মাননীয় বিচারপতিগণ : ফটো ব্লগিং-বিচার কার্য নিয়ে ন্যায়সঙ্গত মন্তব্য করুন!

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০১ মার্চ, ২০১৬, ০৭:০২:১২ সন্ধ্যা

১.

বাংলাদেশের বিচার ব্যবস্থা-শাসন ব্যবস্থাকে ধ্বংস করার রূপকার?



২.

অপ্রিয় হলেও সত্য কথন



৩.

লজ্জা থাকলে ওরা কোনদিন বিচারকের আসনে বসতেন না!



৪.

সোনার ছেলে মানিক!



৫.



৬.

শয়তানও তার কাজে লজ্জিত



৭.

মানিক আসলে ঘাদানি নেতা



৮.



৯.

ওনার মত বিচারক দরকার



১০.

অনেতিকভাবে ওনাকে বসিয়ে দেয়া হয়েছে।



১১.

কিছু বলুন



১২.

ঘাদানি নেতা মুরগী কবির কান্ড দেখুন?



১৩.

INDIAN CRIMES TRIBUNAL (ICT)



........

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360944
০১ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাংলাদেশের সব গুলো কোট এখন মুজিব কোটে পরিণত হয়েছে, আর বিচারপ্রতি গন এক একটা বড় আকারের দলীয়নেতা। এদের কাছ থেকে সু-বিচার আশা করা আর হিজড়ার কাছ থেকে বাচ্চা আশা করার সমান। ধন্যবাদ আপনাকে। তবে এই জাতীর কপালে ভয়ংকর দু:খ আছে।
360950
০১ মার্চ ২০১৬ রাত ০৮:১০
শেখের পোলা লিখেছেন : অবশেষে রয়েছে সর্বোচ্চ আদালতের বিচার৷ তিনি কাউকেই ছেড়ে দেবেননা৷ কিছু কিছু বিচার দুনিয়াতেও করে থাকেন, কিন্তু আমরা তার সমিকরণ বোঝার চেষ্টা করিনা৷ অতএব, আসুন সেখানেই বিচার দিয়ে অপেক্ষা করি৷ ধন্যবাদ৷
360964
০১ মার্চ ২০১৬ রাত ০৮:৪৮
হতভাগা লিখেছেন : বিচারপতি সিনহা সাহবে হিন্দু বলে এখনও টিকে আছেন । কোন মুসলমান বিচারপতি এরকম কথা বললে তার খবর ছিল ।
360979
০১ মার্চ ২০১৬ রাত ০৯:২৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিচার বিভাগ স্বাধীন হয়েছে, এটা শ্রেষ্ঠ পরিহাস!
360980
০১ মার্চ ২০১৬ রাত ০৯:২৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সবই তো ফাঁস করে দিলেন বাকি রাখলেন কি?
360987
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৩৪
আবু জান্নাত লিখেছেন : হতভাগা জাতি।
361008
০১ মার্চ ২০১৬ রাত ১১:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিচার তো এখন দাদাদের দেশের উপদেশ মত হয়!!
361012
০১ মার্চ ২০১৬ রাত ১১:৩৩
নাবিক লিখেছেন : হু বিচার!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File