লেখকরা যখন প্রতারক প্রকাশকের খপ্পরে! সাধু সাবধান?

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৩০:৪০ দুপুর



প্রতারক প্রকাশনীর ঠিকানা ঃ

-----------------------------------------------------------------

এই সেই প্রতারক প্রকাশক?

মাহমুদ সালেহীন খান (শাহবাগী)



বিস্তারিত :

ফেব্রুয়ারী মাস ভাষার মাস, সাহিত্য চর্চার সফল ফলন বই মেলার মাস। এই বাংলা ভাষার জন্যেই শহীদ হয়েছিলেন সালম, বরকত, রফিকসহ আরো অনেকেই। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কী ভুলিতেপারি ? যারা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরো একধাপ এগিয়ে নেওয়ার জন্য সাহিত্য চর্চায় নিয়োজিত থাকেন তাঁদের সেই কষ্টলব্দ পান্ডুলিপি যখন কোন ভন্ড প্রতারক ছিড়ে ফেলে, টাকা নিয়েও বই প্রকাশ করে না, টাকা ও পান্ডুলিপি আত্মসাদ করে তখন তা মেনে নেওয়া যায় না। এবারে অমর একুশে বই মেলায় অনেকেই আনুমানিক ৪২ জন লেখক এই সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রকশকের কাছে গেলে বা ফোনে কথা বললে তিনি জানান তিনি নাকি বটবৃক্ষের ছায়াতলে আছে, তাকে কিছুই করা যাবে না। সেই বটবৃক্ষ নাকি আমাদের পান্ডুলিপি ছিড়ে খেতে বলেছে, টাকা আত্মসাদ করতে বলেছে। কে সেই বটবৃক্ষ? যে বাংলা ভাষার বর্ণমালাকে গিলে খেতে চায়? কে সে বটবৃক্ষ যে কবি সাহিত্যিকদের স্বপ্ন গিলে খেতে চায়? তাকে মিডিয়ার সামনে হাজির করা হোক। সবাই দেখুক তার উম্মুক্ত চেহারা। আমাদের জাতীয় কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল আমাদের শিখিয়েছন কি ভাবে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে হয়। সেই কবির মঞ্চে দাঁড়িয়ে ( বাংলা একাডেমীর নজরুল মঞ্চ) আরা আগামী ১৩ তারিখ রোজ শনিবার বিকেল ৩ টায় প্রতিবাদ সমাবেশ ও পরবর্তী কর্মসূচী ঘোষনা করবো। আমরা যারা আন্দোলনে ঢাকায় আছি তাঁদের কারো কিছু হলে তার দায়বার আলোকবর্তীকার ভন্ড প্রকাশক সালেহীন মাহমুদ কেই নিতে হবে। ক্ষতিগ্রস্থ সকল লেখকসহ সকল কবি ও লেখকবৃন্দু কে আমাদের সাথে যোগ দিয় প্রতিবাদের আমন্ত্রন জনাই। অন্যায়ের প্রতিবাদে পোষ্ট টি সবাই কে শেয়ার করার অনুরোধ।

----------------------

চলছে প্রতিবাদ-বিক্ষোভ





শাহবাগী শয়তানটির দৃষ্টান্তমূলক শাস্তি চাই



লেখকদের স্বপ্নের অপমৃতু্্যর জন্য তার ফাঁসি চাই।



========

বিষয়: বিবিধ

১৫৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359593
১৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সচেতনতামূলক গুরুত্বপূর্ণ তত্ত্ব সম্বলিত পোষ্টটির জন্য আন্তরিক ধন্যবাদ।

আমার জানা মতে এসব অন্যায়কারী প্রকাশকের দলে শুধু শাহবাগীরাই নয়, ব্লগে বিচরণকৃত মাওলানা নামধারী প্রকাশকও রয়েছেন।

যারা হরহামেশাই নীতি বাক্য আওড়ান কিন্তু ব্যক্তি জীবনে কথার বরখেলাপ করেন।

এদের ব্যাপারে সরলমনা লেখক/লেখিকাদের সচেতন হওয়া আবশ্যক।

লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

১৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪০
298127
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমার জানা মতে এসব অন্যায়কারী প্রকাশকের দলে শুধু শাহবাগীরাই নয়, ব্লগে বিচরণকৃত মাওলানা নামধারী প্রকাশকও রয়েছেন।


:Thinking :Thinking :Thinking

জাযাকিল্লাহ...
359629
১৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শাহবাগি আলোকবর্তিকা যখন! তখন এমন আলোকিত কর্মই তো দেখাবেন!!
359659
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:৪৪
শেখের পোলা লিখেছেন : এমন বিশ্বাস ঘাতকদের শাস্তি হওয়া চাই৷ দেশের বর্তমান অবস্থায় সরকারী ছত্র ছায়াবাসিরা পার পেয়ে যায়৷ তেমনটি না হয়৷
359697
১৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:১২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এদের কারনেই কবি সাহি্ত্যিকেরা লিখার আগ্রহ হারিয়ে পেলেন। এদের কে এমন শাস্তি দেওয়া উচিত যেন অন্যরাও এই শাস্তি দেখে সাবধান হয়ে যায়।
ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File