তোমরা যারা হিন্দুস্তানী দালাল : পাকিস্তানের “কেশ” ও স্পর্শ করতে পারবে না..
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২৪ নভেম্বর, ২০১৫, ১১:৪৪:০১ সকাল
সংবাদ : পাকিস্তান ও তুরস্ক বাংলাদেশের বিচারিক হত্যার প্রতিবাদ জানিয়েছে। এ খবরে হিন্দুস্তানের পা চাটা গোলামেরা কড়া প্রতিবাদ জানিয়েছে।
http://www.amardeshonline.com/pages/details/2015/11/24/312153#.VlP30V48Bkg
শোনো!তোমরা যারা হিন্দুস্তানী দালালরা, পাকিস্তানের “কেশ” ও স্পর্শ করতে পারবে না। কারণ জামায়াত-বিএনপির মত ওদের “ইয়েটা” এত নরম না।
====
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাকিস্তান তো বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবার পরেই আছে মাইরের উপর । ওদেরকে কেউ মারতে আসবে না , ওরা নিজেরাই নিজেদেরকে মারবে।
আর তুরষ্ক মুসলিম বিশ্বে প্রভাব রাখার মত কোন দেশই না , প্রভাব রাখতে পারে না ইইউতেও । না ঘর কা , না ঘাট কা ।
বাঙ্গালীদের মত ওরা হিংসুটে হলে অনেক আগে সব বাঙ্গালীদের পাকিস্তান থেকে বের করে দিত।
পাকিস্তানীরা যদি সত্যিই বাংলাদেশীদের ভাল চাইতো তাহলে শেখ সাহেবকে মন্ত্রীত্ব দিতে কাহিনী বানাতো না ।
সে সময়ে পশ্চিম পাকিস্তানীরা নিজেদের আপ-কান্ট্রির লোক বলে পরিচয় দিত । বাংলাদেশীদের অপমান করতো এতে পরোক্ষভাবে। সংখ্যাগরিষ্ট হলেও বাংলাদেশীদের ভাষাকে তারা দমাতে চাইছিল।
পাকিস্তান যে কতটা নীতি ও দয়ায় ভরা দেশ তা তাদের দেশের অবস্থা থেকেও কি বোধগম্য হয় না ?
আর পাকিস্তানের জন্য ৭১ এ বড় লজ্জার বিষয় ছিল যে ,তারা সে সময়ের নামকরা সামরিক বাহিনী হলেও পুঁচকে বাংলাদেশের গেরিলা যোদ্ধাদের হাতে মাইরের পর মাইর খেয়ে মাত্র ৯ মাসেই হারতে বসেছিল।
ভারত যুদ্ধে নামাতে ভালই হয়েছিল পাকিস্তানের জন্য , কারণ বাংলাদেশের কাছে আত্মসমর্পনের চেয়ে তারা ভারতের কাছেই আত্মসমর্পন করা তাদের কাছে বেটার অপশন মনে হেয়েছে । তাতে অপমান একটু কম হয়।
আর বাংলাদেশে থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করা , বাংলাদেশকে শোষন করা দেশ/জাতির সাফাই গাওয়ার চেয়ে সে দেশে চলে যাওয়াই ভাল ।
নচেৎ হাসু বু যা শুরু করেছে ...... চৌদ্দগুষ্টি দোড়ের উপ্রে থাকবে । জিরানোর সময় পাবেন না ।
বাঙ্গালীদের মত ওরা হিংসুটে হলে অনেক আগে সব বাঙ্গালীদের পাকিস্তান থেকে বের করে দিত।
১-এ হল পাকিস্তানের আকাইম্যা তৎপরতা। এ দিয়ে চিঁড়ে ভিজবে না। সুতরাং ফাউ লাফানোর কোনো মানে নেই। তবে যারা আকাইম্যা তাদের লাফাতে মানা নেই!
২-তুরস্ক বিশ্ব মুসলিম সৌহার্দের স্বপ্নে বিশ্বাসী, কিন্তু তাদেরও বাস্তব জ্ঞান বোধহয় একটু কম।
৩-কে যেন এ বিষয়ে বৃটেনের কথা তুলেছেন। হেডম থাকলে কিছু কিছু করে দেখাক!
৪-কথায় আছে, ভালবাসা মানুষকে অন্ধ করে দেয়। তাই আপনার পাকিস্তান-প্রীতি এর দোষ-ত্রুটিকে আড়াল করে বসেছে। বেশি দূরে নয়, কাছের একটি উদাহরণঃ ক্রিকেট খেলায় যখন এমনিতেই হুট বাঙ্গালদের রেংকিং বাড়ার পথে, তখন কোথায় ছিল তাদের উদারতা? বিবৃতিগুলো স্মরণ করুন, ঘেঁটে দেখুন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন