রক্ষী বাহিনীর প্রধান তোফায়েল আহমদের ফাঁসি চাই
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৪ মে, ২০১৬, ০২:০৬:০৫ দুপুর
শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে বলা হচ্ছে, বদর বাহিনী প্রধান (?) "র" বেতনভুক্ত মিডিয়াগুলো।
অথচ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ লোক রক্ষী বাহিনীর প্রধান ভোলার কুখ্যাত তোফায়েল আহমদ (বর্তমানে মন্ত্রী), শেখ মুজিবুবর রহমানকে বাঁচাতে পারে নাই। আদালত যাকে তিরস্কারও করেছে। জাসদের ৪০,০০০/= নেতাকর্মী যার হাতে গুম ও ক্রসফায়ারের নিহত হয়েছিল। যার নেতৃত্বে সিরাজ সিকদারকে অপহরণ করা হয়েছিল? বঙ্গবন্ধু সংসদে দাঁড়িয়ে বলেছিলেন "কোথায় আজ সিরাজ সিকদার"? এগুলো ইতিহাসের কালো অধ্যায়।
বঙ্গবন্ধুকে রক্ষায় ব্যর্থতা এবং জাসদের হাজার হাজার নেতা ও কর্মী এবং সিরাজ সিকদারসহ দেশপ্রেমিক নাগরিক হত্যায় যার হাত কাঁপেনি-সেই তোফা ডাকাতের ফাঁসি চাই..যারা যারা চান আওয়াজ তুলুন।
ত তে তোফায়েল-তুই খুনি, তুই খুনি।
ত তে তোফায়েল-তুই খুনি, তুই খুনি।
----
বিষয়: বিবিধ
১৭০০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাধীনতার আগে তিনি ছিলেন ছাত্র আর স্বাধীনতার পরে তিনি হয়ে গেলেন একটি আধা-সামরিক বাহিনীর প্রধান। কেউ কি জানে তিনি কার অধিনে থেকে, কোন সেক্টরের কমান্ডারের হাতে প্রশিক্ষণ নিয়েছিলেন! কেউ জানেনা, সাহস করে কেউ কোনদিন তাকে প্রশ্ন করেনি।
মূলত এই ব্যক্তি গুলোই ভারতের মুল পরিকল্পনা বাস্তবায়ন কারীদের অন্যতম। তাদের সাথে বাংলাদেশের মানুষের চাহিদার কোন সম্পকর্ নাই। তারা ভারতেরই স্বাথর্ দেখে, আর সে জন্য ভারত তাদের গোপনে প্রশিক্ষণ দিয়ে সৃষ্টি করেছিল, এখন শুধু সাভর্িস দিচ্ছে। ধন্যবাদ
কারণ ক্ষমতাহীন আওয়ামী লীগ ক্ষমতাশীল আওয়ামী লীগের চেয়ে বেশী ভয়ংকর।
মন্তব্য করতে লগইন করুন