চকবাজার থানা চট্টগ্রামের পুলিশের প্রধানতম দায়িত্ব ও কর্তব্য : ১০/১২ ছাত্রলীগ গুন্ডা এবং ২/৩টি ব্যানার পাহারা দেওয়া?
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৪:৫৩ সন্ধ্যা
চকবাজার থানা চট্টগ্রামের পুলিশের প্রধানতম দায়িত্ব ও কর্তব্য : ১০/১২ ছাত্রলীগ গুন্ডা এবং ২/৩টি ব্যানার পাহারা দেওয়া?
দিন-রাত ২৪ঘন্টা লীগ নেতাদের পাহারা দেন চকবাজার থানা পুলিশ
চট্টগ্রামে থাকে বন্ধু রফিউল। আজ অনেকদিন পর ফোন করলাম থাকে। চাকরিগত কারণে রাজধানী ছাড়তে পারছি না। কতদিন চট্টগ্রামে যাইনি। কুশলাদি জানার পর বলল, মনটা ভাল নেই। চট্টগ্রাম কলেজ জামে মসজিদে আজ জুমার নামাজ পড়তে গিয়ে পুলিশের তল্লাশিতে পড়তে হয়েছে। সন্ত্রাসী ১০/১২জনের জন্য ৫০ জনের একটি পুলিশ টিম মেইন গেট এবং প্যারেড মাঠের আশে পাশে থাকে। থানার ওসি নাকি নিজেই ছাত্রলীগের মিছিলে থাকে। ওসিকে নির্দেশ দেয় নাকি একজন ক্লাস ফাইভ পড়ুয়া সন্ত্রাসী। ওই সন্ত্রাসীর ভয়ে নাকি এলাকাবাসী নিশ্চুপ!
পুলিশের কাজ কি সন্ত্রাসীদের অস্ত্র যোগান দেওয়া?
-তাকে বললাম। ধৈর্য্য ধরতে। পরিবর্তন আসবে।
-সে বলল, শিবির চুপ কেন বুঝতে পারছি না।
-আমি বললাম, শিবির তো ছেড়ে দেবার পাত্র না।
-তাহলে এত দেরি করছে কেন?
-হয়ত কঠিন সিদ্ধান্ত নেবে তাই।
যা-ই হোক। আসলে পুলিশ আর ইবলিশের মধ্যে এখন কোন পার্থক্য নেই।
নাহলে পুলিশের প্রধানতম দায়িত্ব ও কর্তব্য কি ১০/১২ ছাত্রলীগ গুন্ডা এবং ২/৩টি ব্যানার পাহারা দেওয়া হতো?
পুলিশের পাহারা ব্যানার লাগাচ্ছে কুত্তালীগ!
জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের এহেন ভুমিকা কাম্য নয়।
ঠিক আছে খালাম্মারে সালাম বলিস আর মনটা ভাল হলে আবার ফোন দিস।
পুনশ্চ : খবর পাওয়া গেছে, শিবির নাকি এখন থাবা দেবে হারানো ক্যাম্পাস উদ্ধারে।
পুলিশ সাথে নিয়ে সন্ত্রাসীরা বেপরোয়া।
-------
বিষয়: বিবিধ
১৭৪৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন