একটি স্বপ্নের অপমৃত্যু.......
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৫ জুন, ২০১৫, ০৬:৪৩:২০ সন্ধ্যা
সরকারী ট্রেনিং এর জন্য হঠাৎ করে ঢাকায় আসতে হলো।দুই দিন থাকতে হবে।হঠাৎ করে ঢাকায় আসা এবং মাত্র দুই দিনের জন্য কোন আত্নিয়ের বাড়িতে উঠলাম না।
একটা মাঝারি মানের হোটেল খুজতে ছিলাম। যাতে করে, দুইটা দিন কোন রকমে পার করে দিতে পারি।একটি হোটেলের নাম চোখে পড়ল, "হোটেল স্বরবর্ন"।নামটা ইন্টারেস্টিং হবার কারনে বেশ আগ্রহ নিয়ে হোটেলে ঢুকলাম।রিসেপশনে প্রয়োজনীয়,তথ্য উপাত্য দিয়ে রুমের চাবি নিলাম।রুম নাম্বার ৩০২!রিসেপশনিস্ট কে বললাম,অন্য কোন রুম নেই? ভদ্র লোক বললেন,এটাই আমাদের বেস্ট রুম!
রুমের দরজার লক খুলতে খুলতে মনে পড়ে গেল,তিন বছর আগের কথা।রংপুর মেডিকেল কলেজের জিয়াউর রহমানের ৩০২ নাম্বার রুমে আমি থাকতাম।রুম মেট হিসেবে ছিল,দুই ব্যাস জুনিয়র রাসিদ!বেশ হাসি খুশি প্রানচ্ছল!ছেলেটা খুব অল্পতেই আমাকে আপন করে নিয়েছিল!
রাসিদ একটা সম্পর্ক করত!ওদের-ই ব্যাচ মেট!রংপুর মেডিকেলে ঐ মেয়েটাও পড়ত!ওর নাম ছিল,নিতু!তাদের প্রেমটা ছিল,বৈচিত্র্যে ভরপুর!সকালে ভালো তো বিকেলে ঝগড়া!প্রায় রাতে,রাসিদ দির্ঘক্ষন ধরে নিতুর সঙ্গে কথা বলত!আমি যেন বিরক্ত না হই,তার জন্য বারান্দায় গিয়ে ফিসফিসিয়ে কথা বলত!
তখন আমার ইন্টার্নি চলতেছিল!একদিন রাসিদ বলল, ভাইয়া আমাকে কিছু টাকা দিতে হবে!আমার ল্যাপটপটা আপনি নেন!আমি টাকা দিলে,আবার ফিরিয়ে দিবেন!আমি বললাম, টাকা নিবা ভালো কথা।তার জন্য বিনিময় করতে হবে কেন! রিসাদ বলল,যদি পরে পরিশোধ করতে না পারি!আমি বললাম,কতো টাকা?
রিসাদ বলল,১৫ হাজার টাকা!
আমি বললাম,এতো টাকা দিয়ে কি হবে?
তখন রিসাদ বলল, ভাইয়া কালকে আমাদের দ্বিতীয় প্রেম বার্ষিকী! কয়েক দিন আগে নিতু বলছিল,ওর নাকি ট্যাব গুলো নিতে ইচ্ছে করে!তাই কালকে ওকে ট্যাব গিফট করতে চাই! তাকে টাকা দিয়ে, আমি নাইট ডিউটিতে চলে গেলাম!
পরের দিন,সন্ধ্যায় রুমে ফিরে দেখি আমার টেবিলের উপরে টাকা!রাসিদ কে বললাম,কিরে টাকা এখানে কেন? রাসিদ বলল,ভাইয়া টাকা আর লাগবে না! আমি বললাম কেন কি হয়েছে?
রাসিদ বলল,আজকে বিকেলে আমাদের কফিশপে দেখা করার কথা ছিল!আবার আজকে আমাদের এক ব্যাচ মেটেটের জন্মদিনও ছিল!তাই সকলে মিলে ক্লাস শেষে সুরভি উদ্যানে গেলাম বার্থডে পার্টি সেলিব্রেট করতে!কিন্তু সেখানে গিয়ে দেখি,নিতু ওদের এক ক্লাস মেটের সঙ্গে জড়াজড়ি করে বসে আছে!কথাগুলো বলার সময়,টপটপ করে চোখের পানি ঝরে পড়ল রাসিদের!ওর ঘাড়ে হাত রেখে বললাম,এত্তো ভেঙ্গে পড়তেছো কেন? নিজেকে শক্ত কর।রাসিদ কোন কথা না বলে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়ল!রাতে আবার একটা ক্লিনিকে নাইট ডিউটি ছিল!যাবার আগে রাসিদ কে বললাম,দরজাটা লাগিয়ে দাও!
পরের দিন হোস্টেলে ফিরে দেখি,আমার রুমের সামনে জটলা!দ্রুত এগিয়ে দেখি,সিলিং ফ্যানে ঝুলছে রাসিদ!একরাতের মধ্যে রাসিদের পরিচয় হয়ে গেল,অপঘাতে মৃত লাশ!
আমি জানালার গ্রিল ধরে বললাম,প্রত্যেক ব্যক্তির জীবনে প্রেম আসে!একজন নারী আসে।আমার জীবনেও হয়তো কোন নারী এসেছে কিংবা আসবে!কিন্তু আমি তার হাতে আমার স্বপ্নগুলোকে তুলে দিবো দিতে চাই না।তা না হলে,আমার স্বপ্ন গুলোও রাসিদের স্বপ্নের মতো ভেঙ্গেচুরে তছনছ হয়ে যেতে পারে!
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন