আজকের মুসলমান আর সেই দিনের মুসলাম!যেন আকাশ জমিন পার্থক্য..........
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৩ আগস্ট, ২০১৫, ১০:৩৫:২৫ রাত
প্রায় দুই বছর আগের ঘটনা!হঠাৎ করে স্মার্ট ফোন কেনার ভূত মাথায় চেপে বসল!মোবাইল সম্পর্কে আমার ধারনা নিতান্তই কম।তাই আমার এক স্মার্ট ফোন বিসারদ বন্ধুকে নিয়ে রংপুর শহরে গেলাম।
বাস টার্মিনালে নেমে আমরা রিক্সায় উঠলাম!উদ্দেশ্য জেলা পরিষদ সুপার মার্কেট!
রিক্সা শহরে ঢোকার পর,বন্ধুটি বলল এই স্কুলটা চেন? আমার উত্তর ছিল,না!ও বলল,এই স্কুলের তিনটা মেয়ের সঙ্গে আমার রিলেশন ছিল!মজার ব্যাপার হল তারা তিন জনই একই ক্লাসের।ফেসবুকে প্রেম করতাম তো,তাই সহজে বুঝতে পারতো না।কিন্তু একদিন ধরা পড়ে গেলাম!তিনটা প্রেমেই এক সঙ্গে ব্রেকআপ!ছেলের ট্যালেন্ট দেখে আমি হতবাক!
তারপর পুলিশ লাইন স্কুলের সামনে এসে বলল,এখানকার বেশ কয়েকজনের সঙ্গেও আমার রিলেশন ছিল!এখন ব্রেকআপ!
গর্ভমেন্ট র্গালস স্কুলের সামনে এসে বলল, এ স্কলে একই সাথে তিন বোন পড়ে!আর মজার বিষয় তাদের তিনজনের সঙ্গেই আমার চ্যাটিং হতো।
আমি কি বলল বুঝতে পারতেছিলাম না!তাকে বললাম,ভাই এবার তোমার প্রেমের ফিরিস্তীটা একটু বন্ধ কর!সে সুপার মার্কেট যাওয়া পর্যন্ত ক্ষ্যান্ত দিল!
সুপার মার্কেটে গিয়ে আমাদের আর এক বন্ধুর সঙ্গে অনাকাঙ্খিত ভাবে দেখা হয়ে গেল!দেখা হওয়া মাত্রই সে বলল, ঐ তুই নাকি অমুক মেয়েটাকে ব্লক দিছিস!খুব নাকি বাজে ব্যবহার করছিস!গতকাল ও আমাকে সব বলছে!
কিছুটা বিরক্তি নিয়ে বললাম,চল!যে কাজে আসছি আগে সেই কাজ সম্পন্ন করি!
মোবাইল কেনা শেষ করে হঠাৎ বন্ধুটিকে বললাম,তুমি যদি এখন ফেসবুকে চেক ইন দাও যে তুমি সুপার মার্কেটে!আমার আশংঙ্কা হয়!তোমার এক্স গার্ল ফ্রেন্ডরা ঝাড়ু মিছিল নিয়ে তোমাকে ধোলাই দিতে আসবে!
এগুলো আমাদের জন্য মোটেও সুখের সংবাদ নয়!মাত্র ১৭ বছর বয়সে ভারতের সিন্ধু জয় করেছিলেন মুসলিম যুবক মহাম্মাদ বিন কাসেম।তাঁর পরিকল্পনায় ছিল মুসলিম বিশ্ব সম্প্রসারন।
আর সেই মুসলিম জাতির আজকের যুবকরা পরিকল্পনা করে,আজ রাতে কোন মেয়ের সঙ্গে চ্যাট করবো!আজ কোন মেয়েকে মায়ার জালে ফেলে সেল ছোন নাম্বারটা নিবো!আজ কোন মেয়েকে দিলের দাওয়াত দিবো!
মুসলিম জাতির এই করুন অবস্থা দেখে কবি আল্লামা ইকবাল বলেছিলেন,
“শোন এক জাতির ইতিহাস
প্রথমে তার ঢাল তলোয়ার
শেষে কবলা সেতার”।
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ,
জাযাকাল্লাহ
ঠিক, সময় পাল্টে গেছে। এখন ১৭ বছর বয়সী পুচকা নাস্তিকের ভয়ে স্বয়ং আল্লাও পালাবার পথ পায় না।
৬ই মে রাতে মতিঝিল শাপলা চত্তরে নাফরমান পুলিশের গুতা খেয়ে ১৫ মিনিটেই ৩০ হাজার আল্লাবাজ মুমিন শহীদ হলেন। সকালের সূর্য উঠার আগে কাফন-জানাজা ছাড়াই পৌরসভার ময়লার গাড়ীতে সব গায়েব হয়ে গেল। এরপর আল্লার শক্তিমত্তা নিয়ে কথা থাকে না।
আর মুষ্টিমেয় ইহুদীর ক্যাঁচকা মার খেয়ে মক্কা-মদীনা সহ তামাম মধ্যপ্রাচ্যে আল্লার মুমিনদের হাগুদশার কথা নাই বল্লাম।
ধন্যবাদ।
কেউ না কেউ পর্দার আড়াল হতে - মুসলমানের হাত হতে ঢাল তলোয়ার ছিনিয়ে নিয়ে - তবলা সেতার ধরিয়ে দিয়েছে।
মুসলিমরা যতক্ষন না পর্দার আড়ালের ঐ বায়বীয় স্বত্তাটিকে চিহ্নিত করতে না পারবে - ততক্ষন পয্যন্ত প্রতারিত হতেই থাকবে।
আজকে তারা মোবাইল ও প্রেম এ মজে আছে কালকে হয়তো তারা সমকামীতা ও ছাগলপূজায় মজে থাকবে - ঠিক যেমনটা আজকের পশ্চিমা সমাজ মজে আছে।
ধন্যবাদ লিখাটি শেয়ার করার জন্য।
প্রথমে তার ঢাল তলোয়ার
শেষে তবলা (কবলা নয় সম্ভবত) সেতার।
সুন্দর ভাব প্রকাশ পেয়েছে ছোট্ট লেখাটায়।
মন্তব্য করতে লগইন করুন