।। প্রেরণার বাতিঘর ।। ছবি ব্লগিং।।...
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৪৯:৩১ রাত
৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠনকে জানাই হৃদয়ের অন্ত:পুর থেকে অনাবিল শুভেচ্ছা।
সিপাহসালারের অনন্য কাজ, প্রেরণা সৃষ্টি করে কর্মীদেরকে।
এগিয়ে চলছে জোর কদমে-মনযিল পানে।
পেরিয়ে গেল গৌরবে ৩৯ বছর।
সেই পতাকাবাহী সংগঠন..আল্লাহু আকবর সম্বলিত।
চট্টলার বীররা সদর্পে এগিয়ে যাচ্ছে।
দৃষ্টান্তমূলক কাজের এজেন্ডা..
মানবতার কল্যানে তরুন কর্মীরা
শান্তিপূণ র্যালী।
ভালবাসার বহি:প্রকাশ বয়োবৃদ্ধরাও।
প্রাণের সাথে মিশে গেছে যে সংগঠন।
মুখরিত সারা দেশ।
উল্লসিত ছাত্র জনতা।
চলছে শোভা যাত্রা।
জনহিতকর কাজ
অপ্রতিরোধ্য জয়যাত্রা-আবার দেখবে জনতা।
গন্তব্য একটাই-কায়েম কুরআনের রাজ।
মুক্তির মিছিলে শামিল হোন।
মানবসেবার জন্য যাদের সৃষ্টি।
৬ ফেব্রুয়ারী একদিনে হাজারো মিছিল-দলকানা সংবাদ মাধ্যমগুলোর নজরে আসে নি।
মিথ্যাচার প্রতিনিয়ত চালাচ্ছে-দালাল মিডিয়াগুলো।
সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দুর্জয় কাফেলা।
সত্য সমাগত।
বিজয় অবধারিত। এখন চলছে মহাপরীক্ষা।
দোয়া চিরন্তন-লক্ষ্য অনির্বাণ।
---------------------
---------------------
বিষয়: বিবিধ
১৯৫৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আমিন
এত কিছু করেও আসন তো ২/৩ টার বেশী পায় না
শিবির থেকেই তো জামায়াতী নেতা বের হবে , তাই শিবিরের পোলাপানরা যদি ৭১ এ তাদের নেতাদের কৃত অপরাধের জন্য ক্ষমা চায় দেশবাসীর কাছে তাহলে সেটা তাদের জন্য দারুন পজিটিভ ফল বয়ে আনবে । আর তাতে চেতনার ফেরিওয়ালারা ধরা খেয়ে যাবে ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শিবিরের পোলাপানদের কাছে এই পরামর্শ রেখে গেলাম।
মন্তব্য করতে লগইন করুন