা (রহঃ) থেকে বর্নিত একটি ঘটনা মনে পড়ে গেল!
একদিন এক হাবসী (নিগ্র) মহিলা সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন!তিনি বললেন ইয়া আল্লাহর রাসূল!আমি মৃগী রোগে আক্রান্ত!যার কারনে মাঝে মাঝে আমি সাধারন মানুষের সামনেও রোগাক্রান্ত হয়ে পড়ি!তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি!আর এ সময় আমার কাপড় ঠিক জায়গায় থাকে না!আমি এই রোগটি নিয়ে দারুন পেরেসানির ভিতরে আছি!তাই আপনি আমার জন্য দোয়া করুন!যেন আল্লাহপাক আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন!
রাসূল (সাঃ) মুচকি হেসে বললেন,আমি দোয়া করলে হয়তো তুমি রোগ থেকে মুক্তি পাবে।কিন্তু ধৈর্য ধারন করলে,তোমার জান্নাতের সুপারিশ সরাসরি আমি করবো।আর তুমি যদি তারপরও রোগ মুক্তির আশায় দোয়া করতে বল,তবে তোমার জান্নাতের ঠিকানা তোঁমাকে নিজেকেই খুজে নিতে হবে।তখন ঐ মহিলা সাহাবী বললেন,তাহলে আমি ধৈর্য ধারন করবো!
এ ঘটনার কিছুদিন পর ঐ মহিলা সাহাবী ইন্তেকাল করেন!তাঁর ইন্তেকালের পর আল্লাহর রাসূল অন্যান্য সাহাবাযে কেরামকে বললেন,আল্লাহ তাঁর ধৈর্যে এতো বেশি খুশি হয়েছেন যে তাঁর রুহ কে ফেরেশতারা জান্নাতে নিয়ে যেতে রীতিমত প্রতিযোগিতা শুরু করে দিয়েছে!(সুবহান আল্লাহ)
আমাদের আশে পাশে অনেক মুমিন মুমিনা অসুস্থ অবস্থায় রযেছেন।আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহপাক যেন তাঁদেরকে ধৈর্য ধরবার তৌফিক দান করেন এবং সেই সাথে দ্রুত সুস্থতা দান করেন।আল্লাহুম্মা আমীন।
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর শিক্ষনিয় লিখাটির জন্য অনেক ধন্যবাদ। মৃত্যু কামনা করা নাজাযেজ।
মন্তব্য করতে লগইন করুন