নিত্য লিখে যাও
লিখেছেন লিখেছেন তাওহীদ তারেক ০৪ জুন, ২০১৫, ১০:১৮:৩৩ রাত
শিখতে হলে হাতের কাছে
যা কিছু যা পাও,
যেসব তুমি আদর করে
কাছে টেনে নাও।
জানতে হলে অনেক কিছু
পড়তে হবে বেশ,
থাকতে হবে সদা সজাগ
মনে খুশির রেশ।
এই পৃথিবীর পাড়ায় পাড়ায়
পৌছতে যদি চাও,
ঝেড়ে ফেলে অলসতা
নিত্য লিখে যাও।
বিষয়: সাহিত্য
১০৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন