হায়দার হোসেনের গান এবং কলকাতায় শেখ হাসিনার মুর্তি....!

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২০ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৫:৫০ সন্ধ্যা



হায়দার হোসেনের গান....

https://www.youtube.com/watch?v=zqESVOHHxFc

কী দেখার কি দেখছি, কী শোনার কথা কি শুনছি

কী ভাবার কথা কি ভাবছি, কী বলার কথা কি বলছি

ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

স্বাধীনতা কি বৈশাখী মেলায় পান্তা-ইলিশ খাওয়া?

স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?

স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা-সেমিনার?

স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার?

স্বাধীনতা কি গল্প-নাটক-উপন্যাস আর কবিতা?

স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা?-ঐ

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?

স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?

স্বাধীনতা কি হোটেলে হোটেলে গান ফ্যাশন শো?

স্বাধীনতা কি দু:খিনী নারীর জরা জীর্ন বস্ত্র?

-সবাই দেখতে থাকুন.. গানটিও শুনতে থাকুন..এর মমার্থ বুঝতে থাকুন।

বিষয়: বিবিধ

১৪৭৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354741
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫০
শেখের পোলা লিখেছেন : কাল ক্রমে ওটি বাংলাদেশেই স্থাপন করা হবে আর দেবীর আরাধনার জন্য ওলামালীগকেই পৌরহিত্য দান করা হতে পারে৷ধন্যবাদ৷
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
294773
বার্তা কেন্দ্র লিখেছেন : মূর্তিটা দেখে কষ্ট লাগল। আমাদের প্রধানমন্ত্রী যে কি না ৫ ওয়াক্ত নামাজ এবং রাত্রে তাহাজ্জুদ আদায় করেন!
354749
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : দেখলাম, এসব মানুষেরা মাটির মূর্তিতেই শোভা পায়, অন্তরে নয়!
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
294774
বার্তা কেন্দ্র লিখেছেন : না ভাই। হয়ত বা আ'লীগ সরকার এটি দেখলে প্রতিবাদ জানাবে।
354756
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এতবড় উপকারিকে সন্মান করবে না!!!!!!!
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
294775
বার্তা কেন্দ্র লিখেছেন : বিশ্বাস করুন। দেখে অনেক কষ্ট পেয়েছি মনে!
354783
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৫০
হতভাগা লিখেছেন : জননেত্রী হিন্দুদের জন্য এত করছেন যে উনারা তাকে তাদের দেবীর আসনে বসাতেই পারে
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
294776
বার্তা কেন্দ্র লিখেছেন : এটা ওনাকে সম্মান নয় বরং অপমানই করেছেন। সরকারের চোখে পড়লে প্রতিবাদ জানাবে আশাকরি।
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪০
294787
শেখের পোলা লিখেছেন : উনার দলে হিন্দুর চাইতে মুসলমানই বেশি৷তাদের জন্যও কম করেননি৷ পূঁজায় মুসলমানরাই পৌরহিত্য করবে৷
354871
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সর্বনাশ! আসলে কি সত্যি?
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
294777
বার্তা কেন্দ্র লিখেছেন : সত্যি-মিথ্যা বুঝতে পারছি না! হতেও পারে। নাকি বিরোধী দলের ষড়যন্ত্র? ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File