তোমরা যারা হিন্দুস্তানী দালাল : পাকিস্তানের “কেশ” ও স্পর্শ করতে পারবে না..

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২৪ নভেম্বর, ২০১৫, ১১:৪৪:০১ সকাল

সংবাদ : পাকিস্তান ও তুরস্ক বাংলাদেশের বিচারিক হত্যার প্রতিবাদ জানিয়েছে। এ খবরে হিন্দুস্তানের পা চাটা গোলামেরা কড়া প্রতিবাদ জানিয়েছে।



http://www.amardeshonline.com/pages/details/2015/11/24/312153#.VlP30V48Bkg



শোনো!তোমরা যারা হিন্দুস্তানী দালালরা, পাকিস্তানের “কেশ” ও স্পর্শ করতে পারবে না। কারণ জামায়াত-বিএনপির মত ওদের “ইয়েটা” এত নরম না।

====

বিষয়: বিবিধ

১৫৮৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351179
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৫
হতভাগা লিখেছেন : পাকিস্তান , তুরষ্ককে বাংলাদেশ পুছেও না ।

পাকিস্তান তো বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবার পরেই আছে মাইরের উপর । ওদেরকে কেউ মারতে আসবে না , ওরা নিজেরাই নিজেদেরকে মারবে।

আর তুরষ্ক মুসলিম বিশ্বে প্রভাব রাখার মত কোন দেশই না , প্রভাব রাখতে পারে না ইইউতেও । না ঘর কা , না ঘাট কা ।
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৫
291518
আবু জান্নাত লিখেছেন : পাকিস্তানীদের নীতি ও দয়া আছে বিধায় আজো লক্ষ বাঙ্গালী পাকিস্তানে কাজ করে জিন্দেগী কাটিয়ে যাচ্ছে।

বাঙ্গালীদের মত ওরা হিংসুটে হলে অনেক আগে সব বাঙ্গালীদের পাকিস্তান থেকে বের করে দিত।
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩৩
291524
বার্তা কেন্দ্র লিখেছেন : পাকিস্তান বলে বাংলাদেশকে ৯মাসে মুক্তি দিয়েছে আর ভারতমাতা কাশ্মীর-হায়দরাবাদ-জুনাগড়কে এত বছর লড়াই করার পরও স্বাধীনতা দিচ্ছে?
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৬
291531
হতভাগা লিখেছেন : ঢাকার মিরপুরসহ বাংলাদেশের আনাচে কানাচে অনেক বিহারী নামে পাকিস্তানীরাও আছে । বছর দুয়েক আগে কালশীতে বেশ কাব যাবও বাঁধিয়েছিল এরা । এরা ভোটও দেয়। মোহাম্মাদপুরে এরা ভাল চাপ (মোস্তাকিমের) বানায় ।

পাকিস্তানীরা যদি সত্যিই বাংলাদেশীদের ভাল চাইতো তাহলে শেখ সাহেবকে মন্ত্রীত্ব দিতে কাহিনী বানাতো না ।

সে সময়ে পশ্চিম পাকিস্তানীরা নিজেদের আপ-কান্ট্রির লোক বলে পরিচয় দিত । বাংলাদেশীদের অপমান করতো এতে পরোক্ষভাবে। সংখ্যাগরিষ্ট হলেও বাংলাদেশীদের ভাষাকে তারা দমাতে চাইছিল।

পাকিস্তান যে কতটা নীতি ও দয়ায় ভরা দেশ তা তাদের দেশের অবস্থা থেকেও কি বোধগম্য হয় না ?

আর পাকিস্তানের জন্য ৭১ এ বড় লজ্জার বিষয় ছিল যে ,তারা সে সময়ের নামকরা সামরিক বাহিনী হলেও পুঁচকে বাংলাদেশের গেরিলা যোদ্ধাদের হাতে মাইরের পর মাইর খেয়ে মাত্র ৯ মাসেই হারতে বসেছিল।

ভারত যুদ্ধে নামাতে ভালই হয়েছিল পাকিস্তানের জন্য , কারণ বাংলাদেশের কাছে আত্মসমর্পনের চেয়ে তারা ভারতের কাছেই আত্মসমর্পন করা তাদের কাছে বেটার অপশন মনে হেয়েছে । তাতে অপমান একটু কম হয়।
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৩
291533
বার্তা কেন্দ্র লিখেছেন :
২৪ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৩
291591
শেখের পোলা লিখেছেন : বাঙ্গালীদের যোগ্যতা এখনও বুঝতে আপনার বাকী থাকতে পারে পাকিস্তানীরা তিন বছরেই বুঝেছিল৷ আরও অপেক্ষা করুন৷
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৪২
291660
হতভাগা লিখেছেন : বাংলাদেশীদের যোগ্যতা ভালভাবেই টের পেয়েছিল পাকিস্তানীরা- একবার ৫২ তে , আরেকবার ৭১ এ। এর মধ্যে ভারতের সাথে যতবার লেগেছিল তাতে বাংলাদেশীদের বেশ অবদান ছিল পাকিস্তানের পক্ষে।

আর বাংলাদেশে থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করা , বাংলাদেশকে শোষন করা দেশ/জাতির সাফাই গাওয়ার চেয়ে সে দেশে চলে যাওয়াই ভাল ।


নচেৎ হাসু বু যা শুরু করেছে ...... চৌদ্দগুষ্টি দোড়ের উপ্রে থাকবে । জিরানোর সময় পাবেন না ।
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৭
291703
বার্তা কেন্দ্র লিখেছেন : ৭২-৭৫এর দুর্ভিক্ষের কথাও কিছু বলুন?৩০ হাজার জাসদের হত্যার কথা বলুন?
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৬
291732
হতভাগা লিখেছেন : সেই জাসদ এখন আওয়ামী লীগের সাথে ক্ষমতার অংশীদার । তাদের এখন কি আর আক্ষেপ থাকার কথা ? ১৯৪৫ এ আমেরিকার কাছ থেকে বোমা খেয়েও আমেরিকার সাথে দোস্তী পাকিয়েছে জাপান।
351191
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাকিস্তান এর বিরুদ্ধে এই করল কিন্তু পরশু দিন আর জাজিরাতে বৃটিশ আইনজিবি যে কথা বললেন তার কোন জবাব দিল না!
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩৩
291525
বার্তা কেন্দ্র লিখেছেন : ওদের ইয়েটা তো আর নরম না!
351196
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৫
আবু জান্নাত লিখেছেন : পাকিস্তানীদের নীতি ও দয়া আছে বিধায় আজো লক্ষ বাঙ্গালী পাকিস্তানে কাজ করে জিন্দেগী কাটিয়ে যাচ্ছে।

বাঙ্গালীদের মত ওরা হিংসুটে হলে অনেক আগে সব বাঙ্গালীদের পাকিস্তান থেকে বের করে দিত।

২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩৪
291526
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ আপনাকে..
351249
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
রওশন জমির লিখেছেন :
১-এ হল পাকিস্তানের আকাইম্যা তৎপরতা। এ দিয়ে চিঁড়ে ভিজবে না। সুতরাং ফাউ লাফানোর কোনো মানে নেই। তবে যারা আকাইম্যা তাদের লাফাতে মানা নেই!
২-তুরস্ক বিশ্ব মুসলিম সৌহার্দের স্বপ্নে বিশ্বাসী, কিন্তু তাদেরও বাস্তব জ্ঞান বোধহয় একটু কম।
৩-কে যেন এ বিষয়ে বৃটেনের কথা তুলেছেন। হেডম থাকলে কিছু কিছু করে দেখাক!
৪-কথায় আছে, ভালবাসা মানুষকে অন্ধ করে দেয়। তাই আপনার পাকিস্তান-প্রীতি এর দোষ-ত্রুটিকে আড়াল করে বসেছে। বেশি দূরে নয়, কাছের একটি উদাহরণঃ ক্রিকেট খেলায় যখন এমনিতেই হুট বাঙ্গালদের রেংকিং বাড়ার পথে, তখন কোথায় ছিল তাদের উদারতা? বিবৃতিগুলো স্মরণ করুন, ঘেঁটে দেখুন।
ধন্যবাদ।
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৮
291704
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File