।। প্রেরণার বাতিঘর ।। ছবি ব্লগিং।।...

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৪৯:৩১ রাত



৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠনকে জানাই হৃদয়ের অন্ত:পুর থেকে অনাবিল শুভেচ্ছা।



সিপাহসালারের অনন্য কাজ, প্রেরণা সৃষ্টি করে কর্মীদেরকে।



এগিয়ে চলছে জোর কদমে-মনযিল পানে।



পেরিয়ে গেল গৌরবে ৩৯ বছর।



সেই পতাকাবাহী সংগঠন..আল্লাহু আকবর সম্বলিত।



চট্টলার বীররা সদর্পে এগিয়ে যাচ্ছে।



দৃষ্টান্তমূলক কাজের এজেন্ডা..



মানবতার কল্যানে তরুন কর্মীরা



শান্তিপূণ র্যালী।



ভালবাসার বহি:প্রকাশ বয়োবৃদ্ধরাও।



প্রাণের সাথে মিশে গেছে যে সংগঠন।



মুখরিত সারা দেশ।



উল্লসিত ছাত্র জনতা।



চলছে শোভা যাত্রা।



জনহিতকর কাজ



অপ্রতিরোধ্য জয়যাত্রা-আবার দেখবে জনতা।



গন্তব্য একটাই-কায়েম কুরআনের রাজ।



মুক্তির মিছিলে শামিল হোন।



মানবসেবার জন্য যাদের সৃষ্টি।



৬ ফেব্রুয়ারী একদিনে হাজারো মিছিল-দলকানা সংবাদ মাধ্যমগুলোর নজরে আসে নি।



মিথ্যাচার প্রতিনিয়ত চালাচ্ছে-দালাল মিডিয়াগুলো।



সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দুর্জয় কাফেলা।



সত্য সমাগত।



বিজয় অবধারিত। এখন চলছে মহাপরীক্ষা।



দোয়া চিরন্তন-লক্ষ্য অনির্বাণ।

---------------------

---------------------

বিষয়: বিবিধ

১৯৪৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358966
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৬
358972
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২০
শেখের পোলা লিখেছেন : আমাদের জয় হবেই ইনশাআল্লাহ৷
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:২২
297714
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লিাহ আমাদের জয় হবে আল্লাহ আমাদের ঈমানী পরিক্ষা নিতেছেন ধৈর্য সহকারে সেই পরিক্ষায় আমাদেরকে উত্তির্ন হতে হবে
আমিন
358973
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হৃদয়ের গভীর থেকেই এই মজলুম সংগঠনটির জন্য দোয়া রইলো। ধন্যবাদ আপনাকে
358974
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪২
অবাক মুসাফীর লিখেছেন : বিনোদন... Tongue
358975
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০০
সন্ধাতারা লিখেছেন : Jajakallhu khair.
358977
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
358979
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:২৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দির্ঘ ৮টি বছর বাতিল যেভাবে হায়নার মতো আমাদের ভাইদেরকে নির্যাতন নিপিড়ন করেছে তারপরও সকল বাধা অতিক্রম করে প্রানের সংগঠনটি সামনের দিকে অগ্রসর হয়েছে আমরা প্রবাসীরা জানিনা সেই কষ্ট কিন্তু অনুভব করি তাই প্রানের থেকে দোয়া করি আল্লাহ যেন আমাদের ছোট ছোট ভাইদের মেহেনতকে কবুল আর মন্জুর করেন
আমিন
358991
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : রাজাকারের চ্যালারা এখন দেশ গঠনে ব্যস্ত আর মুক্তিযোদ্ধার চ্যালারা দেশবিরোধ কর্মকাণ্ডে ব্যস্ত
358995
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:২৫
দুষ্টু পোলা লিখেছেন : টাকা থেকে হতে পারে অসুখ
১০
359008
০৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৩৮
হতভাগা লিখেছেন : শিবিরের পতাকার সাথে পাকিস্তানের পতাকার বেশ মিল আছে ।

এত কিছু করেও আসন তো ২/৩ টার বেশী পায় না

শিবির থেকেই তো জামায়াতী নেতা বের হবে , তাই শিবিরের পোলাপানরা যদি ৭১ এ তাদের নেতাদের কৃত অপরাধের জন্য ক্ষমা চায় দেশবাসীর কাছে তাহলে সেটা তাদের জন্য দারুন পজিটিভ ফল বয়ে আনবে । আর তাতে চেতনার ফেরিওয়ালারা ধরা খেয়ে যাবে ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিবিরের পোলাপানদের কাছে এই পরামর্শ রেখে গেলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File