কবি রফিক আজাদের মত বলতে ইচ্ছে করছে : ফেসবুক খুলে দে হারামজাদা... ?
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:১৭:৫৮ দুপুর
একে একে সব অধিকার কেড়ে নেয়া হচ্ছে
চলার পথে হাজারো শঙ্কা, এই বুঝি গেল
কোন মতে বেঁচে থাকা সাধের প্রাণটা।
গুলি, বোমা, গুম-খুন, রক্ত, মৃত দেহ ভাসছে
সামান্য মত প্রকাশটুকুও করা দায় টেকছে।
কেন যেন এই দুনিয়ার মানুষের রীতি
আমারটাই সত্য, বাকী সব অসভ্যের দল!
যা বলি তা-ই হবে মানতে, হবে শুনতে
পরিপাটি করা বাগান বাড়ী, কিছু চাই না
শুধু বলতে চাই মুখে, চাই না কারো দয়া-প্রীতি।
চলেনি কো আগে অগ্রজ, পূর্ববর্তী মানুষেরা,
ফেসবুকে কি করো পেট ভরে বা অনলাইনে?
অজানা আতঙ্কে, শিউরে উঠা হয় নিত্যদিন
আসছে কোন অশুভ বার্তা, ভেঙ্গে পড়ছে সবি
সব গিলে যেন খাচ্ছে ডিজিটাল দানবেরা!
বাতায়নের পাশে ক্ষণিক বসা, বন্ধ কলমটি
মৃদু শীতল হাওয়া যেন বিষাক্ত ভাবে বইছে।
রফিক আজাদের মত বলতে ইচ্ছে করছে
ফেসবুক খুলে দে হারামজাদা,
দে অনলাইনের সমস্ত চাবিকাঠি!
বিষয়: সাহিত্য
১২৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-ফেসবুকও দিগন্ত টিভির ভাগ্য বরণ করেছে মনে হয়!
মন্তব্য করতে লগইন করুন