গডফাদারময় (Godfather) বাংলাদেশ-৩:ইয়াবা সম্রাট টেকনাফের আবদুর রহমান বদি
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২০ জানুয়ারি, ২০১৬, ০৬:৪৭:৩৯ সন্ধ্যা
কক্সবাজারের টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি হয়ে উঠেছেন ইয়াবা সম্রাট। তার তত্ত্বাবধানে ঘনিষ্ঠ সহযোগীরা সারা দেশে মরণনেশা ইয়াবা সরবরাহ, আমদানি ও মাদক বাজার নিয়ন্ত্রণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারীর সব সংস্থার তদন্তেই মাদক সাম্রাজ্য পরিচালনার নেপথ্যে আবদুর রহমান বদিকে দায়ী করে প্রতিবেদন পাঠানো হয়েছে শীর্ষ মহলে। তবে কিছুতেই কিছু হচ্ছে না তার। ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে দলীয় নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষককে মারধরের অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানায়, তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েননি শিক্ষক, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সরকারি কর্মকর্তাসহ সাংস্কৃতিক কর্মীরাও। এ পর্যন্ত চারজন শিক্ষককে পিটিয়েছেন তিনি। তবে সে জন্য তাকে কোনো জবাবদিহি করতে হয়নি। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক ইয়াবার চালানও ছাড়িয়ে নিয়ে যান এমপি বদি। ইয়াবা পাচারে কখনো কখনো বদির গাড়িও ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বদি সারা দেশের মানুষের কাছে নানাভাবে আলোচিত-সমালোচিত ।
গডফাদারদের নবযুগ: সাঈদুর রহমান রিমন -বাংলাদেশ প্রতিদিন ১৪ জুন
http://muradnagarnews24.com/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8%E0%A7%80-%E0%A6%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE/
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনি এখন মাদক বিরোধি আন্দোলন এর অগ্রনেতা!
মন্তব্য করতে লগইন করুন