প্রয়োজন উপলবদ্ধির.......

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ২৬ জুন, ২০১৫, ০৩:৩২:৫৩ দুপুর

ক্লাস সিক্সে পড়ে সাবিহা!কিন্তু সে স্কুলের প্রতি তেমন আগ্রহী নয়।সাবিহার আম্মু এর কারন জানতে চাইলে ,সে বলে আমি বীজগনিতের কিছু বুঝি না!কিছু পারি না! যার কারনে স্কুলে যেতে ভালো লাগে না!

তখন সাবিহার আম্মু প্রাইভেট টিউটর রেখে ওর বীজগনিত শেখার ব্যবস্থা করেন!এখন সাবিহা নিয়মিত স্কুলে যায়!স্কুলের প্রতি তার আলাদা একটি ভালোবাসা তৈরী হয়ে গেছে!

সাবিহার মতো আজকের বেশির ভাগ মুসলমানদের অবস্থা!কুরআনে কি বলা আছে,সে বুঝতে পারে না! যার কারনে তাদের কুরআন পড়ার প্রতি তেমন আগ্রহ দেখা যায় না!কুরআন না বুঝার কারনে নামাযের প্রতিও মানুষ আগ্রহীন হয়ে পড়ছে।আগ্রহ কমতে কমতে শুক্রবার ছাড়া মসজিদে মুসল্লি খুজে পাওয়া যায় না!মাস পেরিয়ে যায় তবুও একটা দিন কুরআন খুলে দেখা হয় না!

কুরআন না বুঝার কারনে, আমরা নামাযে কি বলছি তা জানি না!আমরা প্রতিদিন নামাযে সূরা ফাতিহায় পড়ি, ইয়াকানাআবুদু ওয়া ইয়াকানাআস্তাইন!যার বাংলা তরজমা করলে পাওয়া যায় , “আমরা তোমার-ই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই”। নামাযে এ কথা বললেও দিন শেষে আমরা সাহায্য চাচ্ছি খাজা বাবা, ন্যাংটা বাবা,মাটি বাবা, হাগা বাবা আরো কতো বাবার কাছে!

সন্তান হচ্ছে না, স্বামী স্ত্রী ফরিদপুর গেছেন খাজা বাবার মাজারে!তিনি নাকি তাদের সন্তান দিবেন!খাজা বাবার দরবারে যদি সাহায্য চাইতে যাবেন, তবে আল্লাহর সামনে দাড়িয়ে মিথ্যে কেন বলেন?

প্রিয় ভাই, আসুন কুরআন বুঝার চেষ্ঠা করি!কুরআন বুঝে পড়ার চেষ্ঠা করি।আমরা নামাযে দাড়িযে যা পড়তেছি,তা বুঝে পড়ার চেষ্ঠা করি!কারন আল্লাহ বলেছেন, তোমরা যখন নামাযে দাড়াও তখন তিনি (আল্লাহ) তোমাকে দেখেন!আর সেজদারত লোকদের মাজে তোমার তৎপরতাও তিনি অবলোকন করেন!(সূরা আশ শোয়ারা ২১৮-২১৯)

আল্লাহ পাক আমাদেরকে কুরআন বুঝার এবং সকল বেদআতকে মাড়িয়ে, তদানুযায়ী জীবনধারন করার তৌফিক দান করুন ।আমীন।

বিষয়: বিবিধ

৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File