ওআইসি সম্মেলনে শেখ হাসিনার যোগদান না করার ২ টি কারণ
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৭ এপ্রিল, ২০১৬, ০৮:৫৯:১৯ রাত
দু'দিন ব্যাপী ইসলামিক শীর্ষ সম্মেলন সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলন তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে। এ সম্মেলনে সমবেত হয়েছেন বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। মুসলিম বিশ্বের মধ্যে বিরাজমান মতপার্থক্য ও চলমান সংঘাত দূর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সম্মেলন। ১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠার তুরস্ক এই প্রথম এ সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজন করেছেন।
সম্মেলনে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব নেতাই অংশগ্রহণ করলেও মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ সম্মেলনে যোগদান করেননি। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী যোগদান করেন।
বিশ্লেষকরা এর কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন। আমার মতে এর কারণ ২টি :
১। ভারতের গ্রীন সিগন্যাল না পাওয়া (তথা "র" কর্তৃক অনুমতি না পাওয়া।)
২। শেখ হাসিনা তার খুনী, রক্তাক্ত চেহারা মুসলিম বিশ্বের নেতাদের দেখাতে চান না।
(বি:দ্র: ভারতের নিষেধাজ্ঞা না শুনে শেখ মুজিব বাংলাদেশ স্বাধীনের পরবর্তী পাকিস্তানে ওআইসি সম্মেলনে যোগ দিয়েছিলেন। এর ফলও তাকে ভোগ করতে হয়। পরিণতিতে ১৫ আগষ্ট ১৯৭৫ নির্মম হত্যার শিকার পুরো পরিবার-বাকী ইতহাস সবাই জানেন)
মোরাল অফ দ্য পোস্ট: ভারত ওআইসির সদস্য দেশ নয়। তাই ভারত যেখানে নেই, সেখানে কেন যাবেন? শেখ হাসিনাও সেখানে নেই।
বিষয়: বিবিধ
১৫০৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর সাথে আরো অনেক কারণ থাকতে পারে..
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
নিষ্ক্রিয় থেকে এরা বরং আমেরিকা + ইসরায়েলের কাজকে পরোক্ষভাবে সমর্থন করে যায় ।
এরকম সংগঠনের সন্মেলনের দোড়গোড়ায় গিয়ে লাথি মেরে আসা উচিত ছিল হাসুবুর।
OIC হচ্ছে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপনকারী মুসলিম দেশ গুলোর সমন্বয়ে গঠিত একটা সংস্থা। সব কিছু জানার পরও আপনারা কেন শুধু শুধু লাউ গাছ থেকে কদু আশা করেন???
মহান আল্লাহর কাছে দোয়া করি এই সম্মেলন যেন মুসলিম বিশ্বের ঐক্যের ও মুক্তির সম্মেলন হয়। মুসলিম জাতী যেন হারানো ঐতিহ্য ফিরে পায়, হে আল্লাহ, তুমি এই সম্মেলনকে কবুল করো।
মন্তব্য করতে লগইন করুন