আজ মুসলিমদের কিসের ঈদ?কিসের এত্তো খুশি, আনন্দ,তামাশা???

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ২০ জুলাই, ২০১৫, ০৯:২০:০৫ রাত

বেশ কিছুদিন আগে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামায পড়লাম।নামায শেষে বারান্দায় দাড়িয়ে টাইলসে মোড়ানো জাতীয় কবির কবর দেখতেছি।যাকে কোনদিন স্বচক্ষে দেখিনি, তাঁর জন্য কেন জানি দুচোখ দিয়ে পানি ঝরতে লাগল!

সম্প্রতি দেশের সবগুলো টিভি চ্যানেল এবং রেডিও ষ্টেশনগুলোতে জাতীয় কবির একটি গান, একজোগে বেজে ওঠে!

“রমজানের ঐ রোজার শেষে

এলো খুশির ঈদ”।

এ গানটিতে হয়তো সুশীল সমাজ সাম্প্রদায়িকতার গন্ধ খুজে পাননি!যার কারনে, সকলেই এ গান গুন গুন করে গান এবং মাথা দুলিয়ে দুলিয়ে শ্রবন করেন।কিন্তু গোটা মুসলিম বিশ্বের কথা চিন্তা করে কবি যখন লিখলেন,

“যতোদিন না কায়েম হবে

খোদার ধরায় তাঁরই দ্বীন

কিসের আবার ঈদের খুশি

এই আনন্দ অর্থহীন”।

কবি একথা বলে গেছেন,তা নাস্তিক সুশীলরা উপলবদ্ধী করতে পারলেও আমি এতোদিন হয়তো সঠিক ভাবে উপলবদ্ধী করতে পারিনি!যার কারনে তারা এ কবিতাকে ভুলেও প্রচার করতে দেন না।আমি বুঝিনি কারন আমি ভুক্তভোগী ছিলাম না।কিন্তু সময়ের ব্যবধানে আজ আমিও ভুক্তভোগী!

তখন মনে পড়ে যায় শহীদ আনওয়ার আল আওলাকী (হাঃফি)র সেই অমর উপদেশ বানীটি, “পৃথিবীর যে প্রান্তেই হোক যখন তুমি দেখবে-তোমার ভাইদেরকে অপমানিত করা হচ্ছে,গ্রেফতার করা হচ্ছে, শহীদ করা হচ্ছে কিন্তু তুমি এর বিপরীতে কিছুই করছো না।হুঁশিয়ার!মনে রেখো,কাফিরদের পরবর্তি টার্গেট কিন্তু তুমি”।

সম্মানিত মুসলিম ভাইবোনেরা, আপনারা যে মূহুর্তে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত!ঠিক সে মুহূর্তে মিশরের ছয়টি মুসলিম পরিবার তাদের স্বজন হারানোর বেদনায় কাতর!ঈদের দিন মিশরে মুসলিম ব্রাদারহুডের মিছিলে গুলি চালিয়ে ছয়জন ভাইকে শহীদ করে দিয়েছে, ইসরাঈলের এজেন্ড জোনারেল সিসির অনুগত সেনাবাহিনী!

চীনের উইংগুর প্রদেশে মুসলিমদের উপর নিষেধাজ্ঞা চলছে!সেখানে ১৪৪ ধারা উপেক্ষা করে গুলির মুখে নামায পড়তে হচ্ছে মজলুম মুসলিম গোষ্ঠীকে!

আমরা যখন পরিবার পরিজনের সঙ্গে হাসি ঠাট্রা আর মশকরায় ব্যস্তা!তখন ফিলিস্তিনে হামাস নেতার গাড়িতে বোমা হামলা চালিয়েছে কুফফার ইসরাঈলী বাহিনী!তাঁদের মধ্যে দুজনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করা হয়েছে!

আজকে আমরা যখন পরিবারের সাথে পোলাও কোরমা খাওয়া নিয়ে ব্যস্তা!তখন বাংলাদেশের অগনিত ইসলামী আন্দোলনের পরিবার খাবার তৈরী করে বসে আছে প্রিয়জনের অপেক্ষায়!কিন্তু তিনি বাসায় ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়!

কতো মা আজ গোস্ত রুটি বানিয়ে অপেক্ষা করছেন প্রিয় সন্তানের জন্য!কতো সন্তান তাঁর মাকে প্রশ্ন করে, আব্বু কবে আসবে?কিন্তু মা নিজেই জানে না তাঁর স্বামী আদৌ বেঁচে আছেন কিনা!হয়তো কোন বধূ তাঁর স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন,কিন্তু স্বামী ফিরবে কি না, জানেন না!

তাইতো কবি বলেছেন,

“খালেদ খালেদ ফজর হল যে,

আজান দিতেছে কৌম।

ঐ শোন শোন

আসসালাতু খায়রু মিনান্নৌম।

যত সে জালিম

রাজা বাদশাহর মাটিতে করেছ গুম।

তাহাদেরি সেই খাকেতে খালিদ

করিয়া তয়ম্মুম।

বাহিরিয়া এস, হে রন ইমাম

জমায়েত আজ ভারি।

আরব ইরান তুর্ক কাবুল

দাড়াঁয়েছে সারি সারি।

আব জম জম উথলি উঠেছে

তোমার ওজুর তরে

সারা ইসলাম বিনা ইমামেতে

আজিকে নামায পড়ে”।

প্রিয় মুসলিম ভাইবোনেরা, আজ আপনি ঈদের আনন্দ করা নিয়ে ব্যস্ত।কিন্তু ভুলে যাবেন না কুফফারদের পরবর্তি টার্গেট কিন্তু আপনি।তাই সময় থাকতে প্রস্তুতি গ্রহন করুন।চলে আসুন এক ইমামের জামায়াতে।সেদিন কুফফাররা দেখবে না,কে তাবলগীগ,কে চরমোনাই,কে হেফাজত আর কে জামায়াত শিবির!সেদিন কেউই ছাড় পাবে না। তারা প্রত্যেক মুসলিমকে হত্যা করবে।

তাইতো আমি গাইনা ,রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ!আমি গাইব এগান সেইদিন যেদিন ,আমার মনের মাঝের সু্প্ত বাসনা বাস্তবায়িত হবে।যে দিন প্রতিটি মুসলিম ভূখন্ড হবে জালিম মুক্ত।

হায় আল্লাহ!দাও মোদের হযরত ওমরের সেই ক্ষিপ্রতা।হযরত হামযার বীরত্ব গাঁধা সাহস! দাও সালাউদ্দিন আউয়ুবী এবং নূর উদ্দিন জঙ্গির মতো সিপাহসালার।

বিষয়: বিবিধ

১৭৬৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330873
২০ জুলাই ২০১৫ রাত ১০:১৫
অপি বাইদান লিখেছেন : ৭৩ ফ্যাকরা, বিভক্তি, বৈরিতার ইসলাম ধর্মে খুনাখুনির জন্য কাফের অমুসলিম ইহুদী নাসারার দরকার নেই। এর জন্য আল্লার মুমিনরাই যথেষ্ট। বরাবরের মত এবারো ঈদের নামাজে মুমিনের জেহাদী বোমায় নাইজেরিয়া, ইরাক, ইয়েমেন, তিউনিশিয়ায় কমপক্ষে ২০০ মুমিন কতল হয়েছে। তো, দুঃখ করে কি হবে। বরংচ নিজের চেহাড়া আয়না দিয়ে দেখেন।
২০ জুলাই ২০১৫ রাত ১০:২৪
273085
অপি বাইদান লিখেছেন : মুমিনের অভ্যন্তরিন খুন খারাপি এবং রক্তক্ষয় নতুন কিছু না। ইসলামের ঊষা লগ্নে ৪ খলিফার ৩ জনই প্রতিদ্বন্দি মুমিনদের ছুরিকাঘাতে অক্কা পেয়েছে। আলী-আয়শা, আলী-মুয়াবিয়া, কারবালা হত্যা যজ্ঞ সবই মুসলমানদের কাইজ্যা ফ্যাসাদের করুন পরিনীতি।
২১ জুলাই ২০১৫ রাত ০২:০৪
273104
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমেরিকার] ৪১তম প্রেসিডেন্ট বুশের ছেলে এবং ৪৩ তম প্রিসিডেন্ট জর্জ বুশের ভাই আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হবার জন্য মাঠে নেমেছেন। এ প্রেক্ষাপটে এই কিছুদিন আগে মাত্র ১৯ বছরের একটি মেয়ে প্রেসিডেন্ট প্রার্থী বুশকে প্রশ্ন করেছিলেন যে, আইসিস তো তোমার ভাই সৃষ্টি করেছে। বলা বাহুল্য, ছোট্র একটা মেয়ের এই সাহসী আক্রমনে মিঃ বুশ থতমত খেয়ে গিয়েছিেলেন।
২১ জুলাই ২০১৫ সকাল ০৭:১৯
273120
মনসুর আহামেদ লিখেছেন : @অপি বাইদালিটুয়ারা
অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
অপি বাইদানলিটুয়ারা
অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
২১ জুলাই ২০১৫ দুপুর ১২:২৯
273161
বার্তা কেন্দ্র লিখেছেন : ইসলামের কোন খলিফাকে মুসলমানরা করে হত্যা করে নাই। ইহুদীর এজেন্টরা করেছে। বোকো হারাম, তালেবান, আইসিস-তোদের মত নাস্তিক-মুনাফিক এবং ইহুদী কুকুররা করেছে.
অপি ভাইধান-একট কম চুলকান

২৩ জুলাই ২০১৫ সকাল ০৮:৫৫
273469
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : @বাইদান বাংলা একাডেমী কি আল্লাহ বানানের নতুন নিয়ম করেছেন??নাকি আপনি আজও বাংলা বানান সঠিক ভাবে শিখতে পারেন নি?? যদি বানান না জানেন, তবে নীল ক্ষেতে বাংলা প্রমিথ বানান শেখার অনেক বই পাওয়া যায়!একটা কিনে নিবেন!
২৩ জুলাই ২০১৫ সকাল ০৮:৫৫
273470
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : @বাইদান বাংলা একাডেমী কি আল্লাহ বানানের নতুন নিয়ম করেছেন??নাকি আপনি আজও বাংলা বানান সঠিক ভাবে শিখতে পারেন নি?? যদি বানান না জানেন, তবে নীল ক্ষেতে বাংলা প্রমিথ বানান শেখার অনেক বই পাওয়া যায়!একটা কিনে নিবেন!
২৩ জুলাই ২০১৫ সকাল ০৮:৫৮
273471
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : @বাইদান আইসিস কিংবা আইএস কে, তা নিশ্চই এতাদিনে পরীষ্কার হয়ে গেছে!তারা যে আপনার মতোই একটি কুফরি শক্তির এজেন্ট তা আর বুঝতে কারো বাকি নেই!সো তারা মুসলিম নয়!‍আর মুসলিম কোন খলিফাকে মুসলিমরা হত্যা করেনি।
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৩৬
273478
অপি বাইদান লিখেছেন : আলী-আয়শা কাইজ্যা ফ্যাসাদ করেছে, মুসলমানের রক্ত ঝড়েছে। আলী-মুয়াবিয়া ক্ষমতার মোহে যুদ্ধ করেছে অকাতরে মুসলিম নিহত হয়েছে। ওরাও তা হলে মুসলিম ছোল না। আল্যার মুমিনরা মানুষ হবে কবে।
330889
২১ জুলাই ২০১৫ রাত ০১:১০
শেখের পোলা লিখেছেন : সারা ইসলাম বিনা ইমামেতে

আজিকে নামায পড়ে”।

বাস্তবিকই মুসলীমরা আজ ইমাম ছাড়াই নামাজ পড়ে৷ধন্যবাদ৷
২১ জুলাই ২০১৫ সকাল ১১:১৭
273138
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : যার কারনে সারা মুসলিম বিশ্ব আজ অভিভাবক হারা!
330895
২১ জুলাই ২০১৫ রাত ০১:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি বিশ্ব মুসলিমদের একতার কথা ইঙ্গিত করেছেন যা খুবই প্রয়োজন। কিন্তু বাস্তবতা ভিন্ন ভাবে প্রবাহিত হচ্ছে দেশে দেশে ক্ষমতার লোভে.....।

বর্তমানে মুসলিম নামদারী শাসক গুস্টি ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম হিসেবে আখ্যায়িত করাকে হ্যাঁ হ্যাঁ করেই চলছে। যা কাফেরেরা আখ্যায়িত করেছে সুকৌশলে।

মুসলিমদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করেছে নিজের নিয়ন্ত্রিত মিড়িয়া ব্যবহার করে। এ ক্ষেত্রে কিছু কুলাঙ্গারকে ব্যবহার করছে।

আমরা পিছিয়ে আছি। আমাদের সজাগ থাকতে হবে।
২১ জুলাই ২০১৫ সকাল ১১:১৬
273136
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আমি বিশ্বাস করি, একদিন সবাই ক্ষমতার লোভ কে তুচছ করে এক ঈমামের ইমামতিতে শরিক হবে।
২১ জুলাই ২০১৫ সকাল ১১:৩৩
273149
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশা আল্লাহ, আপনার ভাবনাটি যেন আল্লাহ বাস্তব রূপ দেন।
২৩ জুলাই ২০১৫ সকাল ০৮:৪৬
273468
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : সুম্মা আমীন
330896
২১ জুলাই ২০১৫ রাত ০২:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঈমান জাগানিয়া পোস্ট। অনেক ধন্যবাদ।
২১ জুলাই ২০১৫ সকাল ১১:১৫
273134
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File